ETV Bharat / sports

IND vs ENG 5th Test : ইতিহাসে বুমরা, এজবাস্টনে টস হেরে ব্যাট করছে ভারত - IND vs ENG 5th Test

পঁয়ত্রিশ বছর পর কোনও ফাস্ট বোলার হিসেবে লাল বলের ক্রিকেটে জাতীয় দলকে নেতৃত্ব দিতে নামলেন বুমরা ৷ তবে অধিনায়ক হিসেবে অভিষেকে টসভাগ্য সঙ্গ দিল না ফাস্ট বোলারকে ৷ এজবাস্টনে টস হেরে ব্যাট করছে ভারত (England win the toss and elect to bowl first at Edgbaston test) ৷

IND vs ENG 5th Test
এজবাস্টনে টস হেরে ব্যাট করছে ভারত
author img

By

Published : Jul 1, 2022, 2:41 PM IST

Updated : Jul 1, 2022, 3:09 PM IST

বার্মিংহ্যাম, 1 জুলাই : বোর্ডের তরফে ঘোষণাটা চলে এসেছিল বৃহস্পতিবারই ৷ সেইমতো এজবাস্টন টেস্টে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে টস করতে নামলেন জসপ্রীত বুমরা ৷ একইসঙ্গে ঢুকে পড়লেন ইতিহাসে ৷ পঁয়ত্রিশ বছর পর কোনও ফাস্ট বোলার হিসেবে লাল বলের ক্রিকেটে জাতীয় দলকে নেতৃত্ব দিতে নামলেন 'বুম বুম' ৷ তবে অধিনায়ক হিসেবে অভিষেকে টসভাগ্য সঙ্গ দিল না এই স্পিডস্টার-কে ৷ এজবাস্টনে টস হেরে ব্যাট করছে ভারত (England win the toss and elect to bowl first at Edgbaston test) ৷ স্যুইং সহায়ক উইকেটে প্রত্যাশামতোই এক স্পিনার নিয়ে মাঠে নামল টিম ইন্ডিয়া ৷

মেঘলা আকাশ, বার্মিংহ্যামে প্রথমদিনের খেলা দফা-দফায় পণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই টস জিতলে যে কোনও অধিনায়কই যে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠাবেন, সেটা জলের মতো পরিষ্কার ছিল ৷ টসের পর এদিন তাতেই সিলমোহর দিলেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস ৷ ওপেনিং স্লট নিয়ে চিন্তায় থাকা ভারত শুভমান গিলের সঙ্গে জুড়ে দিল অভিজ্ঞ চেতেশ্বর পূজারাকে ৷ যে ইঙ্গিতটা গতকালই মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল ৷ প্রথমবার টেস্টে জাতীয় দলকে নেতৃত্ব দিতে পেরে উচ্ছ্বসিত বুমরা ৷

আরও পড়ুন : ছিটকে গেলেন রোহিত, এজবাস্টন টেস্টে নেতৃত্ব দেবেন বুমরা

টসের পর তিনি বলেন, "দলের প্রস্তুতি নিয়ে খুশি ৷ এখন ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জের ৷" অন্যদিকে কিউয়িদের ঘরের মাঠে চুনকাম করে ভারতের বিরুদ্ধে মাঠে নামা বেন স্টোকস জানালেন, ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া তাঁর দল ৷ ইংল্যান্ড একাদশে ফিরলেন জেমস অ্যান্ডারসন এবং স্যাম বিলিংস ৷ এজবাস্টন আবার বিরাট-প্রত্যাবর্তন দেখার অপেক্ষাতেও প্রহর গুনছে ৷ গতবছর কোভিডের কারণে অসমাপ্ত সিরিজে 2-1 এগিয়ে ভারত ৷ অর্থাৎ, এজবাস্টনে ড্র করলেই সিরিজ টিম ইন্ডিয়ার ৷

একনজরে ভারতীয় একাদশ : গিল, পূজারা, বিহারী, কোহলি, আইয়ার, পন্থ (উইকেটরক্ষক), জাদেজা, শার্দূল, শামি, সিরাজ, বুমরা (অধিনায়ক) ৷

একনজরে ইংল্যান্ড একাদশ : লিজ, ক্রলি, পোপ, রুট, বেয়ারস্টো, স্টোকস (অধিনায়ক), বিলিংস (উইকেটরক্ষক), পটস, ব্রড, লিচ, অ্যান্ডারসন ৷

বার্মিংহ্যাম, 1 জুলাই : বোর্ডের তরফে ঘোষণাটা চলে এসেছিল বৃহস্পতিবারই ৷ সেইমতো এজবাস্টন টেস্টে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে টস করতে নামলেন জসপ্রীত বুমরা ৷ একইসঙ্গে ঢুকে পড়লেন ইতিহাসে ৷ পঁয়ত্রিশ বছর পর কোনও ফাস্ট বোলার হিসেবে লাল বলের ক্রিকেটে জাতীয় দলকে নেতৃত্ব দিতে নামলেন 'বুম বুম' ৷ তবে অধিনায়ক হিসেবে অভিষেকে টসভাগ্য সঙ্গ দিল না এই স্পিডস্টার-কে ৷ এজবাস্টনে টস হেরে ব্যাট করছে ভারত (England win the toss and elect to bowl first at Edgbaston test) ৷ স্যুইং সহায়ক উইকেটে প্রত্যাশামতোই এক স্পিনার নিয়ে মাঠে নামল টিম ইন্ডিয়া ৷

মেঘলা আকাশ, বার্মিংহ্যামে প্রথমদিনের খেলা দফা-দফায় পণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই টস জিতলে যে কোনও অধিনায়কই যে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠাবেন, সেটা জলের মতো পরিষ্কার ছিল ৷ টসের পর এদিন তাতেই সিলমোহর দিলেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস ৷ ওপেনিং স্লট নিয়ে চিন্তায় থাকা ভারত শুভমান গিলের সঙ্গে জুড়ে দিল অভিজ্ঞ চেতেশ্বর পূজারাকে ৷ যে ইঙ্গিতটা গতকালই মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল ৷ প্রথমবার টেস্টে জাতীয় দলকে নেতৃত্ব দিতে পেরে উচ্ছ্বসিত বুমরা ৷

আরও পড়ুন : ছিটকে গেলেন রোহিত, এজবাস্টন টেস্টে নেতৃত্ব দেবেন বুমরা

টসের পর তিনি বলেন, "দলের প্রস্তুতি নিয়ে খুশি ৷ এখন ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জের ৷" অন্যদিকে কিউয়িদের ঘরের মাঠে চুনকাম করে ভারতের বিরুদ্ধে মাঠে নামা বেন স্টোকস জানালেন, ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া তাঁর দল ৷ ইংল্যান্ড একাদশে ফিরলেন জেমস অ্যান্ডারসন এবং স্যাম বিলিংস ৷ এজবাস্টন আবার বিরাট-প্রত্যাবর্তন দেখার অপেক্ষাতেও প্রহর গুনছে ৷ গতবছর কোভিডের কারণে অসমাপ্ত সিরিজে 2-1 এগিয়ে ভারত ৷ অর্থাৎ, এজবাস্টনে ড্র করলেই সিরিজ টিম ইন্ডিয়ার ৷

একনজরে ভারতীয় একাদশ : গিল, পূজারা, বিহারী, কোহলি, আইয়ার, পন্থ (উইকেটরক্ষক), জাদেজা, শার্দূল, শামি, সিরাজ, বুমরা (অধিনায়ক) ৷

একনজরে ইংল্যান্ড একাদশ : লিজ, ক্রলি, পোপ, রুট, বেয়ারস্টো, স্টোকস (অধিনায়ক), বিলিংস (উইকেটরক্ষক), পটস, ব্রড, লিচ, অ্যান্ডারসন ৷

Last Updated : Jul 1, 2022, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.