লন্ডন, 6 ফেব্রুয়ারি: টুইটারে অমিতাভ বচ্চনকে খোঁচা ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্য়ান্ড্রু ফ্লিনটফের৷ পুরানো একটি টুইটকে হাতিয়ার করে সোশাল প্ল্যাটফর্মে বিগ-বির মুখোমুখি হলেন তিনি৷ প্রসঙ্গত, চেন্নাইয়ে তাঁর 100তম টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে দ্বিশত রান করেছেন ব্রিটিশ ক্রিকেটার জো রুট৷ আর তারপরই টুইটারে অমিতাভকে নিশানা করেছেন ফ্লিনটফ৷
2016 সালের একটি খেলায় বিরাট কোহলির প্রশংসা করেছিলেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার৷ টুইটারে তিনি লিখেছিলেন, বিরাট যদি এভাবেই খেলা চালিয়ে যান, তাহলে একদিন তিনি জো রুটে সমতুল্য হয়ে উঠবেন৷ কমেন্ট সেকশনে যার প্রতিবাদ করেন অমিতাভ৷ তাঁর মনে হয়েছিল, এই তুলনায় বিরাটকে খাটো করা হয়েছে৷ সেই সময় রুটকে নিয়েও ব্যঙ্গ করেছিলেন বলিউডের শাহেন শাহ৷
শনিবার অমিতাভের 2016 সালের সেই মন্তব্য়েরই জবাব দেন ফ্লিনটফ৷ এদিন অমিতাভের সেই পুরানো কমেন্টটি রিটুইট করেন তিনি৷
-
With the greatest respect , this aged well 😂 https://t.co/sjhs7HGT1d
— Andrew Flintoff (@flintoff11) February 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">With the greatest respect , this aged well 😂 https://t.co/sjhs7HGT1d
— Andrew Flintoff (@flintoff11) February 6, 2021With the greatest respect , this aged well 😂 https://t.co/sjhs7HGT1d
— Andrew Flintoff (@flintoff11) February 6, 2021
আরও পড়ুন: রানের পাহাড়ে ইংল্যান্ড, ম্যাচে ফিরতে ব্যাটসম্য়ানরা ভরসা কোহলির
প্রসঙ্গত, চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে এখনও পর্যন্ত চালকের আসনেই রয়েছে ব্রিটিশরা৷ শুক্রবার ম্য়াচের প্রথম দিনে 128 রান করেছিলেন রুট৷ শনিবার তাতে যোগ করেন আরও 90 রান৷ জীবনের শততম টেস্ট ম্যাচেই দ্বিশত রান করে অনন্য নজির গড়েন তিনি৷ তাঁর ব্য়াট থেকে বেরোয় 19টি বাউন্ডারি৷ ছক্কা হাঁকান দু’টি৷ তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত ফ্লিনটফ৷