ETV Bharat / sports

WTC Final 2023: রাহানের প্রত্যাবর্তনে 'পারফেক্ট' ভারতীয় ব্যাটিং, পেসারদের উপর আস্থা রাখছেন 'কর্নেল' - অজিঙ্ক রাহানে

আগামিকাল থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়ার 5 দিনের দ্বৈরথ উত্তেজনাপূর্ণ হতে চলেছে ৷ এমনটাই মনে করেন প্রাক্তন জাতীয় নির্বাচক দিলীপ বেঙ্গসরকর ৷ ভারতীয় পেস ব্যাটারির উপরেও পূর্ণ আস্থা আছে তাঁর ৷ সবকিছু নিয়েই বেঙ্গসরকর কথা বললেন ইটিভি ভারতের সঞ্জীব গুহ-র সঙ্গে ৷

WTC Final 2023 ETV BHARAT
WTC Final 2023
author img

By

Published : Jun 6, 2023, 5:03 PM IST

Updated : Jun 6, 2023, 5:30 PM IST

কলকাতা, 6 জুন: বুধবার থেকে সেরা টেস্ট দলের তাজের লড়াইয়ে নামছে ভারত এবং অস্ট্রেলিয়া ৷ তবে ইংল্যান্ডের আবহাওয়া বিশ্বের যে কোনও ক্রিকেট দলের পক্ষে সবসময় কঠিন পরিবেশ তৈরি করে ৷ আর সেখানে অতিরিক্ত স্যুইং ব্যাটারদের কাজটাকে আরও কঠিন করে তোলে ৷ আর সেই কঠিন দায়িত্ব সামলানোর দায়িত্ব থাকবে শুভমন গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানের উপর ৷ আর এই ম্যাচের আগে ভারতের শক্তি এবং পরিস্থিতি নিয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং জাতীয় নির্বাচক দিলীপ বেঙ্গসরকর ৷

ভারতের হাতে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, উমেশ যাদব এবং জয়দেব উনাদকটের মতো পেস ও সিম বোলার রয়েছে ৷ আর তাঁদের নিয়ে আত্মবিশ্বাসী শোনাল বেঙ্গসকরকে ৷ তবে, কোন বোলার বেশি প্রভাব ফেলতে পারেন ? যে প্রশ্নে কোনও একজনকে বাছতে নারাজ তিনি ৷ বেঙ্গসরকর বলেন, ‘‘সেরা বোলারদের মধ্যে যে কোনও একজনকে বেছে নেওয়াটা মোটেই উচিত হবে না ৷ মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকট যে কেউ ভালো করতে পারে ৷’’

তবে, টুর্নামেন্টে ভারত ও অস্ট্রেলিয়া তাদের অন্যতম সেরা দুই বোলারকে পাবে না ৷ জসপ্রীত বুমরা এবং জস হেজলউড ৷ তবে, বুমরাকে নিয়ে ভাবতে নারাজ প্রাক্তন জাতীয় নির্বাচক ৷ ভারতীয় ক্রিকেটের 'কর্নেল' বলেন, ‘‘আমি বুমরার প্রসঙ্গ আনতে চাই না ৷ ও এই ফাইনালের বাইরে বহুদিন আগে থেকেই ৷ আমরা শুধু তাঁদের নিয়ে আলোচনা করব, যাঁরা খেলবে ৷’’

আরও পড়ুন: টেস্ট সেরার লড়াইয়ে পেস বনাম ব্যাটিং দ্বৈরথে ভারত ও অস্ট্রেলিয়া

মুম্বইকর বেঙ্কসরকর খুশি আরেক মুম্বইকরের প্রত্যাবর্তনে ৷ তিনি অজিঙ্ক রাহানে ৷ ভারতীয় ব্যাটিংয়ের 5 নম্বর জায়গায় দীর্ঘদিন ভরসা জুগিয়ে এসেছেন তিনি ৷ আর তাঁর প্রত্যাবর্তন ভারতীয় দলকে আরও শক্তিশালী করেছে বলে বিশ্বাস প্রাক্তন জাতীয় নির্বাচকের ৷ তাঁর কথায়, ‘‘অজিঙ্ক লাইন-আপে আসার পর ভারতের ব্যাটিং একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে ৷’’

আরও পড়ুন: চোটের কবলে হ্যাজেলউড, পরিবর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অজি স্কোয়াডে নেসার

তবে, 7 জুন থেকে শুরু হতে চলা ফাইনাল ম্যাচ বেশ উত্তেজনাপূর্ণ হবে বলে মনে করেন দিলীপ বেঙ্গসরকর ৷ কারণ, বিশ্বের সেরা দু’টি দল একে অপরের মুখোমুখি ৷ বেঙ্গসরকরের মতে, ‘‘এটা একটা দারুণ ম্যাচ হতে চলেছে ৷ আর দুই দলেই সমান ভারসাম্যের সঙ্গে অসাধারণ খেলোয়াড়রা রয়েছেন ৷’’ যতদূর জানা যাচ্ছে, ফাইনালে ভারতীয় দলের প্রথম একাদশ ইতিমধ্যে ঠিক হয়ে গিয়েছে ৷ যদি না শেষ মুহূর্তে কোনও চোট সমস্যা দেখা দেয় ৷

ভারতের সম্ভাব্য এগারো হল- শুভমন গিল, রোহিত শর্মা (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কেএস ভরত (উইকেট-কিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা/উমেশ যাদব, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি এবং মহাম্মদ সিরাজ ৷

আর অস্ট্রেলিয়ার সম্ভাব্য এগারো- ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নস ল্যাবুসেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, অ্যালেক্স কেরি (উইকেট-কিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, নাথন লায়ন, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড/মাইকেল নেসার

কলকাতা, 6 জুন: বুধবার থেকে সেরা টেস্ট দলের তাজের লড়াইয়ে নামছে ভারত এবং অস্ট্রেলিয়া ৷ তবে ইংল্যান্ডের আবহাওয়া বিশ্বের যে কোনও ক্রিকেট দলের পক্ষে সবসময় কঠিন পরিবেশ তৈরি করে ৷ আর সেখানে অতিরিক্ত স্যুইং ব্যাটারদের কাজটাকে আরও কঠিন করে তোলে ৷ আর সেই কঠিন দায়িত্ব সামলানোর দায়িত্ব থাকবে শুভমন গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানের উপর ৷ আর এই ম্যাচের আগে ভারতের শক্তি এবং পরিস্থিতি নিয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং জাতীয় নির্বাচক দিলীপ বেঙ্গসরকর ৷

ভারতের হাতে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, উমেশ যাদব এবং জয়দেব উনাদকটের মতো পেস ও সিম বোলার রয়েছে ৷ আর তাঁদের নিয়ে আত্মবিশ্বাসী শোনাল বেঙ্গসকরকে ৷ তবে, কোন বোলার বেশি প্রভাব ফেলতে পারেন ? যে প্রশ্নে কোনও একজনকে বাছতে নারাজ তিনি ৷ বেঙ্গসরকর বলেন, ‘‘সেরা বোলারদের মধ্যে যে কোনও একজনকে বেছে নেওয়াটা মোটেই উচিত হবে না ৷ মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকট যে কেউ ভালো করতে পারে ৷’’

তবে, টুর্নামেন্টে ভারত ও অস্ট্রেলিয়া তাদের অন্যতম সেরা দুই বোলারকে পাবে না ৷ জসপ্রীত বুমরা এবং জস হেজলউড ৷ তবে, বুমরাকে নিয়ে ভাবতে নারাজ প্রাক্তন জাতীয় নির্বাচক ৷ ভারতীয় ক্রিকেটের 'কর্নেল' বলেন, ‘‘আমি বুমরার প্রসঙ্গ আনতে চাই না ৷ ও এই ফাইনালের বাইরে বহুদিন আগে থেকেই ৷ আমরা শুধু তাঁদের নিয়ে আলোচনা করব, যাঁরা খেলবে ৷’’

আরও পড়ুন: টেস্ট সেরার লড়াইয়ে পেস বনাম ব্যাটিং দ্বৈরথে ভারত ও অস্ট্রেলিয়া

মুম্বইকর বেঙ্কসরকর খুশি আরেক মুম্বইকরের প্রত্যাবর্তনে ৷ তিনি অজিঙ্ক রাহানে ৷ ভারতীয় ব্যাটিংয়ের 5 নম্বর জায়গায় দীর্ঘদিন ভরসা জুগিয়ে এসেছেন তিনি ৷ আর তাঁর প্রত্যাবর্তন ভারতীয় দলকে আরও শক্তিশালী করেছে বলে বিশ্বাস প্রাক্তন জাতীয় নির্বাচকের ৷ তাঁর কথায়, ‘‘অজিঙ্ক লাইন-আপে আসার পর ভারতের ব্যাটিং একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে ৷’’

আরও পড়ুন: চোটের কবলে হ্যাজেলউড, পরিবর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অজি স্কোয়াডে নেসার

তবে, 7 জুন থেকে শুরু হতে চলা ফাইনাল ম্যাচ বেশ উত্তেজনাপূর্ণ হবে বলে মনে করেন দিলীপ বেঙ্গসরকর ৷ কারণ, বিশ্বের সেরা দু’টি দল একে অপরের মুখোমুখি ৷ বেঙ্গসরকরের মতে, ‘‘এটা একটা দারুণ ম্যাচ হতে চলেছে ৷ আর দুই দলেই সমান ভারসাম্যের সঙ্গে অসাধারণ খেলোয়াড়রা রয়েছেন ৷’’ যতদূর জানা যাচ্ছে, ফাইনালে ভারতীয় দলের প্রথম একাদশ ইতিমধ্যে ঠিক হয়ে গিয়েছে ৷ যদি না শেষ মুহূর্তে কোনও চোট সমস্যা দেখা দেয় ৷

ভারতের সম্ভাব্য এগারো হল- শুভমন গিল, রোহিত শর্মা (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কেএস ভরত (উইকেট-কিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা/উমেশ যাদব, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি এবং মহাম্মদ সিরাজ ৷

আর অস্ট্রেলিয়ার সম্ভাব্য এগারো- ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নস ল্যাবুসেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, অ্যালেক্স কেরি (উইকেট-কিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, নাথন লায়ন, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড/মাইকেল নেসার

Last Updated : Jun 6, 2023, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.