ETV Bharat / sports

India vs England : ভারতীয় পেসের ধাক্কায় বেসামাল ব্রিটিশ টপ অর্ডার, হাল ফেরাতে লড়াই রুট’র - Ishant Sharma

ট্রেন্টব্রিজে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ৷ কিন্তু, ইংল্যান্ড শিবিরে প্রথম ওভারেই ফাটল ধরালেন জসপ্রীত বুমরা ৷ ওপেনার ররি বার্নসকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরালেন তিনি ৷

india-vs-england-first-test-day-1
India vs England : টস জিতে ইংল্যান্ডের ব্যাটিং, ওপেনার ররি বার্নস-কে ফেরালেন বুমরা
author img

By

Published : Aug 4, 2021, 4:15 PM IST

Updated : Aug 4, 2021, 7:53 PM IST

ট্রেন্টব্রিজ, 4 অগস্ট : ভারত বনাম ইংল্যান্ড (INDIA VS ENGLAND) প্রথম টেস্টে ভারতীয় পেস বোলিং লাইন আপের সামনে দাঁড়াতে পারল না ব্রিটিশ লায়নদের টপ অর্ডার ৷ আজ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ব্রিটিশ অধিনায়ক জো রুট (Joe Root) ৷ আর শুরুতেই ওপেনার রোরি বার্নসের উইকেট হারিয়ে চাপে পরে যায় ইংল্যান্ড ৷ প্রথম ওভারে জসপ্রীত বুমরা(Jaspreet Bumrah)-র বলে লেগ বিফোর আউট শিকার হলেন বার্নস ৷ শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন তিনি ৷

তবে, শুরুর প্রাথমিক ধাক্কা যখন প্রায় সামলে উঠেছিল ইংল্যান্ড শিবির, ঠিক তখনই মহম্মদ সিরাজের বলে উইকেটের পিছনে ঋষভ পন্থের গ্লাভসে বল জমা করেন জ্যাক ক্রাউলি ৷ ব্যক্তিগত 27 রানে আউট হন তিনি ৷ এর পর কয়েক ওভারের মধ্য়েই আরেক ওপেনার ডমিনিক সিবলে লেগ সাইডে ফ্লিক করতে গিয়ে কে এল রাহুলের হাতে ক্যাচ তুলে দেন ৷ তিনি 70 বল খেলে মাত্র 18 রান করেন ৷ তবে, এই অধিনায়ক জো রুট এবং মিডল অর্ডার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো এর পর ইংল্যান্ডের ইনিংস এর হাল ধরেন ৷ চতুর্থ উইকেটে 50 রানে পার্টনারশিপ করে ফেলেছেন তাঁরা ৷

তবে, ইংল্যান্ড সফরের প্রথম টেস্টে ক্রিকেট অনুরাগীদের অবাক করল ভারতের প্রথম একাদশ ৷ ভারতের প্রথম একাদশে জায়গা পেলেন না পেসার ইশান্ত শর্মা (Ishant Sharma) এবং অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ পেস সহায়ক উইকেট হওয়ায় একজন স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজাকে খেলিয়েছে ভারত ৷ তবে, ইশান্ত শর্মার জায়গায় প্রথম একাদশে জায়গা পেয়েছেন শার্দূল ঠাকুর ৷ অন্যদিকে, ভারতীয় দলের পেস বোলিং বিভাগে রয়েছেন মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ ৷ ব্যাটিং-এ রোহিত শর্মার ওপেনিং পার্টনার হিসেবে খেলছেন কে এল রাহুল ৷ এছাড়া প্রথম একাদশে রয়েছেন পূজারা, রাহানে এবং উইকেট কিপার ঋষভ পন্থ ৷

আরও পড়ুন : India vs England : করোনা থেকে চোট, একাধিক চ্যালেঞ্জ সামলে ব্রিটিশ সিংহের বিরুদ্ধে ব্লু টাইগাররা

অন্যদিকে, ইংল্যান্ডের তরফে বেন স্টোকস না থাকা ব্রিটিশ লায়নদের কাছে বড় ধাক্কা বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ ইংল্যান্ড শিবিরে তেমন কোনও পরিবর্তন নেই ৷ বিশেষত ব্যাটিংয়ে ৷ ররি বার্নস, ডমিনিক সিবলে, জ্যাক ক্রাউলি, জো রুট, জনি বেয়ারস্টো, ড্যান লরেন্স, জস বাটলার-রা ব্যাটিং বিভাগ সামলাবেন ৷ অন্যদিকে, ইংল্যান্ডের বোলিং বিভাগের নেতৃত্বে রয়েছেন দুই অভিজ্ঞ বোলার জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড ৷ এছাড়া রয়েছেন, অলরাউন্ডার স্যাম কুরান এবং অলি রবিনসন ৷ ইংল্য়ান্ড মোট 4 বোলার নিয়ে প্রথম টেস্টে মাঠে নেমেছে ৷

ট্রেন্টব্রিজ, 4 অগস্ট : ভারত বনাম ইংল্যান্ড (INDIA VS ENGLAND) প্রথম টেস্টে ভারতীয় পেস বোলিং লাইন আপের সামনে দাঁড়াতে পারল না ব্রিটিশ লায়নদের টপ অর্ডার ৷ আজ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ব্রিটিশ অধিনায়ক জো রুট (Joe Root) ৷ আর শুরুতেই ওপেনার রোরি বার্নসের উইকেট হারিয়ে চাপে পরে যায় ইংল্যান্ড ৷ প্রথম ওভারে জসপ্রীত বুমরা(Jaspreet Bumrah)-র বলে লেগ বিফোর আউট শিকার হলেন বার্নস ৷ শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন তিনি ৷

তবে, শুরুর প্রাথমিক ধাক্কা যখন প্রায় সামলে উঠেছিল ইংল্যান্ড শিবির, ঠিক তখনই মহম্মদ সিরাজের বলে উইকেটের পিছনে ঋষভ পন্থের গ্লাভসে বল জমা করেন জ্যাক ক্রাউলি ৷ ব্যক্তিগত 27 রানে আউট হন তিনি ৷ এর পর কয়েক ওভারের মধ্য়েই আরেক ওপেনার ডমিনিক সিবলে লেগ সাইডে ফ্লিক করতে গিয়ে কে এল রাহুলের হাতে ক্যাচ তুলে দেন ৷ তিনি 70 বল খেলে মাত্র 18 রান করেন ৷ তবে, এই অধিনায়ক জো রুট এবং মিডল অর্ডার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো এর পর ইংল্যান্ডের ইনিংস এর হাল ধরেন ৷ চতুর্থ উইকেটে 50 রানে পার্টনারশিপ করে ফেলেছেন তাঁরা ৷

তবে, ইংল্যান্ড সফরের প্রথম টেস্টে ক্রিকেট অনুরাগীদের অবাক করল ভারতের প্রথম একাদশ ৷ ভারতের প্রথম একাদশে জায়গা পেলেন না পেসার ইশান্ত শর্মা (Ishant Sharma) এবং অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ পেস সহায়ক উইকেট হওয়ায় একজন স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজাকে খেলিয়েছে ভারত ৷ তবে, ইশান্ত শর্মার জায়গায় প্রথম একাদশে জায়গা পেয়েছেন শার্দূল ঠাকুর ৷ অন্যদিকে, ভারতীয় দলের পেস বোলিং বিভাগে রয়েছেন মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ ৷ ব্যাটিং-এ রোহিত শর্মার ওপেনিং পার্টনার হিসেবে খেলছেন কে এল রাহুল ৷ এছাড়া প্রথম একাদশে রয়েছেন পূজারা, রাহানে এবং উইকেট কিপার ঋষভ পন্থ ৷

আরও পড়ুন : India vs England : করোনা থেকে চোট, একাধিক চ্যালেঞ্জ সামলে ব্রিটিশ সিংহের বিরুদ্ধে ব্লু টাইগাররা

অন্যদিকে, ইংল্যান্ডের তরফে বেন স্টোকস না থাকা ব্রিটিশ লায়নদের কাছে বড় ধাক্কা বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ ইংল্যান্ড শিবিরে তেমন কোনও পরিবর্তন নেই ৷ বিশেষত ব্যাটিংয়ে ৷ ররি বার্নস, ডমিনিক সিবলে, জ্যাক ক্রাউলি, জো রুট, জনি বেয়ারস্টো, ড্যান লরেন্স, জস বাটলার-রা ব্যাটিং বিভাগ সামলাবেন ৷ অন্যদিকে, ইংল্যান্ডের বোলিং বিভাগের নেতৃত্বে রয়েছেন দুই অভিজ্ঞ বোলার জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড ৷ এছাড়া রয়েছেন, অলরাউন্ডার স্যাম কুরান এবং অলি রবিনসন ৷ ইংল্য়ান্ড মোট 4 বোলার নিয়ে প্রথম টেস্টে মাঠে নেমেছে ৷

Last Updated : Aug 4, 2021, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.