ETV Bharat / sports

45 মিনিটের বাজে ক্রিকেট ও শট নির্বাচনেই বিদায় নিলাম : কোহলি - India knocks out of World Cup

হারের জন্য ব্যাটসম্যানদের বাজে শট নির্বাচনকে দুষেছেন বিরাট কোহলি । পাশাপাশি, নিউজ়িল্যান্ড বোলারদেরও প্রশংসা করেছেন তিনি ।

বিরাট কোহলি
author img

By

Published : Jul 10, 2019, 9:06 PM IST

ম্যানচেস্টার, 10 জুলাই : দুঃস্বপ্নের রাত । তিরে এসেও যেন তরি ডোবা । সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে 18 রানে হারল ভারত । জাদেজা-ধোনি চেষ্টা চালিয়েছেন । প্রাণপণ লড়াই করেও জয় আসেনি । হারের পর বাজে শট নির্বাচনকেই দায়ি করলেন বিরাট কোহলি ।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে কোহলি বলেন, "45 মিনিটের বাজে ক্রিকেটে আমরা বিদায় নিলাম ।"

এই সংক্রান্ত আরও খবর : সেমিফাইনালে স্বপ্নভঙ্গ, কাঁদছে দেশবাসী

কোহলি বলেন, "প্রতিযোগিতাজুড়ে আমরা দুর্দান্ত পারফর্ম করেছি । কিন্তু, 45 মিনিটের বাজে ক্রিকেটে বিদায় নিতে হল । এই জয় নিউজ়িল্যান্ডের প্রাপ্য । ওরা আমাদের উপর অনেক চাপ তৈরি করেছিল ।" শট নির্বাচন নিয়েও ব্যাটসম্যানদের দুষেছেন কোহলি । সেট হয়ে গিয়েও ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়ার আউট মেনে নিতে পারেননি । এপ্রসঙ্গে কোহলি বলেন, "আমার মনে হয়, শট নির্বাচন আরও ভালো হতে পারত । এছাড়া আমরা সত্যিই ভালো খেলেছি ।"

এই সংক্রান্ত আরও খবর : হেরেছে ভারত, হৃদয় জিতলেন জাদেজা !

জাদেজার প্রশংসায় পঞ্চমুখ কোহলি । বলেন, "ও দুর্দান্ত খেলেছে । শেষ পর্যন্ত চেষ্টা করেছিল । তবে, নিউজ়িল্যান্ড বোলাররা ম্যাচ ছিনিয়ে নিয়ে গেছে । এই জয় ওদের প্রাপ্য ।"

ম্যানচেস্টার, 10 জুলাই : দুঃস্বপ্নের রাত । তিরে এসেও যেন তরি ডোবা । সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে 18 রানে হারল ভারত । জাদেজা-ধোনি চেষ্টা চালিয়েছেন । প্রাণপণ লড়াই করেও জয় আসেনি । হারের পর বাজে শট নির্বাচনকেই দায়ি করলেন বিরাট কোহলি ।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে কোহলি বলেন, "45 মিনিটের বাজে ক্রিকেটে আমরা বিদায় নিলাম ।"

এই সংক্রান্ত আরও খবর : সেমিফাইনালে স্বপ্নভঙ্গ, কাঁদছে দেশবাসী

কোহলি বলেন, "প্রতিযোগিতাজুড়ে আমরা দুর্দান্ত পারফর্ম করেছি । কিন্তু, 45 মিনিটের বাজে ক্রিকেটে বিদায় নিতে হল । এই জয় নিউজ়িল্যান্ডের প্রাপ্য । ওরা আমাদের উপর অনেক চাপ তৈরি করেছিল ।" শট নির্বাচন নিয়েও ব্যাটসম্যানদের দুষেছেন কোহলি । সেট হয়ে গিয়েও ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়ার আউট মেনে নিতে পারেননি । এপ্রসঙ্গে কোহলি বলেন, "আমার মনে হয়, শট নির্বাচন আরও ভালো হতে পারত । এছাড়া আমরা সত্যিই ভালো খেলেছি ।"

এই সংক্রান্ত আরও খবর : হেরেছে ভারত, হৃদয় জিতলেন জাদেজা !

জাদেজার প্রশংসায় পঞ্চমুখ কোহলি । বলেন, "ও দুর্দান্ত খেলেছে । শেষ পর্যন্ত চেষ্টা করেছিল । তবে, নিউজ়িল্যান্ড বোলাররা ম্যাচ ছিনিয়ে নিয়ে গেছে । এই জয় ওদের প্রাপ্য ।"

Dibrugarh (Assam), Jul 10 (ANI): A rickshaw puller in Assam has beautifully decorated his rickshaw to motivate team India in the World Cup. Rickshaw with balloons and tricolour is attracting locals. Enthusiastic rickshaw puller was also spotted adorning shirt with pictures of Virat Kohli and MS Dhoni.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.