ETV Bharat / sports

ICC World Cup 2023: ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের ক্ষমতা রয়েছে, মত ধোনির ছোটবেলার কোচের

সামনেই ক্রিকেট বিশ্বকাপ ৷ তার আগে ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি হলেন মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার কোচ চঞ্চল ভট্টাচার্য ৷

ETV Bharat
চঞ্চল ভট্টাচার্যর সাক্ষাৎকার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 9:46 PM IST

চঞ্চল ভট্টাচার্যর সাক্ষাৎকার

রাঁচি, 29 সেপ্টেম্বর: 5 অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের মহাকুম্ভ ৷ ভারতে বসছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আসর ৷ দেশের মাটিতে এবার এই বিশ্বযুদ্ধের আসর বসায় স্বাভাবিকভাবেই বাড়তি উৎসাহ পাবেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ৷ দেশের মাটিতে তুমুল সমর্থনও পাবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ৷ ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এবারের ভারতীয় দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন ৷ ফলে এবার টিম ইন্ডিয়ার বিশ্ব চ্যাম্পিয়ান হওয়ার সম্ভবনা যথেষ্ট ৷ এবারের ভারতীয় দলে অনেকেই 2011 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন বিশ্বকাপ জয়ী দলের ছাপ দেখছেন ৷ এবারের ভারতীয় দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা ও একসময় তাঁর ছাত্র মহেন্দ্র সিংকে নিয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন মাহির স্কুল জীবনের কোচ চঞ্চল ভট্টাচার্য ৷ তাঁর সঙ্গে কথা বলেছেন ঝাড়খণ্ডের ব্যুরো চিফ রাজেশ কুমার সিং ৷

স্কুল ক্রিকেটের সময় থেকেই ধোনির প্রতিভার সন্ধান পেয়েছিলেন চঞ্চল ভট্টাচার্য ৷ ধোনির জীবনের সংগ্রামের দিনগুলিকে খুব কাছ থেকে দেখেছেন তিনি, দিয়েছেন পরামর্শ, জুগিয়েছেন সাহস ৷ চঞ্চল ভট্টাচার্য নিজেও একজন ক্রিকেট পাগল ৷ তাঁর মতে, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের এবার বিশ্বকাপ যেতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে , ক্ষমতাও রয়েছে ৷ তাঁর মতে রোহিত শর্মা একজন অভিজ্ঞ অধিনায়ক ৷ তবে তাঁর মতে, ধোনির মধ্যে একটি বিশেষ ক্ষমতা ছিল, তিনি আগে থেকে অনুধাবন করতে পারতেন বিপক্ষ দল কী করতে পারে ৷

আরও পড়ুন: ডি'ককের শেষ বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন বাভুমার

চঞ্চলের মতে, এবারের বিশ্বকাপে বিরাট কোহলির থেকে অনেক প্রত্যাশা রয়েছে ৷ শুভমন গিলেরও প্রশংসা করেছেন তিনি ৷ তাঁর মতে, শুভমন লম্বা দৌড়ের ঘোড়া, বড় কিছু করে দেখাতে পারেন এই ক্রিকেটার ৷ ধোনির মধ্যে কোন কোন গুণ ছিল, যা তাঁকে দেশের অন্যতম সেরা ক্রিকেটার বানিয়েছে, তা নিয়েই নিজের মত জানিয়েছেন মাহির একসময়ের কোচ ৷ 1983 সালে কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ যেতে ৷ এর 28 বছর পর ধোনির নেতৃত্বেই দ্বিতীয়বার বিশ্বকাপ যেতে ভারত ৷ চঞ্চলের মধ্যে, ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, তিনি ভারতীয় দলে সাফল্যের যে খিদে পুড়ে দিয়েছিলেন, তা এখনও বর্তমান ৷

চঞ্চল ভট্টাচার্যর সাক্ষাৎকার

রাঁচি, 29 সেপ্টেম্বর: 5 অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের মহাকুম্ভ ৷ ভারতে বসছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আসর ৷ দেশের মাটিতে এবার এই বিশ্বযুদ্ধের আসর বসায় স্বাভাবিকভাবেই বাড়তি উৎসাহ পাবেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ৷ দেশের মাটিতে তুমুল সমর্থনও পাবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ৷ ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এবারের ভারতীয় দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন ৷ ফলে এবার টিম ইন্ডিয়ার বিশ্ব চ্যাম্পিয়ান হওয়ার সম্ভবনা যথেষ্ট ৷ এবারের ভারতীয় দলে অনেকেই 2011 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন বিশ্বকাপ জয়ী দলের ছাপ দেখছেন ৷ এবারের ভারতীয় দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা ও একসময় তাঁর ছাত্র মহেন্দ্র সিংকে নিয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন মাহির স্কুল জীবনের কোচ চঞ্চল ভট্টাচার্য ৷ তাঁর সঙ্গে কথা বলেছেন ঝাড়খণ্ডের ব্যুরো চিফ রাজেশ কুমার সিং ৷

স্কুল ক্রিকেটের সময় থেকেই ধোনির প্রতিভার সন্ধান পেয়েছিলেন চঞ্চল ভট্টাচার্য ৷ ধোনির জীবনের সংগ্রামের দিনগুলিকে খুব কাছ থেকে দেখেছেন তিনি, দিয়েছেন পরামর্শ, জুগিয়েছেন সাহস ৷ চঞ্চল ভট্টাচার্য নিজেও একজন ক্রিকেট পাগল ৷ তাঁর মতে, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের এবার বিশ্বকাপ যেতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে , ক্ষমতাও রয়েছে ৷ তাঁর মতে রোহিত শর্মা একজন অভিজ্ঞ অধিনায়ক ৷ তবে তাঁর মতে, ধোনির মধ্যে একটি বিশেষ ক্ষমতা ছিল, তিনি আগে থেকে অনুধাবন করতে পারতেন বিপক্ষ দল কী করতে পারে ৷

আরও পড়ুন: ডি'ককের শেষ বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন বাভুমার

চঞ্চলের মতে, এবারের বিশ্বকাপে বিরাট কোহলির থেকে অনেক প্রত্যাশা রয়েছে ৷ শুভমন গিলেরও প্রশংসা করেছেন তিনি ৷ তাঁর মতে, শুভমন লম্বা দৌড়ের ঘোড়া, বড় কিছু করে দেখাতে পারেন এই ক্রিকেটার ৷ ধোনির মধ্যে কোন কোন গুণ ছিল, যা তাঁকে দেশের অন্যতম সেরা ক্রিকেটার বানিয়েছে, তা নিয়েই নিজের মত জানিয়েছেন মাহির একসময়ের কোচ ৷ 1983 সালে কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ যেতে ৷ এর 28 বছর পর ধোনির নেতৃত্বেই দ্বিতীয়বার বিশ্বকাপ যেতে ভারত ৷ চঞ্চলের মধ্যে, ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, তিনি ভারতীয় দলে সাফল্যের যে খিদে পুড়ে দিয়েছিলেন, তা এখনও বর্তমান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.