ETV Bharat / sports

Dravid on Asia Cup: ক্যারিবিয়ান সফরের মাঝেই মগজে এশিয়া কাপ, পাকিস্তান নিয়ে ভাবিত নন দ্রাবিড় - Rahul Dravid

টুর্নামেন্টে মোট তিনবার মুখোমুখি হতে পারে রোহিত-বাবররা ৷ যদিও তা নিয়ে মাথা ঘামাতে নারাজ রাহুল দ্রাবিড় ৷ কোনও একটি ম্যাচ নয়, প্রত্যেক ম্যাচকেই সমান গুরুত্ব দিচ্ছেন দলের হেডস্যর ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 20, 2023, 7:17 PM IST

পোর্ট অফ স্পেন, 20 জুলাই: লক্ষ্মীবারে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামছে ভারত ৷ কুইন্স পার্ক ওভালের এই ম্যাচ ক্রিকেটের সবচেয়ে কুলীন ফর্ম্যাটে ভারত-ওয়েস্ট ইন্ডিজের শততম সাক্ষাৎ ৷ তার আগে আসন্ন এশিয়া কাপের সূচি নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন দলের কোচ রাহুল দ্রাবিড় ৷

এশিয়া কাপের সূচি অনুযায়ী, 2 সেপ্টেম্বর ক্যান্ডিতে ভারত-পাক মহারণ ৷ এছাড়াও আরও দু'বার মুখোমুখি হতে পারে দুই দল ৷ গ্রুপ-এ'তে ভারত ও পাকিস্তানের সঙ্গেই রয়েছে নেপাল ৷ সেক্ষেত্রে বড় অঘটন না ঘটলে গ্রুপের প্রথম দুই দল হিসেবে সুপার ফোরে যাচ্ছে ভারত-পাক ৷ ফলে 10 সেপ্টেম্বর কলম্বোতে ফের মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ আবার দু'দেশ ফাইনালে উঠলে টুর্নামেন্টে তৃতীয়বার মুখোমুখি হবে রোহিত-বাবররা ৷ যদিও তা নিয়ে মাথা ঘামাতে নারাজ রোহিত-কোহলিদের হেডস্যর ৷

দ্রাবিড় বলেন, "আমি ম্যাচের সংখ্যা বা প্রতিপক্ষ নিয়ে ভাবিত নই ৷ আমরা জানি, প্রথম দু'টি ম্যাচে পাকিস্তান এবং নেপালের সঙ্গে খেলতে হবে ৷ আপাতত সেদিকে মনোযোগ দিতে হবে ৷ যদি পাকিস্তানের বিরুদ্ধে তিনবার খেলার সুযোগ পাই, এর মানে আমরা টুর্নামেন্টের ফাইনালে পৌঁছব এবং পাকিস্তানও ফাইনালে পৌঁছবে । তাহলে এটি একটি দুর্দান্ত প্রতিযোগিতা হবে ৷ যদিও ফাইনালের আগে প্রথম দুই ধাপ আগে পেরতে হবে ।"

তরুণ খেলোয়াড়দের সম্পর্কে হেডস্যর:

সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ে পাশাপাশি তরুণ এমএস ধোনির হাতে দলের ব্যাটন দেওয়ার পক্ষে ছিলেন দ্রাবিড়ও । বারবারই তরুণদের সুযোগ দিতে সচেষ্ট হয়েছেন 'দ্য ওয়াল' ৷ এনসিএ পাঁচদিনের ফর্ম্যাটে দ্রাবিড়ের ছেড়ে যাওয়া 3 নম্বর স্লটকে নিজের করে নেওয়ার দায়িত্ব নিয়েছিলেন চেতেশ্বর পূজারা ৷ দলের নির্ভরযোগ্য ব্যাটার এখন অস্তমিত, তাঁর জায়গায় শুভমান গিল নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন ।

আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে অসাধারণ ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল ওপেন করায় পূজারার জায়গাতেই ওয়ান ডাউন নেমেছিলেন শুভমন ৷ গিল ব্যর্থ হলেও যশস্বী টেস্ট ক্রিকেটের অভিষেকেই সেঞ্চুরি করতে বেশি সময় নেননি ৷ খেলেছেন 171 রানের ইনিংস ৷ ব্যাটারদের ওপর ভরসা করেই ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও 141 রানে হারিয়েছে ভারত ৷ তরুণদের সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত দ্রাবিড় ৷ রাহুল বলেন, "এটি ঘরোয়া ক্রিকেটের সাফল্য । ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে তরুণ খেলোয়াড়রা সহজে সিনিয়র দলে আসতে এবং পারফর্ম করতে সক্ষম হচ্ছে ।"

আরও পড়ুন: 'বিরাট' নজির ছোঁয়ার আগে কিংবদন্তি সাক্ষাতে কোহলি

পোর্ট অফ স্পেন, 20 জুলাই: লক্ষ্মীবারে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামছে ভারত ৷ কুইন্স পার্ক ওভালের এই ম্যাচ ক্রিকেটের সবচেয়ে কুলীন ফর্ম্যাটে ভারত-ওয়েস্ট ইন্ডিজের শততম সাক্ষাৎ ৷ তার আগে আসন্ন এশিয়া কাপের সূচি নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন দলের কোচ রাহুল দ্রাবিড় ৷

এশিয়া কাপের সূচি অনুযায়ী, 2 সেপ্টেম্বর ক্যান্ডিতে ভারত-পাক মহারণ ৷ এছাড়াও আরও দু'বার মুখোমুখি হতে পারে দুই দল ৷ গ্রুপ-এ'তে ভারত ও পাকিস্তানের সঙ্গেই রয়েছে নেপাল ৷ সেক্ষেত্রে বড় অঘটন না ঘটলে গ্রুপের প্রথম দুই দল হিসেবে সুপার ফোরে যাচ্ছে ভারত-পাক ৷ ফলে 10 সেপ্টেম্বর কলম্বোতে ফের মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ আবার দু'দেশ ফাইনালে উঠলে টুর্নামেন্টে তৃতীয়বার মুখোমুখি হবে রোহিত-বাবররা ৷ যদিও তা নিয়ে মাথা ঘামাতে নারাজ রোহিত-কোহলিদের হেডস্যর ৷

দ্রাবিড় বলেন, "আমি ম্যাচের সংখ্যা বা প্রতিপক্ষ নিয়ে ভাবিত নই ৷ আমরা জানি, প্রথম দু'টি ম্যাচে পাকিস্তান এবং নেপালের সঙ্গে খেলতে হবে ৷ আপাতত সেদিকে মনোযোগ দিতে হবে ৷ যদি পাকিস্তানের বিরুদ্ধে তিনবার খেলার সুযোগ পাই, এর মানে আমরা টুর্নামেন্টের ফাইনালে পৌঁছব এবং পাকিস্তানও ফাইনালে পৌঁছবে । তাহলে এটি একটি দুর্দান্ত প্রতিযোগিতা হবে ৷ যদিও ফাইনালের আগে প্রথম দুই ধাপ আগে পেরতে হবে ।"

তরুণ খেলোয়াড়দের সম্পর্কে হেডস্যর:

সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ে পাশাপাশি তরুণ এমএস ধোনির হাতে দলের ব্যাটন দেওয়ার পক্ষে ছিলেন দ্রাবিড়ও । বারবারই তরুণদের সুযোগ দিতে সচেষ্ট হয়েছেন 'দ্য ওয়াল' ৷ এনসিএ পাঁচদিনের ফর্ম্যাটে দ্রাবিড়ের ছেড়ে যাওয়া 3 নম্বর স্লটকে নিজের করে নেওয়ার দায়িত্ব নিয়েছিলেন চেতেশ্বর পূজারা ৷ দলের নির্ভরযোগ্য ব্যাটার এখন অস্তমিত, তাঁর জায়গায় শুভমান গিল নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন ।

আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে অসাধারণ ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল ওপেন করায় পূজারার জায়গাতেই ওয়ান ডাউন নেমেছিলেন শুভমন ৷ গিল ব্যর্থ হলেও যশস্বী টেস্ট ক্রিকেটের অভিষেকেই সেঞ্চুরি করতে বেশি সময় নেননি ৷ খেলেছেন 171 রানের ইনিংস ৷ ব্যাটারদের ওপর ভরসা করেই ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও 141 রানে হারিয়েছে ভারত ৷ তরুণদের সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত দ্রাবিড় ৷ রাহুল বলেন, "এটি ঘরোয়া ক্রিকেটের সাফল্য । ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে তরুণ খেলোয়াড়রা সহজে সিনিয়র দলে আসতে এবং পারফর্ম করতে সক্ষম হচ্ছে ।"

আরও পড়ুন: 'বিরাট' নজির ছোঁয়ার আগে কিংবদন্তি সাক্ষাতে কোহলি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.