ETV Bharat / sports

Daniel Vettori: লারাকে সরিয়ে হেড কোচ হিসেবে ভেত্তোরিকে বেছে নিল সানরাইজার্স - IPL

Daniel Vettori is New Head Coach of Sunrisers Hyderabad: ড্যানিয়েল ভেত্তোরিকে হেড কোচ পদে নিয়োগ করল সানরাইর্জাস হায়দরাবাদ ৷ আজ আইপিএল ফ্র্যাঞ্জাইজির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে ৷

Image Courtesy: SRH Twitter
Image Courtesy: SRH Twitter
author img

By

Published : Aug 7, 2023, 7:03 PM IST

হায়দরাবাদ, 7 অগস্ট: সানরাইর্জাস হায়দরাবাদের হেড কোচ করা হল ড্যানিয়েল ভেত্তোরিকে ৷ আজ ফ্র্যাঞ্চাইজির তরফে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ বিগত দু'টি সিজনে হেড কোচ এবং মেন্টর হিসেবে থাকা ব্রায়ান লারার সঙ্গে চুক্তি শেষ করল দক্ষিণের এই আইপিএল ফ্র্যাঞ্চাইজি ৷ প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক এ নিয়ে দ্বিতীয়বার কোনও আইপিএল দলের কোচ হলেন ৷ এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেয়ার ও কোচ দুই ভূমিকাতেই দেখা গিয়েছিল প্রাক্তন কিউয়ি তারকাকে ৷ এমনকী অধিনায়ক এবং কোচের ভূমিকা একসঙ্গে পালন করেছিলেন তিনি ৷

এদিন সানরাইজার্স হায়দরাবাদের তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় ৷ সেখানে তারা লিখেছে, ‘‘কিউয়ি লেজেন্ড ড্যানিয়েল ভেত্তোরি অরেঞ্জ আর্মির হেড কোচ হিসেবে যোগ দিলেন ৷ এই মুহূর্তে ড্যানিয়েল ভেত্তোরি ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে বার্মিংহ্যাম ফোনিক্সের কোচের দায়িত্বে রয়েছেন ৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, আইপিএলে আরসিবি'র কোচ হিসেবে 2015 সালে দলকে প্লে-অফস এবং 2016 সালে ফাইনালে তুলেছিলেন ভেত্তোরি ৷ 2016 সালে আইপিএল ফাইনালে আরসিবি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই হেরেছিল ৷

অন্যদিকে, ক্যারিবিয়ান কিংবদন্তির সঙ্গে সবরকম চুক্তি শেষ করার কথাও জানিয়েছে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি ৷ এসআরএইচ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘গত দু’বছর ধরে আমাদের ব্রায়ান লারার সঙ্গে যে চুক্তি ছিল, তা শেষ হয়ে গিয়েছে ৷ আমরা তাঁর আগামীর জন্য শুভেচ্ছা জানাই ৷ সাইরাইজার্সের হয়ে অবদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ৷ আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আমাদের তরফে শুভেচ্ছা রইল ৷’’

  • As our 2 year association with Brian Lara comes to an end, we bid adieu to him 🧡

    Thank you for the contributions to the Sunrisers. We wish you all the best for your future endeavours 🙌 pic.twitter.com/nEp95pNznT

    — SunRisers Hyderabad (@SunRisers) August 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: লাবুশানকে বাদ দিয়ে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা অস্ট্রেলিয়ার

উল্লেখ্য, সম্প্রতি মাইক হেসন এবং সঞ্জয় বাঙ্গারকে কোচিং টিম থেকে সরিয়ে অ্যান্ডি ফ্লাওয়ারকে হেড কোচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ সঞ্জয় বাঙ্গার আরসিবি-র হেড কোচ ছিলেন ৷ আর মাইক হেসন মেন্টর ও ক্রিকেট ডিরেক্টর পদে নিযুক্ত ছিলেন ৷ তাঁদের সরিয়ে লখনউ সুপার জায়ান্টস থেকে অ্যান্ডি ফ্লাওয়ারকে হেড কোচ করেছে আরসিবি ৷

  • Daniel Vettori has been appointed as the new Head Coach of SRH.

    Langer for LSG, Flower for RCB and now Vettori for SRH - a new era in the IPL....!! pic.twitter.com/DAly3uA3tN

    — Mufaddal Vohra (@mufaddal_vohra) August 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হায়দরাবাদ, 7 অগস্ট: সানরাইর্জাস হায়দরাবাদের হেড কোচ করা হল ড্যানিয়েল ভেত্তোরিকে ৷ আজ ফ্র্যাঞ্চাইজির তরফে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ বিগত দু'টি সিজনে হেড কোচ এবং মেন্টর হিসেবে থাকা ব্রায়ান লারার সঙ্গে চুক্তি শেষ করল দক্ষিণের এই আইপিএল ফ্র্যাঞ্চাইজি ৷ প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক এ নিয়ে দ্বিতীয়বার কোনও আইপিএল দলের কোচ হলেন ৷ এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেয়ার ও কোচ দুই ভূমিকাতেই দেখা গিয়েছিল প্রাক্তন কিউয়ি তারকাকে ৷ এমনকী অধিনায়ক এবং কোচের ভূমিকা একসঙ্গে পালন করেছিলেন তিনি ৷

এদিন সানরাইজার্স হায়দরাবাদের তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় ৷ সেখানে তারা লিখেছে, ‘‘কিউয়ি লেজেন্ড ড্যানিয়েল ভেত্তোরি অরেঞ্জ আর্মির হেড কোচ হিসেবে যোগ দিলেন ৷ এই মুহূর্তে ড্যানিয়েল ভেত্তোরি ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে বার্মিংহ্যাম ফোনিক্সের কোচের দায়িত্বে রয়েছেন ৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, আইপিএলে আরসিবি'র কোচ হিসেবে 2015 সালে দলকে প্লে-অফস এবং 2016 সালে ফাইনালে তুলেছিলেন ভেত্তোরি ৷ 2016 সালে আইপিএল ফাইনালে আরসিবি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই হেরেছিল ৷

অন্যদিকে, ক্যারিবিয়ান কিংবদন্তির সঙ্গে সবরকম চুক্তি শেষ করার কথাও জানিয়েছে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি ৷ এসআরএইচ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘গত দু’বছর ধরে আমাদের ব্রায়ান লারার সঙ্গে যে চুক্তি ছিল, তা শেষ হয়ে গিয়েছে ৷ আমরা তাঁর আগামীর জন্য শুভেচ্ছা জানাই ৷ সাইরাইজার্সের হয়ে অবদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ৷ আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আমাদের তরফে শুভেচ্ছা রইল ৷’’

  • As our 2 year association with Brian Lara comes to an end, we bid adieu to him 🧡

    Thank you for the contributions to the Sunrisers. We wish you all the best for your future endeavours 🙌 pic.twitter.com/nEp95pNznT

    — SunRisers Hyderabad (@SunRisers) August 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: লাবুশানকে বাদ দিয়ে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা অস্ট্রেলিয়ার

উল্লেখ্য, সম্প্রতি মাইক হেসন এবং সঞ্জয় বাঙ্গারকে কোচিং টিম থেকে সরিয়ে অ্যান্ডি ফ্লাওয়ারকে হেড কোচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ সঞ্জয় বাঙ্গার আরসিবি-র হেড কোচ ছিলেন ৷ আর মাইক হেসন মেন্টর ও ক্রিকেট ডিরেক্টর পদে নিযুক্ত ছিলেন ৷ তাঁদের সরিয়ে লখনউ সুপার জায়ান্টস থেকে অ্যান্ডি ফ্লাওয়ারকে হেড কোচ করেছে আরসিবি ৷

  • Daniel Vettori has been appointed as the new Head Coach of SRH.

    Langer for LSG, Flower for RCB and now Vettori for SRH - a new era in the IPL....!! pic.twitter.com/DAly3uA3tN

    — Mufaddal Vohra (@mufaddal_vohra) August 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.