ম্যানচেস্টার, 10 জুলাই : দুঃস্বপ্নের রাত । তিরে এসেও যেন তরি ডোবা । সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে 18 রানে হারল ভারত । জাদেজা-ধোনি চেষ্টা চালিয়েছেন । প্রাণপণ লড়াই করেও জয় আসেনি । হারের পর বাজে শট নির্বাচনকেই দায়ি করলেন বিরাট কোহলি ।
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে কোহলি বলেন, "45 মিনিটের বাজে ক্রিকেটে আমরা বিদায় নিলাম ।"
এই সংক্রান্ত আরও খবর : সেমিফাইনালে স্বপ্নভঙ্গ, কাঁদছে দেশবাসী
কোহলি বলেন, "প্রতিযোগিতাজুড়ে আমরা দুর্দান্ত পারফর্ম করেছি । কিন্তু, 45 মিনিটের বাজে ক্রিকেটে বিদায় নিতে হল । এই জয় নিউজ়িল্যান্ডের প্রাপ্য । ওরা আমাদের উপর অনেক চাপ তৈরি করেছিল ।" শট নির্বাচন নিয়েও ব্যাটসম্যানদের দুষেছেন কোহলি । সেট হয়ে গিয়েও ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়ার আউট মেনে নিতে পারেননি । এপ্রসঙ্গে কোহলি বলেন, "আমার মনে হয়, শট নির্বাচন আরও ভালো হতে পারত । এছাড়া আমরা সত্যিই ভালো খেলেছি ।"
এই সংক্রান্ত আরও খবর : হেরেছে ভারত, হৃদয় জিতলেন জাদেজা !
জাদেজার প্রশংসায় পঞ্চমুখ কোহলি । বলেন, "ও দুর্দান্ত খেলেছে । শেষ পর্যন্ত চেষ্টা করেছিল । তবে, নিউজ়িল্যান্ড বোলাররা ম্যাচ ছিনিয়ে নিয়ে গেছে । এই জয় ওদের প্রাপ্য ।"
-
Respect between two masters, after an epic tussle 🤝#CWC19 | #INDvNZ pic.twitter.com/0O1HvkP6TU
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Respect between two masters, after an epic tussle 🤝#CWC19 | #INDvNZ pic.twitter.com/0O1HvkP6TU
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019Respect between two masters, after an epic tussle 🤝#CWC19 | #INDvNZ pic.twitter.com/0O1HvkP6TU
— Cricket World Cup (@cricketworldcup) July 10, 2019