চেন্নাই, 13 ফেব্রুয়ারি : অফ স্টাম্প লাইনের অনেকটা বাইরে পিচ হওয়া বল টার্ন করে বিরাট কোহলির উইকেট ছিটকে দিয়েছে ৷ ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে চিপকের পিচে প্রথমদিনে এই অস্বাভাবিক টার্ন দেখে কার্যত বিস্মিত গোটা ক্রিকেট মহল ৷ আর সবচেয়ে বেশি অবাক তিনি, যিনি এই বলের শিকার হয়েছেন ৷ ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ বিশ্বাস করতে পারছিলেন না, যে তিনি আউট হয়ে গিয়েছেন ৷ এমনকি তা নিশ্চিত করতে, মাথা নাড়িয়ে আম্পায়ারকেও জিজ্ঞাসা করতে দেখা যায় কোহলিকে ৷
চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে তাঁর ইনিংসের চতুর্থ বল খেলছিলেন কোহলি ৷ অফ স্টাম্পের অনেকটা বাইরে মইন আলির ওভার পিচ ডেলিভারি দেখে তার উপর ঝাঁপিয়ে পড়েন ভারত অধিনায়ক ৷ কিন্তু, বল চিপকের পিচে পড়ার পরেই নিজের কেরামতি দেখায় ৷ অস্বাভাবিক টার্নে কোহলির উইকেট ছিটকে যায় ৷ সম্পূর্ণভাবে বলের লাইন মিস করেন তিনি ৷ কোহলি আউট হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে মইন আলি সহ গোটা ইংল্যান্ড দল ৷ তবে, সেই উচ্ছ্বাস দেখে কিছুটা অবাকই হন বিরাট ৷ বল যে মাটি ছোঁয়ার পর স্টাম্পে গিয়ে লেগেছে, তা যেন বিশ্বাসই হয়নি কোহলির ৷
-
What a beautiful delivery from Moeen Ali and after that Virat Kohli reaction is priceless 👏👏#INDvsENG #RohithSharma #ViratKohli #MoeenAli #lunch pic.twitter.com/2CNnaRG0Wh
— Mateen (@TheSyedMateen) February 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What a beautiful delivery from Moeen Ali and after that Virat Kohli reaction is priceless 👏👏#INDvsENG #RohithSharma #ViratKohli #MoeenAli #lunch pic.twitter.com/2CNnaRG0Wh
— Mateen (@TheSyedMateen) February 13, 2021What a beautiful delivery from Moeen Ali and after that Virat Kohli reaction is priceless 👏👏#INDvsENG #RohithSharma #ViratKohli #MoeenAli #lunch pic.twitter.com/2CNnaRG0Wh
— Mateen (@TheSyedMateen) February 13, 2021
আরও পড়ুন : হিটম্যানের শতরানে ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের
নিজের সংশয় দূর করতে উইকেটের উলটো দিকে থাকা রোহিত শর্মা এবং আম্পায়ারকেও জিজ্ঞাসা করেন ৷ তবে, শুধু বিরাট কোহলি নন, মইন আলির বলের এই অস্বাভাবিক টার্নে অবাক ধারাভাষ্যকাররাও ৷ টিভির ধারাভাষ্যকাররাও প্রথমটায় মনে করেছিলেন উইকেট কিপারের গ্লাভস লেগে উইকেট ভেঙেছে ৷ কিন্তু, পরবর্তী সময়ে রিপ্লে-তে দেখা যায়, বল গিয়ে উইকেটে লেগেছে ৷ কোহলিকে আউট করা এই বলকে, ইতিমধ্যে ‘‘মইন আলি স্পেশাল ডেলিভারি’’ নাম দিয়ে দিয়েছেন ক্রিকেট অনুরাগীরা ৷