মেলবোর্ন, 27 ডিসেম্বর: আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন ডেভিড ওয়ার্নার ৷ পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টেস্টে 83 বলে 38 রান করেন তিনি ৷ সেই সঙ্গে বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয়াকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ওয়ার্নার ৷ চলতি বক্সিং-ডে টেস্টে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ৷ প্রথম টেস্টে হারের পর, পাকিস্তানের সামনে দ্বিতীয় টেস্ট ম্যাচ বাঁচানোর লড়াই ৷
ডেভিড ওয়ার্নার 371 আন্তর্জাতিক ম্যাচে মোট 18 হাজার 515 রান করেছেন ৷ তাঁর কেরিয়ার গড় 42.56 ৷ যেখানে তিন ফরম্যাট মিলিয়ে 49টি সেঞ্চুরি ও 93টি হাফ-সেঞ্চুরি রয়েছে ৷ সর্বোচ্চ রান 335 অপরাজিত ৷ সেখানে স্টিভ ওয়া 493 আন্তর্জাতিক ম্যাচে 41.65 গড়ে 35টি সেঞ্চুরি ও 95টি হাফ-সেঞ্চুরি সহ 18 হাজার 493 রান করেছেন ৷ এই তালিকায় অস্ট্রেলিয়ানদের মধ্যে শীর্ষে রয়েছেন রিকি পন্টিং ৷ তিনি 559 ম্যাচে 27 হাজার 368 রান করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৷ তাঁর মোট 70টি সেঞ্চুরি ও 146টি হাফ-সেঞ্চুরি রয়েছে টেস্ট ও ওয়ান-ডে মিলিয়ে ৷
ওয়ার্নার 111 টেস্ট ম্যাচে 26টি সেঞ্চুরি ও 36টি হাফ-সেঞ্চুরি ও 44.78 গড়ে 8 হাজার 689 রান করেছেন ৷ 161 ওয়ান-ডে ম্যাচে 22 সেঞ্চুরি ও 33টি হাফ-সেঞ্চুরি ও 45.30 গড়ে 6 হাজার 932 রান করেছেন ৷ আর টি-20 আন্তর্জাতিকে 99 ম্যাচে 2 হাজার 894 রান করেছে ওয়ার্নার ৷ টি-20 আন্তর্জাতিকেও তাঁর একটি সেঞ্চুরি রয়েছে ৷
উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া চালকের আসনে রয়েছে ৷ দ্বিতীয় দিনে 3 উইকেটে 187 রান থেকে খেলা শুরু করে অস্ট্রেলিয়া ৷ কিন্তু, প্রথম সেশনেই 131 রানে বাকি 7 উইকেট হারিয়ে 318 রানে অলআউট হয়ে যায় প্যাট কামিন্সের দল ৷ জবাবে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল ৷ একটা সময় তাদের স্কোর ছিল 1 উইকেট হারিয়ে 124 রান ৷ অধিনায়ক প্যাট কামিন্স নিজের বোলিংয়ে অসাধারণ ফিরতি ক্যাচে আব্দুলাহ শফিককে (62) আউট করেন ৷ এর পরেই ধস নামে পাকিস্তান ইনিংসে ৷
বাবর আজম মাত্র 1 রানে কামিন্সের শিকার হন ৷ দ্বিতীয়দিনের শেষে পাকিস্তান 6 উইকেট হারিয়ে 194 রান তুলেছে ৷ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের থেকে এখনও 124 রান পিছনে শান মাসুদের দল ৷ কামিন্স 3 উইকেট, নাথন লায়ন 2 এবং জস হেজলউড 1 উইকেটে নিয়েছেন ৷
আরও পড়ুন: