ETV Bharat / sports

Prayers for Rishabh Pant: ঋষভের দ্রুত আরোগ্য কামনায় টিম ইন্ডিয়ার সতীর্থ ও প্রাক্তনীরা - Rishabh Pant Health

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্থের দ্রুত আরোগ্য কামনা করে সোশাল মিডিয়ায় পোস্ট তাঁর সতীর্থ এবং প্রাক্তন ক্রিকেটারদের (Cricket World Wish for Rishabh Pant Speedy Recovery on Social Media) ৷ বিসিসিআই তাঁর চিকিৎসা ব্যবস্থার উপর নজর রাখছে ৷

Cricket World Wish for Rishabh Pant Speedy Recovery
ঋষভের দুর্ঘটনাগ্রস্থ গাড়ি, ইনসেটে হাসপাতালে ভর্তি ঋষভ পন্থ
author img

By

Published : Dec 30, 2022, 6:58 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর: রুরকিতে পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়, ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় উইকেট-কিপার ব্যাটার ঋষভ পন্থ ৷ বড়সড় কোনও চোট না লাগলেও, শরীরে একাধিক ক্ষত রয়েছে ঋষভের এমনকি তাঁর পায়ে ও মাথায় চোট লেগেছে ৷ পিঠেও চোট লেগেছে তাঁর ৷ ঋষভের এই ভয়াবহ দুর্ঘটনার পর তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন, দেশে-বিদেশের ক্রিকেটার এবং প্রাক্তনীরা (Cricket World Wish for Rishabh Pant Speedy Recovery on Social Media) ৷

কেএল রাহুল (KL Rahul) টুইট করে ঋষভের সুস্থতা কামনা করে লিখেছেন, ‘‘আমার তরফে অনেক ভালোবাসা এবং শুভ কামনা রইল ঋষভের জন্য ৷ ওর দ্রুত ও সাফল্যের সঙ্গে সুস্থতা কামনা করছি ৷’’

  • Sending all my love and well wishes @RishabhPant17. Praying for a speedy and successful recovery. 🙏

    — K L Rahul (@klrahul) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অশ্বিন ঋষভের দ্রুত আরোগ্য কামনায় লিখেছেন, ‘‘ফিরে এসো ঋষভ, সবাই ওর দ্রুত সুস্থতা কামনা করি ৷’’

  • Bounce back Rishabh, let’s all pray for his strong recovery🙏 #GetWellSoon

    — Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর লিখেছেন, ‘‘ঋষভ দ্রুত ও খুব ভালোভাবে সুস্থ হয়ে উঠুক, এটাই প্রার্থনা করছি ! ভালো থেকো ঋষভ ৷

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ভারতীয় উইকেট-কিপারের দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, ‘‘তোমার খুব দ্রুত সুস্থতা কামনা করি ঋষভ ৷ আমার শুভেচ্ছা তোমার সঙ্গে রয়েছে ৷’’

আফগান তারকা ক্রিকেটার রাশিদ খান ঋষভের এই দুর্ঘটনার পর টুইটে পোস্ট করেছেন, ‘‘আমি আশা করছি তুমি ভালো আছ ভাই ৷ আমি তোমার দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করছি ঋষভ ৷

  • I hope you are ok bhai praying for your quick recovery get well soon champ 🤲🏻🤲🏻 @RishabhPant17

    — Rashid Khan (@rashidkhan_19) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: চোখ লেগে আসাতেই বিপত্তি, জানালা ভেঙে প্রাণে বেঁচে পুলিশকে জানালেন পন্ত

বিসিসিআই সভাপতি জয় শাহ এদিন একটি টুইট করেছেন ৷ সেখানে ঋষভের দ্রুত সুস্থা প্রার্থনার পাশাপাশি, তাঁর চিকিৎসা সংক্রান্ত সবকিছু যাতে বিনা বাধায় হয়, সেই ব্যাপারে বিসিসিআই সবরকম ব্যবস্থা করবে বলে জানিয়েছেন জয় শাহ ৷ তিনি লিখেছেন, ‘‘ঋষভ পন্থের জন্য আমার শুভকামনা এবং প্রার্থনা রইল, যাতে ও দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারে ৷ আমি ওর পরিবার এবং যে চিকিৎসকরা ওর চিকিৎসা করছেন তাঁদের সঙ্গে কথা বলেছি ৷ ঋষভ এখন স্বাভাবিক রয়েছে এবং তাঁর স্ক্যান করা হচ্ছে ৷ আমরা তাঁর চিকিৎসার বিষয়গুলি খুবভালো ভাবে নজরে রাখছি এবং প্রয়োজন মতো সবরকম সাহায্য ওকে করা হবে ৷’’

  • My thoughts and prayers are with Rishabh Pant as he fights his way back to recovery. I have spoken to his family and the doctors treating him. Rishabh is stable and undergoing scans. We are closely monitoring his progress and will provide him with all the necessary support.

    — Jay Shah (@JayShah) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং ঋষভের দুর্ঘটনার খবর পেয়ে একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি দিল্লি ক্যাপিটালস অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করে লিখেছেন, ‘‘ঋষভ পন্থের জন্য খুব চিন্তা হচ্ছে ৷ আশা করছি তুমি ভালো আছ এবং দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবে ৷’’

  • Thinking of @RishabhPant17. Hope you're on the mend and back on your feet soon 🙏

    — Ricky Ponting AO (@RickyPonting) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন বিসিসিআই-এর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেখানে ঋষভ পন্থের শারীরিক অবস্থা নিয়ে প্রাথমিক কিছু তথ্য দেওয়া হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, ঋষভের কপালে দু’জায়গায় কেটে গিয়েছে ৷ ডান পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ৷ সেই সঙ্গে ডানহাতের কবজি, গোড়ালি, পায়ের আঙুলের চোট রয়েছে ৷ সেই সঙ্গে পিঠে ঘষা লাগার কারণ রক্তাক্ত হয়েছেন ভারতীয় উইকেট-কিপার ৷

কলকাতা, 30 ডিসেম্বর: রুরকিতে পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়, ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় উইকেট-কিপার ব্যাটার ঋষভ পন্থ ৷ বড়সড় কোনও চোট না লাগলেও, শরীরে একাধিক ক্ষত রয়েছে ঋষভের এমনকি তাঁর পায়ে ও মাথায় চোট লেগেছে ৷ পিঠেও চোট লেগেছে তাঁর ৷ ঋষভের এই ভয়াবহ দুর্ঘটনার পর তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন, দেশে-বিদেশের ক্রিকেটার এবং প্রাক্তনীরা (Cricket World Wish for Rishabh Pant Speedy Recovery on Social Media) ৷

কেএল রাহুল (KL Rahul) টুইট করে ঋষভের সুস্থতা কামনা করে লিখেছেন, ‘‘আমার তরফে অনেক ভালোবাসা এবং শুভ কামনা রইল ঋষভের জন্য ৷ ওর দ্রুত ও সাফল্যের সঙ্গে সুস্থতা কামনা করছি ৷’’

  • Sending all my love and well wishes @RishabhPant17. Praying for a speedy and successful recovery. 🙏

    — K L Rahul (@klrahul) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অশ্বিন ঋষভের দ্রুত আরোগ্য কামনায় লিখেছেন, ‘‘ফিরে এসো ঋষভ, সবাই ওর দ্রুত সুস্থতা কামনা করি ৷’’

  • Bounce back Rishabh, let’s all pray for his strong recovery🙏 #GetWellSoon

    — Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর লিখেছেন, ‘‘ঋষভ দ্রুত ও খুব ভালোভাবে সুস্থ হয়ে উঠুক, এটাই প্রার্থনা করছি ! ভালো থেকো ঋষভ ৷

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ভারতীয় উইকেট-কিপারের দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, ‘‘তোমার খুব দ্রুত সুস্থতা কামনা করি ঋষভ ৷ আমার শুভেচ্ছা তোমার সঙ্গে রয়েছে ৷’’

আফগান তারকা ক্রিকেটার রাশিদ খান ঋষভের এই দুর্ঘটনার পর টুইটে পোস্ট করেছেন, ‘‘আমি আশা করছি তুমি ভালো আছ ভাই ৷ আমি তোমার দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করছি ঋষভ ৷

  • I hope you are ok bhai praying for your quick recovery get well soon champ 🤲🏻🤲🏻 @RishabhPant17

    — Rashid Khan (@rashidkhan_19) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: চোখ লেগে আসাতেই বিপত্তি, জানালা ভেঙে প্রাণে বেঁচে পুলিশকে জানালেন পন্ত

বিসিসিআই সভাপতি জয় শাহ এদিন একটি টুইট করেছেন ৷ সেখানে ঋষভের দ্রুত সুস্থা প্রার্থনার পাশাপাশি, তাঁর চিকিৎসা সংক্রান্ত সবকিছু যাতে বিনা বাধায় হয়, সেই ব্যাপারে বিসিসিআই সবরকম ব্যবস্থা করবে বলে জানিয়েছেন জয় শাহ ৷ তিনি লিখেছেন, ‘‘ঋষভ পন্থের জন্য আমার শুভকামনা এবং প্রার্থনা রইল, যাতে ও দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারে ৷ আমি ওর পরিবার এবং যে চিকিৎসকরা ওর চিকিৎসা করছেন তাঁদের সঙ্গে কথা বলেছি ৷ ঋষভ এখন স্বাভাবিক রয়েছে এবং তাঁর স্ক্যান করা হচ্ছে ৷ আমরা তাঁর চিকিৎসার বিষয়গুলি খুবভালো ভাবে নজরে রাখছি এবং প্রয়োজন মতো সবরকম সাহায্য ওকে করা হবে ৷’’

  • My thoughts and prayers are with Rishabh Pant as he fights his way back to recovery. I have spoken to his family and the doctors treating him. Rishabh is stable and undergoing scans. We are closely monitoring his progress and will provide him with all the necessary support.

    — Jay Shah (@JayShah) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং ঋষভের দুর্ঘটনার খবর পেয়ে একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি দিল্লি ক্যাপিটালস অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করে লিখেছেন, ‘‘ঋষভ পন্থের জন্য খুব চিন্তা হচ্ছে ৷ আশা করছি তুমি ভালো আছ এবং দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবে ৷’’

  • Thinking of @RishabhPant17. Hope you're on the mend and back on your feet soon 🙏

    — Ricky Ponting AO (@RickyPonting) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন বিসিসিআই-এর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ সেখানে ঋষভ পন্থের শারীরিক অবস্থা নিয়ে প্রাথমিক কিছু তথ্য দেওয়া হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, ঋষভের কপালে দু’জায়গায় কেটে গিয়েছে ৷ ডান পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ৷ সেই সঙ্গে ডানহাতের কবজি, গোড়ালি, পায়ের আঙুলের চোট রয়েছে ৷ সেই সঙ্গে পিঠে ঘষা লাগার কারণ রক্তাক্ত হয়েছেন ভারতীয় উইকেট-কিপার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.