আবুধাবি, 10 নভেম্বর : মরুশহরে 2019-র মধুর বদলা কেন উইলিয়ামসনদের ৷ ইংল্যান্ডকে হারিয়ে টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে প্রবেশ করল নিউজিল্যান্ড ৷ আবুধাবিতে ইয়ন মর্গ্যানের ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি-20 বিশ্বকাপের ফাইনালে কিউয়িরা ৷ রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডের দেওয়া 167 রানের লক্ষ্যমাত্রা এক ওভার বাকি থাকতেই ছুঁয়ে ফেলল নিউজিল্যান্ড ৷ পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা ৷কিউয়ি ইনিংসে সর্বোচ্চ 73 রান করেন মিচেল ৷
2019 বিশ্বকাপ ফাইনালে বাউন্ডারির নিরিখে হারের ক্ষত এতদিন দগদগে ছিল কিউয়ি শিবিরে ৷ সেই জ্বালা অনেকটাই মেটাল বুধবার মরুশহরে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ৷ প্রতিশোধের আগুন বুকে নিয়েই এদিন আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল কিউয়িরা ৷ টস জিতে মর্গ্য়ানব্রিগেডকে প্রথমে ব্যাটিংয়ের আহ্বান জানান নিউজিল্যান্ড দলনায়ক কেন উইলিয়ামসন ৷ তৃতীয় উইকেটে ডেভিড মালান ও মইন আলির জুটিতে বড় রানের দিকে এগিয়ে যায় থ্রি-লায়ন্স ৷
আরও পড়ুন : শাস্ত্রী-যুগের স্মৃতি মনে করিয়ে রবিদের ধন্যবাদ বিরাটের
4টি চার, 1টি ছয়ে 30 বলে 41 রান করেন মালান ৷ অপরাজিত হাফসেঞ্চুরিতে দলের রান দেড়শো পার করেন অলরাউন্ডার মইন আলি ৷ 37 বলে তাঁর 51 রানের ইনিংস সাজানো ছিল 3টি চার, 2টি ছয়ে ৷ জবাবে ডারিল মিচেলের অপরাজিত 73 রান, ডেভন কনওয়ের 46 রান ভর করে সেমিফাইনালের বৈতরনী পেরোল কিউয়িরা ৷