ETV Bharat / sports

Sehwag on Deepak and Krunal : ‘‘বরোদা ভাগ করেছে, লখনউ এক করল’’, দীপক এবং ক্রুণালকে ব্যঙ্গ বীরুর

এক আইপিএল দলে যাওয়ার পর, দীপক হুডা এবং ক্রুণাল পান্ডিয়াকে ব্যঙ্গ করতে ছাড়লেন না বীরেন্দ্র সেহওয়াগ (Deepak Hooda and Krunal Pandya Trolled by Virender Sehwag on Playing for Same IPL Team) ৷ দুই ক্রিকেটারের মধ্যে খারাপ সম্পর্ক ভারতীয় ক্রিকেটে সবার জানা ৷ এমনকি এই দ্বন্দ্বের জেরে বরোদা ছেড়ে রাজস্থানের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন হুডা ৷ এই পরিস্থিতিতে আইপিএল-এ একদলের হয়ে খেলবেন দুই ক্রিকেটার ৷ যা নিয়ে টুইটারে মজা করার সুযোগ হাত ছাড়া করেননি বীরু ৷

deepak hooda and krunal pandya Trolled by Virender Sehwag
deepak hooda and krunal pandya Trolled by Virender Sehwag
author img

By

Published : Feb 13, 2022, 11:01 AM IST

Updated : Feb 13, 2022, 11:37 AM IST

নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি : দীপক হুডা এবং ক্রুণাল পান্ডিয়া ৷ দুই ভারতীয় ক্রিকেটারকে গতকাল আইপিএল নিলামে দলে নিয়েছে লখনউ সুপার জায়েন্টস ৷ যার পরেই মিমে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ কারণ, ঘরোয়া ক্রিকেটে গত মরসুমে দীপক এবং ক্রুণালের মধ্যে হওয়া ঝামেলা ৷ এবং যার জেরে বরোদা থেকে সরে গিয়ে রাজস্থানের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি ভারতীয় দলে অভিষেক করা দীপক ৷ আর সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা মিমের ধারায় নিজের হাতটাও ধুয়ে নিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ ৷

ইংরেজিতে বীরুর একলাইনের মিম এই মুহূর্তে ভাইরাল ৷ দীপক এবং ক্রুণালের অম্ল-মধুর সম্পর্ককে খোঁচা দিয়েছেন তিনি (Deepak Hooda and Krunal Pandya Trolled by Virender Sehwag on Playing for Same IPL Team) ৷ ইংরেজিতে সেহওয়াগ লিখেছেন, ‘‘ডিভাইডেড বাই বরোদা, ইউনাইটেড বাই লখনউ ৷’’ যার বাংলা তর্জমা, ‘‘বরোদা ভাগ করেছে, লখনউ একসঙ্গে করল ৷’’ লখনউ ফ্র্যাঞ্চাইজির দীপক এবং ক্রুণালকে কেনা নিয়ে প্রাক্তন ভারতীয় ওপেনার তাঁর টুইটে লিখেছেন, ‘‘হুডা এবং ক্রুণাল খুব ভাল জুটি হতে চলেছে ৷ বরোদা ভাগ করেছে, লখনউ একসঙ্গে করল ৷’’

  • Hooda and Krunal would be a good pair. Divided by Baroda, United by Lucknow #IPLAuction

    — Virender Sehwag (@virendersehwag) February 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : TATA IPL Auction 2022 : কেকেআরে শ্রেয়স, অপ্রত্যাশিত দাম পেলেন ইশান-চাহার-আবেশ

কার্যত ঘরোয়া ক্রিকেটে গত মরসুমে দু’জনের মধ্যে তৈরি হওয়া দ্বন্দ্ব নিয়েই টুইট ৷ সেই সঙ্গে লখনউ সুপার জায়েন্টসের অদুরদর্শিতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সেহওয়াগ ৷ কারণ, দুই ক্রিকেটারের মধ্যে খারাপ সম্পর্কটা সহজে মিটে যাওয়ার নয় ৷ কারণ, গতবছর হুডা অভিযোগ করেছিলেন, ক্রুণাল পান্ডিয়া তাঁকে গালাগালি করেছেন এবং তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন ৷ এই পরিস্থিতিতে ক্রুণালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই বায়ো-বাবল ছেড়ে বেরিয়ে যান দীপক ৷ যার জেরে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁকে বহিষ্কার করে ৷

আরও পড়ুন : TATA IPL Auction 2022 : অবিক্রিত বাংলার ঋদ্ধি, দল না-পেয়ে চমকে দিলেন রায়না-স্মিথরা

এই ঘটনার পর দীপক হুডা রাজস্থানের হয়ে ঘরোয়া মরসুম খেলা শুরু করেন ৷ রাজস্থানের হয়ে ভাল পারফর্মেন্সের জেরে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলেও ডাক পেয়েছেন তিনি ৷ প্রথম দু’টি একদিনের ম্যাচে খেলেছেন হুডা ৷ যেখানে তাঁর পারফর্মেন্সে প্রভাবিত করেছেন তিনি ৷ পাশাপাশি টি-20 সিরিজে অক্ষর প্যাটেল কোভিডের জন্য না থাকায় দীপক হুডাকে দলে নেওয়া হয়েছে ৷ 16 ফেব্রুয়ারি থেকে ইডেনে শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচের টি-20 সিরিজ ৷

নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি : দীপক হুডা এবং ক্রুণাল পান্ডিয়া ৷ দুই ভারতীয় ক্রিকেটারকে গতকাল আইপিএল নিলামে দলে নিয়েছে লখনউ সুপার জায়েন্টস ৷ যার পরেই মিমে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ কারণ, ঘরোয়া ক্রিকেটে গত মরসুমে দীপক এবং ক্রুণালের মধ্যে হওয়া ঝামেলা ৷ এবং যার জেরে বরোদা থেকে সরে গিয়ে রাজস্থানের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি ভারতীয় দলে অভিষেক করা দীপক ৷ আর সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা মিমের ধারায় নিজের হাতটাও ধুয়ে নিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ ৷

ইংরেজিতে বীরুর একলাইনের মিম এই মুহূর্তে ভাইরাল ৷ দীপক এবং ক্রুণালের অম্ল-মধুর সম্পর্ককে খোঁচা দিয়েছেন তিনি (Deepak Hooda and Krunal Pandya Trolled by Virender Sehwag on Playing for Same IPL Team) ৷ ইংরেজিতে সেহওয়াগ লিখেছেন, ‘‘ডিভাইডেড বাই বরোদা, ইউনাইটেড বাই লখনউ ৷’’ যার বাংলা তর্জমা, ‘‘বরোদা ভাগ করেছে, লখনউ একসঙ্গে করল ৷’’ লখনউ ফ্র্যাঞ্চাইজির দীপক এবং ক্রুণালকে কেনা নিয়ে প্রাক্তন ভারতীয় ওপেনার তাঁর টুইটে লিখেছেন, ‘‘হুডা এবং ক্রুণাল খুব ভাল জুটি হতে চলেছে ৷ বরোদা ভাগ করেছে, লখনউ একসঙ্গে করল ৷’’

  • Hooda and Krunal would be a good pair. Divided by Baroda, United by Lucknow #IPLAuction

    — Virender Sehwag (@virendersehwag) February 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : TATA IPL Auction 2022 : কেকেআরে শ্রেয়স, অপ্রত্যাশিত দাম পেলেন ইশান-চাহার-আবেশ

কার্যত ঘরোয়া ক্রিকেটে গত মরসুমে দু’জনের মধ্যে তৈরি হওয়া দ্বন্দ্ব নিয়েই টুইট ৷ সেই সঙ্গে লখনউ সুপার জায়েন্টসের অদুরদর্শিতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সেহওয়াগ ৷ কারণ, দুই ক্রিকেটারের মধ্যে খারাপ সম্পর্কটা সহজে মিটে যাওয়ার নয় ৷ কারণ, গতবছর হুডা অভিযোগ করেছিলেন, ক্রুণাল পান্ডিয়া তাঁকে গালাগালি করেছেন এবং তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন ৷ এই পরিস্থিতিতে ক্রুণালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই বায়ো-বাবল ছেড়ে বেরিয়ে যান দীপক ৷ যার জেরে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁকে বহিষ্কার করে ৷

আরও পড়ুন : TATA IPL Auction 2022 : অবিক্রিত বাংলার ঋদ্ধি, দল না-পেয়ে চমকে দিলেন রায়না-স্মিথরা

এই ঘটনার পর দীপক হুডা রাজস্থানের হয়ে ঘরোয়া মরসুম খেলা শুরু করেন ৷ রাজস্থানের হয়ে ভাল পারফর্মেন্সের জেরে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলেও ডাক পেয়েছেন তিনি ৷ প্রথম দু’টি একদিনের ম্যাচে খেলেছেন হুডা ৷ যেখানে তাঁর পারফর্মেন্সে প্রভাবিত করেছেন তিনি ৷ পাশাপাশি টি-20 সিরিজে অক্ষর প্যাটেল কোভিডের জন্য না থাকায় দীপক হুডাকে দলে নেওয়া হয়েছে ৷ 16 ফেব্রুয়ারি থেকে ইডেনে শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচের টি-20 সিরিজ ৷

Last Updated : Feb 13, 2022, 11:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.