ম্যানচেস্টার, 7 জুলাই : দক্ষিণ আফ্রিকার কাছে 10 রানে হার স্বীকার অস্ট্রেলিয়ার । ফলে, গ্রুপে প্রথম হয়ে সেমিফাইনালে উঠল ভারত । মঙ্গলবার (9 জুলাই) ম্যানচেস্টারে প্রথম সেমিফাইনাল খেলবেন বিরাট কোহলিরা । প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড । অন্যদিকে, এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ।
গ্রুপ লিগের শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে উঠে গেছিল ভারত ও অস্ট্রেলিয়া । কিন্তু, কোন দল লিগ টেবিলের শীর্ষে থাকবে তা জানতে অপেক্ষা করতে হত শেষ ম্যাচ পর্যন্ত । সমীকরণটা সহজ ছিল । ভারত ও অস্ট্রেলিয়া দু'দলই জিতলে গ্রুপ শীর্ষে থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে অজ়িরা । আর অস্ট্রেলিয়ার হারে সুবিধা হত ভারতের । সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেই গ্রুপে প্রথম হবেন বিরাট কোহলিরা । এঅবস্থায় লিডসে রোহিত শর্মা ও কেএল রাহুলের জোড়া সেঞ্চুরির উপর ভর করে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারায় ভারত । এর ফলে, 9 ম্যাচে সাতটি জয় সহ ভারতের পয়েন্ট দাঁড়ায় 15 ।
-
India finish the #CWC19 group stages with a win!
— Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Rohit Sharma and KL Rahul's centuries made the chase into a cruise after Jasprit Bumrah's 3/37 kept Sri Lanka to 264/7#SLvIND pic.twitter.com/F8dNE0jSLe
">India finish the #CWC19 group stages with a win!
— Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019
Rohit Sharma and KL Rahul's centuries made the chase into a cruise after Jasprit Bumrah's 3/37 kept Sri Lanka to 264/7#SLvIND pic.twitter.com/F8dNE0jSLeIndia finish the #CWC19 group stages with a win!
— Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019
Rohit Sharma and KL Rahul's centuries made the chase into a cruise after Jasprit Bumrah's 3/37 kept Sri Lanka to 264/7#SLvIND pic.twitter.com/F8dNE0jSLe
অন্যদিকে, ম্যানচেস্টারে ফাফ ডু প্লেসির সেঞ্চুরি ও রাসি ভ্যান ডার ডুসেনের 95 রানের সৌজন্যে অস্ট্রেলিয়াকে 10 রানে হারায় প্রোটিয়ারা । অজ়িদের হারের ফলে গ্রুপ শীর্ষে শেষ করে ভারত । 14 পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে নেমে যায় অস্ট্রেলিয়া । এর ফলে, সেমিফাইনালে নিউজ়িল্যান্ডে বিরুদ্ধে খেলবে ভারত ।
-
WHAT A FINISH!
— Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
South Africa end on a high with a 10-run win against Australia and deny Finch's men a top-of-the-table spot! #AUSvSA | #CWC19 pic.twitter.com/0v8ssf93WG
">WHAT A FINISH!
— Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019
South Africa end on a high with a 10-run win against Australia and deny Finch's men a top-of-the-table spot! #AUSvSA | #CWC19 pic.twitter.com/0v8ssf93WGWHAT A FINISH!
— Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019
South Africa end on a high with a 10-run win against Australia and deny Finch's men a top-of-the-table spot! #AUSvSA | #CWC19 pic.twitter.com/0v8ssf93WG
চলতি বিশ্বকাপে ম্যানচেস্টারে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ভারত । একটি পাকিস্তান, অন্যটি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে । দুটি ম্যাচই দাপটের সঙ্গে জিতেছে ভারত । তাই পয়া মাঠে নিউজ়িল্যান্ডকে হারিয়ে বিরাটরা ফাইনালে উঠতে পারেন কি না সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেটভক্তরা ।
-
The final #CWC19 standings table!
— Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
A loss to South Africa in Manchester means Australia finish second on the points table behind India. pic.twitter.com/cIMNDM4utP
">The final #CWC19 standings table!
— Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019
A loss to South Africa in Manchester means Australia finish second on the points table behind India. pic.twitter.com/cIMNDM4utPThe final #CWC19 standings table!
— Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019
A loss to South Africa in Manchester means Australia finish second on the points table behind India. pic.twitter.com/cIMNDM4utP