ETV Bharat / sports

চিপকের পিচের সমালোচনা, ভনকে জবাব ওয়ার্নারের - চিপকের 22 গজে দেখা গেছে টার্ন ও বাউন্স

প্রথম টেস্টের বিপরীত দ্বিতীয় ম্যাচে চিপকের 22 গজে দেখা গেছে টার্ন ও বাউন্স ৷ আর তা প্রথম দিন থেকেই লক্ষ্যণীয় ৷ কিন্তু প্রথম টেস্টে ব্যাটসম্যানদের জন্য পিচে খেলা সহজ ছিল ৷

ভনকে জবাব ওয়ার্নারের
ভনকে জবাব ওয়ার্নারের
author img

By

Published : Feb 14, 2021, 9:52 PM IST

দিল্লি, 14 ফেব্রুয়ারি : ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট নিয়ে বাকযুদ্ধে জড়ালেন দুই প্রাক্তন ক্রিকেটার ৷ চেন্নাইয়ের 22 গজ নিয়ে প্রশ্ন তোলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ৷ জবাবে রোহিতের ব্য়াটিং দেখে শিক্ষা নিতে বললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্ন ৷

প্রথম টেস্টের বিপরীত দ্বিতীয় ম্যাচে চিপকের 22 গজে দেখা গেছে টার্ন ও বাউন্স ৷ আর তা প্রথম দিন থেকেই লক্ষ্যণীয় ৷ কিন্তু প্রথম টেস্টে ব্যাটসম্যানদের জন্য পিচে খেলা সহজ ছিল ৷

রোহিতের দুরন্ত 161 রানের সৌজন্যে প্রথম ইনিংসে ভারত 329 রান বোর্ডে তোলে ৷ দুরন্ত ফুট ওয়ার্ক দেখান রোহিত ৷ কিন্তু জবাবে মাত্র 134 রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড ৷ রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল নেন 7টি উইকেট ৷

ইংরেজ ব্যাটসম্য়ানদের চিপকের 22 গজে খেলতে অসুবিধায় পড়ে ৷ তাঁদের সমস্যায় পড়তে দেখে মাইকেল ভন চিপকের 22 গজকে "অখাদ্য" বলে উল্লেখ করেন ৷ তিনি আরও বলেন এটা 5 দিন খেলার মতো পিচ নয় ৷ আর এই টুইটের জবাবে শেন ওয়ার্ন ইংলিশ ক্রিকেটারদের রোহিতের ইনিংস দেখার কথা বলেন ৷ এবং ইংরেজদের আরও ভালো বোলিং করার পরামর্শ দেন ৷

তবে বাকযুদ্ধ এখানেই থামেনি ৷ ওয়ার্নের জবাবে ভন লেখেন, ‘‘প্রথম ম্যাচেও কি ভারতীয়রা এত ভালো ব্যাটিং করেছিল ? শেষ ম্যাচে ভারত ড্র করার উদ্দেশ্যে খেলছিল ৷’’ ভনের এই প্রশ্নেরও জবাব দেন ওয়ার্ন ৷ লেখেন, ‘‘ পরিস্থিতি সবার জন্য একই ছিল ৷ শুধুমাত্র বিরাট কোহিলর দল ইংল্যান্ডকে খেলা থেকে বের করে দিয়েছে ৷’’

আরও পড়ুন : ফিরছে হারানো গরিমা, বাংলাদেশকে হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজ়ের

তৃতীয় দিনে ভারত খেলতে নামবে 249 রানের লিড নিয়ে ৷ হাতে থাকছে 9টি উইকেট ৷ তাই যদি রোহিত, পূজারাদের ব্যাটে ভালো রান ওঠে, সিরিজ়ে সমতায় ফিরতেই পারে ভারত ৷

দিল্লি, 14 ফেব্রুয়ারি : ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট নিয়ে বাকযুদ্ধে জড়ালেন দুই প্রাক্তন ক্রিকেটার ৷ চেন্নাইয়ের 22 গজ নিয়ে প্রশ্ন তোলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ৷ জবাবে রোহিতের ব্য়াটিং দেখে শিক্ষা নিতে বললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্ন ৷

প্রথম টেস্টের বিপরীত দ্বিতীয় ম্যাচে চিপকের 22 গজে দেখা গেছে টার্ন ও বাউন্স ৷ আর তা প্রথম দিন থেকেই লক্ষ্যণীয় ৷ কিন্তু প্রথম টেস্টে ব্যাটসম্যানদের জন্য পিচে খেলা সহজ ছিল ৷

রোহিতের দুরন্ত 161 রানের সৌজন্যে প্রথম ইনিংসে ভারত 329 রান বোর্ডে তোলে ৷ দুরন্ত ফুট ওয়ার্ক দেখান রোহিত ৷ কিন্তু জবাবে মাত্র 134 রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড ৷ রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল নেন 7টি উইকেট ৷

ইংরেজ ব্যাটসম্য়ানদের চিপকের 22 গজে খেলতে অসুবিধায় পড়ে ৷ তাঁদের সমস্যায় পড়তে দেখে মাইকেল ভন চিপকের 22 গজকে "অখাদ্য" বলে উল্লেখ করেন ৷ তিনি আরও বলেন এটা 5 দিন খেলার মতো পিচ নয় ৷ আর এই টুইটের জবাবে শেন ওয়ার্ন ইংলিশ ক্রিকেটারদের রোহিতের ইনিংস দেখার কথা বলেন ৷ এবং ইংরেজদের আরও ভালো বোলিং করার পরামর্শ দেন ৷

তবে বাকযুদ্ধ এখানেই থামেনি ৷ ওয়ার্নের জবাবে ভন লেখেন, ‘‘প্রথম ম্যাচেও কি ভারতীয়রা এত ভালো ব্যাটিং করেছিল ? শেষ ম্যাচে ভারত ড্র করার উদ্দেশ্যে খেলছিল ৷’’ ভনের এই প্রশ্নেরও জবাব দেন ওয়ার্ন ৷ লেখেন, ‘‘ পরিস্থিতি সবার জন্য একই ছিল ৷ শুধুমাত্র বিরাট কোহিলর দল ইংল্যান্ডকে খেলা থেকে বের করে দিয়েছে ৷’’

আরও পড়ুন : ফিরছে হারানো গরিমা, বাংলাদেশকে হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজ়ের

তৃতীয় দিনে ভারত খেলতে নামবে 249 রানের লিড নিয়ে ৷ হাতে থাকছে 9টি উইকেট ৷ তাই যদি রোহিত, পূজারাদের ব্যাটে ভালো রান ওঠে, সিরিজ়ে সমতায় ফিরতেই পারে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.