ETV Bharat / sports

8 রানে ম্যাচ জিতে টি-20 সিরিজে সমতা ফেরাল কোহলির ভারত - England

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-20 সিরিজে সমতা ফেরাল ভারত ৷ বৃহস্পতিবার সিরিজের চার নম্বর ম্যাচে 8 রানে জিতল টিম কোহলি ৷

8 রানে ম্যাচ জিতে টি-20 সিরিজে সমতা ফেরাল কোহলির ভারত
8 রানে ম্যাচ জিতে টি-20 সিরিজে সমতা ফেরাল কোহলির ভারত
author img

By

Published : Mar 18, 2021, 11:27 PM IST

আমেদাবাদ, 18 মার্চ : ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-20 সিরিজে সমতা ফেরাল ভারত ৷ বৃহস্পতিবার সিরিজের চার নম্বর ম্যাচে 8 রানে জিতল টিম কোহলি ৷

বৃহস্পতিবারের এই টি-20 ম্যাচ হয় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান ৷ এদিন ভারতের ইনিংসে সেই অর্থে বড় কোনও পার্টনারশিপ হয়নি ৷ নিয়মিত ব্যবধানে উইকেট পড়েছে ৷ তবে তার মধ্যেও ভালো খেলেছেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার৷ 31 বলে 57 রান করেন সূর্যকুমার ৷ ঋষভ 30 ও শ্রেয়স 37 রান করেন ৷

ইংল্যান্ডের সফলতম বোলার জোফ্রা আর্চার ৷ তিনি চার উইকেট পান ৷ আদিল রশিদ, মার্ক উড, বেন স্টোকস ও স্যাম কারেন একটি করে উইকেট পান ৷ ভারতের স্কোর হয় 8 উইকেট হারিয়ে 185 রান ৷

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট খোয়ায় ইংল্যান্ড ৷ দলের রান 15 হতেই আউট হয়ে যান জোশ বাটলার ৷ তার পর জেসন রয় (40) ও পরে বেন স্টোকস (46) দলকে এগিয়ে নিয়ে যায় ৷ দ্বিতীয় ও চতুর্থ উইকেটে বড় রানের পার্টনারশিপ হলেও নিয়মিত ব্যবধানে উইকেট পড়েছে ইংল্যান্ডের ৷ তবে ইংল্যান্ডের ক্রিকেটাররা স্কোরবোর্ড সচল রেখেছিলেন ৷

আরও পড়ুন : আইসিসি টি-20 ব়্যাঙ্কিংয়ে ফের প্রথম পাঁচে বিরাট

ভারতের হয়ে 2টি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া, শার্দূল ঠাকুর ও রাহুল চাহার ৷ ভুবনেশ্বর কুমার 1 উইকেট পেয়েছেন৷ প্রথম তিন ওভার ভালো বল করেও শেষ ওভার শার্দূল খারাপ বোলিং করেন ৷ সেই কারণের ম্যাচের ফলাফলের জন্য শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয় ৷ শেষ ওভারে 22 রান তোলার চেষ্টা করেছিলেন জোফ্রা আর্চার ৷ কিন্তু শেষপর্যন্ত 8 রানে জিতল ভারত ৷

আমেদাবাদ, 18 মার্চ : ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-20 সিরিজে সমতা ফেরাল ভারত ৷ বৃহস্পতিবার সিরিজের চার নম্বর ম্যাচে 8 রানে জিতল টিম কোহলি ৷

বৃহস্পতিবারের এই টি-20 ম্যাচ হয় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান ৷ এদিন ভারতের ইনিংসে সেই অর্থে বড় কোনও পার্টনারশিপ হয়নি ৷ নিয়মিত ব্যবধানে উইকেট পড়েছে ৷ তবে তার মধ্যেও ভালো খেলেছেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার৷ 31 বলে 57 রান করেন সূর্যকুমার ৷ ঋষভ 30 ও শ্রেয়স 37 রান করেন ৷

ইংল্যান্ডের সফলতম বোলার জোফ্রা আর্চার ৷ তিনি চার উইকেট পান ৷ আদিল রশিদ, মার্ক উড, বেন স্টোকস ও স্যাম কারেন একটি করে উইকেট পান ৷ ভারতের স্কোর হয় 8 উইকেট হারিয়ে 185 রান ৷

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট খোয়ায় ইংল্যান্ড ৷ দলের রান 15 হতেই আউট হয়ে যান জোশ বাটলার ৷ তার পর জেসন রয় (40) ও পরে বেন স্টোকস (46) দলকে এগিয়ে নিয়ে যায় ৷ দ্বিতীয় ও চতুর্থ উইকেটে বড় রানের পার্টনারশিপ হলেও নিয়মিত ব্যবধানে উইকেট পড়েছে ইংল্যান্ডের ৷ তবে ইংল্যান্ডের ক্রিকেটাররা স্কোরবোর্ড সচল রেখেছিলেন ৷

আরও পড়ুন : আইসিসি টি-20 ব়্যাঙ্কিংয়ে ফের প্রথম পাঁচে বিরাট

ভারতের হয়ে 2টি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া, শার্দূল ঠাকুর ও রাহুল চাহার ৷ ভুবনেশ্বর কুমার 1 উইকেট পেয়েছেন৷ প্রথম তিন ওভার ভালো বল করেও শেষ ওভার শার্দূল খারাপ বোলিং করেন ৷ সেই কারণের ম্যাচের ফলাফলের জন্য শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয় ৷ শেষ ওভারে 22 রান তোলার চেষ্টা করেছিলেন জোফ্রা আর্চার ৷ কিন্তু শেষপর্যন্ত 8 রানে জিতল ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.