নয়া দিল্লি, 10 মে : কোভিড আক্রান্ত হয়ে ভারতীয় ক্রিকেটার পীযূষ চাওলার বাবা মারা গেলেন । ইনস্টাগ্রামে এই শোকের খবর নিজেই জানিয়েছেন লেগ স্পিনার চাওলা । ইনস্টাগ্রামে পীযূষ লেখেন, "গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, আমার বাবা প্রমোদ কুমার চাওলা 10 মে, 2021 পরলোকে গমন করেছেন । তিনি করোনা ও করোনা-পরবর্তী জটিলতায় ভুগছিলেন । তাঁর আত্মার শান্তি কামনা করছি ।"
শোকসংবাদ জানানোর পাশাপাশি ইনস্টাগ্রামে বাবার একটি ছবি শেয়ার করেছেন পীযূষ চাওলা । ইতিমধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যে দলে পীযূষ খেলেন, সেই দল মুম্বই ইন্ডিয়ান্স এবং ভারতীয় দল টুইট করে পীযূষ চাওলাকে সমবেদনা জানিয়েছে ৷ টুইট করে সমবেদনা জানিয়েছেন পীযূষের প্রাক্তন সতীর্থ ইরফান পাঠানও ।
আরও পড়ুন: ইংল্যান্ড সফরের আগে ভ্যাকসিন নিলেন বিরাট কোহলি
দলে মুম্বই ইন্ডিয়ান্স টুইট করে, "পীযূষ চাওলা তাঁর বাবাকে হারিয়েছেন । আমরা সমবেদনা জানাই । আমরা এই কঠিন সময়ে তোমার ও তোমার পরিবারের পাশে আছি ।"
ইরফান পাঠানের টুইট, "ভাই পীযূষ, প্রমোদ আঙ্কল আর নেই । তোমার ও তোমার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল । ধৈর্যের সঙ্গে এই কঠিন সময় তুমি কাটিয়ে ওঠো, এই প্রার্থনা করি । আঙ্কল খুবই ভাল মানুষ ছিলেন । তিনি ছিলেন প্রাণশক্তিতে ভরপুর । কোভিড আরও একটি প্রাণ কেড়ে নিল ।"