ETV Bharat / sports

বিশ্বজয়ে বিরাটের তুরুপের তাস জসপ্রীত বুমরা, মত মাইকেল ক্লার্কের - bumrah

জসপ্রীত বুমরা বিশ্বজয়ের তুরুপের তাস, মত মাইকেল ক্লার্কের ।

michael clarke thinks bumrah to be the key factor for india in this worldcup
author img

By

Published : Jun 24, 2019, 10:26 PM IST

Updated : Jun 24, 2019, 11:22 PM IST

লন্ডন, 24 জুন : ভারতীয় দলের বিশ্বজয়ের তুরুপের তাস জসপ্রীত বুমরা, মত অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের । বিশ্বকাপ শুরুর আগে থেকেই প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বিশেষজ্ঞরা বুমরাকে ভারতের বোলিং লাইন আপের সেরা হিসেবে চিহ্নিত করেছেন । আফগানিস্তান ম্যাচে সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন কোহলির দলের এই স্ট্রাইক বোলার । অন্তিম ওভারে মহম্মদ শামির হ্যাটট্রিকের মতোই সমান গুরুত্বপূর্ণ ছিল 29তম ওভারে দুই আফগান ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরানো ।

আর এই পারফরম্যান্স দেখে টুর্নামেন্টের মাঝপথেই জসপ্রীতকে নিয়ে তাঁর মত প্রকাশ করলেন ক্লার্ক । প্রাক্তন অজ়ি অধিনায়ক বলেন, "আমার মতে বুমরার খামতি কিছু নেই। ও যথেষ্ট ফিট । আশা রাখি ও এভাবেই বিশ্বকাপে ভারতের সাফল্যের একটা বড় অংশ হয়ে উঠবে ।" বুমরার বোলিংয়ে এমন কী বৈশিষ্ট্য রয়েছে, যার জন্য সমস্যায় পড়ে ব্যাটসম্যানরা ? উত্তরে 2015 বিশ্বজয়ী অজ়ি অধিনায়ক বলেন, "নতুন বলে সিমের সঙ্গে দুরন্ত সুইং ও মুভমেন্ট । পাশাপাশি মিডল ওভারগুলোতে পুরনো বলে বুমরার অতিরিক্ত গতি সমস্যায় ফেলে ব্যাটসম্যানদের ।"

একইসঙ্গে ক্লার্ক সংযোজন, "প্রথম থেকে ডেথ ওভার পর্যন্ত বুমরাহের বলে গতি সমানভাবে বজায় থাকে। যা প্রায় দেড়শো কিমির কাছাকাছি । পাশাপাশি ইয়র্কারেও অন্যান্যদের তুলনায় অনেক বেশি পারদর্শী সে । আর রিভার্স সুইংয়ের প্রশ্নে বুমরা তো একজন জিনিয়াস ।" পাশাপাশি বুমরার মতো অস্ত্র পেয়ে কোহলি যে দারুণ ভাগ্যবান সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি ।

ক্লার্কের কথায়, "একজন অধিনায়ক হিসেবে তুমি সবসময় চাইবে বুমরার মত একজন বোলারকে, যে প্রয়োজনের সময় তোমায় উইকেট এনে দেবে । বুমরা বল হাতে যেমন ওপেন করতে পারে তেমনই 35 ওভারে গিয়েও অধিনায়কের প্রত্যাশা পূরণ করতে পারে । যখন বিশেষ কিছুই প্রত্যাশিত থাকে না । সেইসঙ্গে ডেথ ওভারে ওর বোলিং ভারতকে বিশ্বকাপ এনে দিতে পারে ।"

লন্ডন, 24 জুন : ভারতীয় দলের বিশ্বজয়ের তুরুপের তাস জসপ্রীত বুমরা, মত অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের । বিশ্বকাপ শুরুর আগে থেকেই প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বিশেষজ্ঞরা বুমরাকে ভারতের বোলিং লাইন আপের সেরা হিসেবে চিহ্নিত করেছেন । আফগানিস্তান ম্যাচে সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন কোহলির দলের এই স্ট্রাইক বোলার । অন্তিম ওভারে মহম্মদ শামির হ্যাটট্রিকের মতোই সমান গুরুত্বপূর্ণ ছিল 29তম ওভারে দুই আফগান ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরানো ।

আর এই পারফরম্যান্স দেখে টুর্নামেন্টের মাঝপথেই জসপ্রীতকে নিয়ে তাঁর মত প্রকাশ করলেন ক্লার্ক । প্রাক্তন অজ়ি অধিনায়ক বলেন, "আমার মতে বুমরার খামতি কিছু নেই। ও যথেষ্ট ফিট । আশা রাখি ও এভাবেই বিশ্বকাপে ভারতের সাফল্যের একটা বড় অংশ হয়ে উঠবে ।" বুমরার বোলিংয়ে এমন কী বৈশিষ্ট্য রয়েছে, যার জন্য সমস্যায় পড়ে ব্যাটসম্যানরা ? উত্তরে 2015 বিশ্বজয়ী অজ়ি অধিনায়ক বলেন, "নতুন বলে সিমের সঙ্গে দুরন্ত সুইং ও মুভমেন্ট । পাশাপাশি মিডল ওভারগুলোতে পুরনো বলে বুমরার অতিরিক্ত গতি সমস্যায় ফেলে ব্যাটসম্যানদের ।"

একইসঙ্গে ক্লার্ক সংযোজন, "প্রথম থেকে ডেথ ওভার পর্যন্ত বুমরাহের বলে গতি সমানভাবে বজায় থাকে। যা প্রায় দেড়শো কিমির কাছাকাছি । পাশাপাশি ইয়র্কারেও অন্যান্যদের তুলনায় অনেক বেশি পারদর্শী সে । আর রিভার্স সুইংয়ের প্রশ্নে বুমরা তো একজন জিনিয়াস ।" পাশাপাশি বুমরার মতো অস্ত্র পেয়ে কোহলি যে দারুণ ভাগ্যবান সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি ।

ক্লার্কের কথায়, "একজন অধিনায়ক হিসেবে তুমি সবসময় চাইবে বুমরার মত একজন বোলারকে, যে প্রয়োজনের সময় তোমায় উইকেট এনে দেবে । বুমরা বল হাতে যেমন ওপেন করতে পারে তেমনই 35 ওভারে গিয়েও অধিনায়কের প্রত্যাশা পূরণ করতে পারে । যখন বিশেষ কিছুই প্রত্যাশিত থাকে না । সেইসঙ্গে ডেথ ওভারে ওর বোলিং ভারতকে বিশ্বকাপ এনে দিতে পারে ।"

New Delhi, June 24 (ANI): While speaking to ANI on Monday, Congress leader Adhir Ranjan Chowdhury on his remark in Lok Sabha said, "It is a misunderstanding, I didn't say 'naali', if PM is upset with it I'm sorry. I had no intention to hurt him. If PM is hurt I'll personally apologise to him. My Hindi is not good, by 'naali' I meant channel. A BJP MP compared Swami Vivekananda with PM due to a similarity in their names and put them on same pedestal, it hurts sentiments of Bengal. That's why I said 'you're provoking me, if you continue I'll say you're comparing Ganga with 'naali'. Earlier, Chowdhury in the Lok Sabha called PM Modi 'naali' when BJP MP compared him with Swami Vivekananda.
Last Updated : Jun 24, 2019, 11:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.