লন্ডন, 26 ফেব্রুয়ারি : ইংল্যান্ড ক্রিকেট দলের রোটেশন পলিসি নিয়ে সমালোচনায় প্রাক্তন ইংল্যান্ড ব্যাটসম্যান ইয়ান বেল । তাঁর মতে, নিয়মিত দলে পরিবর্তনই দলকে পতনের পথে নিয়ে যাচ্ছে ।
তৃতীয় টেস্টে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 10 উইকেটে নিন্দনীয় হারের মুখে পড়তে হয়েছে ইংরেজদের । দুই ইনিংসে মাত্র 112 এবং 81 রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস । এই হারের পর 4 ম্যাচের সিরিজ়ে 2-1 ব্যবধানে পিছিয়ে পড়ে ইংল্যান্ড । এই হারের পর ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল থেকেও ছিটকে গেছে জো রুটরা । এই হারের মূল কারণ হিসাবে ইংল্যান্ডের রোটেশন পলিসিকেই কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার ইয়ান বেল । তাঁর মতে, ইংল্যান্ড আগামী অ্যাসেজ় সিরিজ়ের কথা ভাবতে গিয়ে এই সিরিজ়ে গুরুত্ব দেয়নি । তবে অ্যাসেজ়ের তুলনায় এই সিরিজ় বেশি গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন বেল । দলে বারংবার পরিবর্তন করার বিষয়ে তিনি প্রশ্ন তোলেন ।
ইংল্যান্ডের হয়ে 118 টেস্ট খেলা 38 বছরের তারকা ব্যাটসম্যান বেল মনে করেন ভারত এবং অস্ট্রেলিয়া সফর একজন খেলোয়াড়ের ভাগ্য তৈরি করে দেয় । এই দুই সফরে বিভিন্ন পরিস্থিতি ইংরেজ খেলোয়াড়দের কেরিয়ারে বিশেষ ভূমিকা পালন করে । এরপরই ইংল্যান্ড দলের রোটেশন পলিসিকে তীব্র কটাক্ষ করেন বেল । বলেন, এরপর ভারতীয় দল ইংল্যান্ডে খেলতে গেলে যদি প্রথম বা প্রথম দুটি ম্যাচ জিতে যায় তবে কখনোই তারা দলে পরিবর্তন করবে না । কারণ তারা জিততে চায় ।
আরও পড়ুন : সিরিজ 2-1, স্পিনের জাদুতে ঘরের মাঠে ইংরেজ বধে আরও এক কদম কোহলিদের
ইয়ান বেল মনে করেন, কোনও খেলোয়াড়ের ফর্ম বারবার পরিবর্তন হতে থাকে । সেই ক্ষেত্রে একজন খেলোয়াড় যখন ফর্মে আছেন তখন তাঁকে পুরোপুরি ব্যবহার করা উচিত । একাধিকবার দলে পরিবর্তন কখনোই একটি দলকে স্থায়িত্ব দেয় না । দলে সামঞ্জস্য রেখে পরিবর্তন করা উচিত, তবে বেশি দূরের কথা না ভাবাই ভালো । শক্তিশালী দলের বিরুদ্ধে কখনোই জয়ী একাদশ পরিবর্তন করা উচিত নয় ।