ETV Bharat / sports

ভারত-ইংল্য়ান্ড টেস্ট সিরিজে রেকর্ড গড়লেন দর্শকরাই ! - রেকর্ড ভিউয়ারশিপ

ভারত-ইংল্যান্ড ক্রিকেট সিরিজে নয়া রেকর্ড ৷ প্রতি মিনিটে দর্শকদের গড় সংখ্যা ছিল (ভিউয়ারশিপ) ছিল 13 লাখেরও বেশি ৷ যা গত পাঁচ বছরে সর্বাধিক ৷

IND vs ENG Test series breaks viewership records
ভারত-ইংল্য়ান্ড টেস্ট সিরিজে রেকর্ড গড়লেন দর্শকরাই !
author img

By

Published : Mar 20, 2021, 11:48 AM IST

মুম্বই, 20 মার্চ : নয়া রেকর্ড গড়ল ভারত-ইংল্যান্ড ক্রিকেট সিরিজ ৷ তথ্য বলছে, এই খেলা চাক্ষুস করতে টেলিভিশনের স্ক্রিনে চোখ আটকে রেখেছিলেন লাখ লাখ মানুষ ৷ প্রতি মিনিটে দর্শকের গড় সংখ্যা ছিল (ভিউয়ারশিপ) 13 লাখের বেশি ৷ যা গত পাঁচ বছরে সর্বাধিক ৷ টি-টোয়েন্টি আসার পর টেস্ট সিরিজের ঢিমে তাল নাকি বহু মানুষই আর পছন্দ করছেন না ৷ এই ভাবনা যে একেবারেই সঠিক নয়, তারই প্রমাণ দিয়েছে এবারের এই রেকর্ড ভিউয়ারশিপ ৷ ইতিমধ্য়েই 3-1 এ সিরিজ পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া ৷ যা বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে পাকা করেছে তাদের জায়গা ৷

রেকর্ড ভিউয়ারশিপ প্রসঙ্গে সংশ্লিষ্ট সম্প্রচার কর্তৃপক্ষের প্রধান সংযোগ গুপ্তা বলেন, ‘‘টেস্ট সিরিজ নিয়ে মানুষের এই বিপুল সাড়ায় আমরা আপ্লুত ৷ প্রায় এক বছর পর ভারতের মাটিতে আন্তর্জাতিক কোনও ম্য়াচ খেলা হল ৷ কঠিন প্রতিপক্ষ, বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে জায়গা করার সুযোগ, এই সবকিছুই টানটান আকর্ষণ তৈরি করেছিল ৷’’

আরও পড়ুন : ঈশানের সাফল্যে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তনীরা

সংযোগ মনে করেন, সংশ্লিষ্ট সম্প্রচার সংস্থার প্রচারও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷ এই টেস্ট সিরিজের প্রচারে তাদের ট্য়াগ লাইন ছিল ‘ইন্ডিয়া তৈয়ার হ্য়ায়’ (ভারত প্রস্তুত আছে) ৷ তাছাড়া, ইংরাজির পাশাপাশি চারটি আঞ্চলিক ভাষাতেও ম্য়াচের ধারাবিবরণী দেওয়া হয় ৷ এইসব কারণেই দর্শক সংখ্যা বাড়ানোর পক্ষে সহায়ক হয়েছে ৷

সংযোগের প্রতিশ্রুতি, গরমের মরশুমেও ক্রিকেটের এই টানটান উত্তেজনা বজায় রাখবেন তাঁরা ৷ আগামী দিনগুলিতে ভারত ও ইংল্য়ান্ডের মধ্যে বেশ কয়েকটি একদিনের ম্যাচ খেলা হবে ৷ যার পরই রয়েছে এই বছরের আইপিএল ৷ রয়েছে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপও ৷ সব মিলিয়ে আবারও দর্শকদের টিভির সামনে সেঁটে রাখার বন্দোবস্ত পাকা করে ফেলেছেন সংযোগরা ৷ তাঁদের আশা, দর্শকরাও তাঁদের হতাশ করবেন না ৷

মুম্বই, 20 মার্চ : নয়া রেকর্ড গড়ল ভারত-ইংল্যান্ড ক্রিকেট সিরিজ ৷ তথ্য বলছে, এই খেলা চাক্ষুস করতে টেলিভিশনের স্ক্রিনে চোখ আটকে রেখেছিলেন লাখ লাখ মানুষ ৷ প্রতি মিনিটে দর্শকের গড় সংখ্যা ছিল (ভিউয়ারশিপ) 13 লাখের বেশি ৷ যা গত পাঁচ বছরে সর্বাধিক ৷ টি-টোয়েন্টি আসার পর টেস্ট সিরিজের ঢিমে তাল নাকি বহু মানুষই আর পছন্দ করছেন না ৷ এই ভাবনা যে একেবারেই সঠিক নয়, তারই প্রমাণ দিয়েছে এবারের এই রেকর্ড ভিউয়ারশিপ ৷ ইতিমধ্য়েই 3-1 এ সিরিজ পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া ৷ যা বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে পাকা করেছে তাদের জায়গা ৷

রেকর্ড ভিউয়ারশিপ প্রসঙ্গে সংশ্লিষ্ট সম্প্রচার কর্তৃপক্ষের প্রধান সংযোগ গুপ্তা বলেন, ‘‘টেস্ট সিরিজ নিয়ে মানুষের এই বিপুল সাড়ায় আমরা আপ্লুত ৷ প্রায় এক বছর পর ভারতের মাটিতে আন্তর্জাতিক কোনও ম্য়াচ খেলা হল ৷ কঠিন প্রতিপক্ষ, বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে জায়গা করার সুযোগ, এই সবকিছুই টানটান আকর্ষণ তৈরি করেছিল ৷’’

আরও পড়ুন : ঈশানের সাফল্যে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তনীরা

সংযোগ মনে করেন, সংশ্লিষ্ট সম্প্রচার সংস্থার প্রচারও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ৷ এই টেস্ট সিরিজের প্রচারে তাদের ট্য়াগ লাইন ছিল ‘ইন্ডিয়া তৈয়ার হ্য়ায়’ (ভারত প্রস্তুত আছে) ৷ তাছাড়া, ইংরাজির পাশাপাশি চারটি আঞ্চলিক ভাষাতেও ম্য়াচের ধারাবিবরণী দেওয়া হয় ৷ এইসব কারণেই দর্শক সংখ্যা বাড়ানোর পক্ষে সহায়ক হয়েছে ৷

সংযোগের প্রতিশ্রুতি, গরমের মরশুমেও ক্রিকেটের এই টানটান উত্তেজনা বজায় রাখবেন তাঁরা ৷ আগামী দিনগুলিতে ভারত ও ইংল্য়ান্ডের মধ্যে বেশ কয়েকটি একদিনের ম্যাচ খেলা হবে ৷ যার পরই রয়েছে এই বছরের আইপিএল ৷ রয়েছে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপও ৷ সব মিলিয়ে আবারও দর্শকদের টিভির সামনে সেঁটে রাখার বন্দোবস্ত পাকা করে ফেলেছেন সংযোগরা ৷ তাঁদের আশা, দর্শকরাও তাঁদের হতাশ করবেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.