ETV Bharat / sports

ধোনির গ্লাভস থেকে 'বলিদান ব্যাজ' সরানোর নির্দেশ ICC-র - world cup

ভারতের প্যারা স্পেশাল ফোর্সকে সম্মান জানাতে গ্লাভসে বলিদান ব্যাজ লাগিয়ে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি । এবার সেই ব্যাজ সরানোর নির্দেশ দিল ICC ।

dhoni
author img

By

Published : Jun 6, 2019, 8:53 PM IST

Updated : Jun 6, 2019, 9:29 PM IST

মুম্বই, 6 জুন : বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের জয়ের পাশাপাশি প্রশংসিত হয়েছে ধোনির কিপিং গ্লাভস । ভারতের প্যারা স্পেশাল ফোর্সকে সম্মান জানাতে গ্লাভসে একরকম ব্যাজ লাগিয়ে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি । নাম 'বলিদান ব্যাজ' । যা বেশ প্রশংসিত হয় ।

এবার বিতর্কের মুখে ধোনির এই পদক্ষেপ । গ্লাভস থেকে বলিদান ব্যাজ সরাতে BCCI-কে নির্দেশ দিল ICC । গতকাল বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে দেশের প্যারা স্পেশাল ফোর্সকে সম্মান জানাতে ত্রিশূলের মতো দেখতে তিনমুখী একটি লোগো তাঁর ব্যাজে লাগিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি । যা গতকাল ম্যাচ চলাকালীন নজরে পড়ে । বিশেষ করে সেটি নজরে আসে ফেলুকাওকে স্ট্যাম্প করার সময় । এরপর টুইটারে ধোনির এই পদক্ষেপ প্রশংসায় ভরে যায় ।

dhoni
এই ব্যাজ ছিল ধোনির গ্লাভসে

2011 সালে ধোনিকে আধা সামরিক বাহিনীর সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদে সম্মানিত করা হয় । তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয় । সম্প্রতি পুলওয়ামায় CRPF-র কনভয়ে হামলার পর শহিদদের শ্রদ্ধা জানাতে ভারতীয় দল সেনাবাহিনীর টুপি পড়েও খেলতে নেমেছিল । টুপি নিজের হাতে সবাইকে তুলে দিয়েছিলেন ধোনি ।

  • International Cricket Council (ICC) has requested Board of Control for Cricket in India (BCCI) to get the 'Balidaan Badge' or the regimental dagger insignia of the Indian Para Special Forces removed from Mahendra Singh Dhoni's wicket-keeping gloves. pic.twitter.com/63rOjsCooX

    — ANI (@ANI) June 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই, 6 জুন : বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের জয়ের পাশাপাশি প্রশংসিত হয়েছে ধোনির কিপিং গ্লাভস । ভারতের প্যারা স্পেশাল ফোর্সকে সম্মান জানাতে গ্লাভসে একরকম ব্যাজ লাগিয়ে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি । নাম 'বলিদান ব্যাজ' । যা বেশ প্রশংসিত হয় ।

এবার বিতর্কের মুখে ধোনির এই পদক্ষেপ । গ্লাভস থেকে বলিদান ব্যাজ সরাতে BCCI-কে নির্দেশ দিল ICC । গতকাল বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে দেশের প্যারা স্পেশাল ফোর্সকে সম্মান জানাতে ত্রিশূলের মতো দেখতে তিনমুখী একটি লোগো তাঁর ব্যাজে লাগিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি । যা গতকাল ম্যাচ চলাকালীন নজরে পড়ে । বিশেষ করে সেটি নজরে আসে ফেলুকাওকে স্ট্যাম্প করার সময় । এরপর টুইটারে ধোনির এই পদক্ষেপ প্রশংসায় ভরে যায় ।

dhoni
এই ব্যাজ ছিল ধোনির গ্লাভসে

2011 সালে ধোনিকে আধা সামরিক বাহিনীর সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদে সম্মানিত করা হয় । তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয় । সম্প্রতি পুলওয়ামায় CRPF-র কনভয়ে হামলার পর শহিদদের শ্রদ্ধা জানাতে ভারতীয় দল সেনাবাহিনীর টুপি পড়েও খেলতে নেমেছিল । টুপি নিজের হাতে সবাইকে তুলে দিয়েছিলেন ধোনি ।

  • International Cricket Council (ICC) has requested Board of Control for Cricket in India (BCCI) to get the 'Balidaan Badge' or the regimental dagger insignia of the Indian Para Special Forces removed from Mahendra Singh Dhoni's wicket-keeping gloves. pic.twitter.com/63rOjsCooX

    — ANI (@ANI) June 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Sikar (Rajasthan), Jun 06 (ANI): While speaking to mediapersons, Rajasthan Education Minister, Govind Singh Dotasara on Thursday said that Deendayal Upadhyay's name will not be dropped from the school scholarship name. He said, "The government has ordered that the name of the exam will not be changed and it will continue to be known by the same name in future." Dotasara's response comes after it was reported that Rajasthan CM Ashok Gehlot's government has decided to drop the name of Upadhyay from a school scholarship test known as Pandit Deen Dayal Talent Search Exam.

Last Updated : Jun 6, 2019, 9:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.