চেন্নাই, 8 ফেব্রুয়ারি : স্পিন অস্ত্রেই কুপোকাত ইংল্যান্ড ৷ দুই স্পিনার নিলেন 8 উইকেট ৷ আর তাতেই 178 রানে শেষ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ৷ একা অশ্বিনই নিলেন 6টি উইকেট ৷ প্রথম টেস্ট জয়ের জন্য ভারতের প্রয়োজন 420 রান ৷
আজ দিনের শুরুতে 337 রানে অল আউট হয়ে যায় ভারত ৷ তবে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং করতে নামে ইংল্যান্ড ৷ কিন্তু ইনিংসের প্রথম বল থেকেই ম্যাজিক দেখান রবিচন্দ্রন অশ্বিন ৷ প্রথম বলেই ফিরিয়ে দেন রোরি বার্নসকে ৷
দুই স্পিনারের সাঁড়াশি আক্রমণে দিশা হারায় ব্রিটিশরা ৷ তবে আজও দলের বিপর্যয় ঠেকানোর চেষ্টা করলেন ইংলিশ অধিনায়ক জো রুট ৷ করলেন 40 রান ৷ তবে বাকি ক্রিকেটারদের মাথা তুলতে দিলেন না ভারতীয় বোলাররা ৷ আজই টেস্টে 300 উইকেটের এলিট ক্লাবে ঢুকে পড়লেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা ৷ ড্যানিয়েল লরেন্সের উইকেট নিয়ে এই কৃতিত্ব গড়েন তিনি ৷ ষষ্ঠ ভারতীয় হিসেবে 300 উইকেট ক্লাবের সদস্য হলেন ইশান্ত ৷
এদিকে বিরল রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন ৷ 1907 সালের পর এই প্রথম কোনও স্পিনার ইনিংসের প্রথম বলে উইকেট নিলেন ৷ দক্ষিণ আফ্রিকার ব্রেট ভোগলারের পর তৃতীয় স্পিনার হিসেবে ইনিংসের প্রথম বলেই উইকেট নিলেন তিনি ৷ একই সঙ্গে কেরিয়ারের 28 বার পাঁচটি বা তার বেশি উইকেট নিলেন অশ্বিন ৷ ভারতীয় বোলারদের এক ইনিংসে 5 উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অশ্বিন ৷ প্রথম স্থানে 35 বার এই কৃতিত্ব করেছেন অনিল কুম্বলে ৷