সিডনি, 20 অক্টোবর : গত সপ্তাহেই প্রাক্তন অজি ওপেনার মাইকেল স্লেটারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ উঠেছিল ৷ বুধবার সিডনি থেকে তাঁকে গ্রেফতার করল নিউ সাউথ ওয়েলস পুলিশ ৷ সংবাদ সংস্থা এএনআই-তরফে এমনটাই জানানো হয়েছে ৷ 51 বছরের প্রাক্তন এই অজি ক্রিকেটারের বিরুদ্ধে গত সপ্তাহে গার্হস্থ্য হিংসার ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল । মঙ্গলবারই সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ তারপর এদিন প্রাক্তন অজি ওপেনারকে গ্রেফতার করা হয় ৷
বুধবার নিউ সাউথ ওয়েলসের পুলিশের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "12 অক্টোবর গার্হস্থ্য হিংসার একটি ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে মঙ্গলবার তদন্ত শুরু হয় ৷ তদন্তের স্বার্থে কথা বলার জন্য এদিন সকালে ম্যানলিতে তাঁর বাড়িতে 51 বছরের এক পুরুষের সঙ্গে কথা বলে পুলিশ। তারপর তাঁকে গ্রেফতার করে ম্যানলি পুলিশ স্টেশনে আনা হয়েছে।"
1993 সালে অস্ট্রেলিয়ার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্লেটারের ৷ দেশের হয়ে 74টি টেস্টে এবং 42টি ওয়ান ডে খেলেছেন এই ডানহাতি ওপেনার ৷ আট বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে 14টি সেঞ্চুরি-সহ 5312 রান করেছেন স্লেটার ৷ 2004 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্য হিসেবে দেখা গিয়েছে প্রাক্তন এই অজি ওপেনারকে ৷
আরও পড়ুন : ডু অর ডাই ম্যাচে বাংলাদেশের রক্ষাকর্তা সাকিব
2021 আইপিএলের প্রথম পর্বে ধারাভাষ্যের ভূমিকায় দেখা গিয়েছিল স্লেটারকে ৷ করোনার কারণে ভারতের মাটিতে চতুর্দশ আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যাওয়ার পর মালদ্বীপ হয়ে দেশে আইপিএলে খেলা অজি ক্রিকেটারদের সঙ্গে দেশে ফিরেছিলেন তিনি ৷ ভারত থেকে অস্ট্রেলিয়া ফেরার নিয়মের জন্য গত মে মাসে সোশ্যাল মিডিয়ায় দেশের প্রধানমন্ত্রী স্কট মরিনসনের তীব্র সমালোচনা করেছিলেন স্লেটার ৷