ETV Bharat / sports

"বলিদান" প্রতীক বিতর্কে ধোনির পাশে BCCI - bcci coa chief

ধোনির পাশে BCCI । সেনার প্রতীকের ব্যাখ্যা দিয়ে ICC-কে আবেদন COA প্রধান বিনোদ রাইয়ের।

মহেন্দ্র সিং ধোনি
author img

By

Published : Jun 7, 2019, 1:50 PM IST

Updated : Jun 7, 2019, 2:05 PM IST

মুম্বই, 7 জুন : কিপিং গ্লাভস বিতর্কে মহেন্দ্র সিং ধোনির পাশে দাঁড়াল BCCI । আজ BCCI-এর COA প্রধান বিনোদ রাই জানিয়েছেন, ধোনি "বলিদান" প্রতীক সহ গ্লাভস ব্যবহার করতে পারবেন। তিনি বলেন, ধোনি ভারতীয় স্থল সেনার সাম্মানিক লেফটেনন্ট কর্নেল পদে রয়েছেন।

ভারতীয় প্যারা মিলিটারির এই "বলিদান" প্রতীক তাঁদের ত্যাগের পরিচয় দেয়। এই প্রতীক কোনও রাজনৈতিক, বাণিজ্যিক প্রতীক নয় । এছাড়ও এই প্রতীক কোনওরকম ধর্মীয় বার্তা বহন করে না । তাই এই প্রতীক ICC-র কোড এফ এথিক্স ভায়োলেট করেনি। বলিদান প্রতীক পরে কোনও কিছুর প্রোমোশন করেননি ধোনি ।

বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত। এই ম্যাচে ভারতীয় দলের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক ধোনিকে দেখা যায় বিশেষ গ্লাভস পরে খেলতে। এই গ্লাভসে ভারতীয় প্যারা স্পেশাল ফোর্সের প্রতীক রয়েছে । এরপরই নেটিজেনরা ঝড় তোলে। প্রশংসায় ভরিয়ে দেয় মাহিকে।

নড়েচড়ে বসে ICC। গতকাল ICC -র পক্ষ থেকে BCCI-কে নির্দেশ দেওয়া হয় ধোনির গ্লাভস থেকে এই প্রতীক সরিয়ে ফেলতে। তার জবাবে আজ BCCI- এর তরফে অফিশিয়ালি ICC-র কাছে জানানো হল ধোনি এই গ্লাভ্স পরে কোনও ভুল করেননি । তাঁকে এই গ্লাভস পরে খেলতে দেওয়া হোক ।

মুম্বই, 7 জুন : কিপিং গ্লাভস বিতর্কে মহেন্দ্র সিং ধোনির পাশে দাঁড়াল BCCI । আজ BCCI-এর COA প্রধান বিনোদ রাই জানিয়েছেন, ধোনি "বলিদান" প্রতীক সহ গ্লাভস ব্যবহার করতে পারবেন। তিনি বলেন, ধোনি ভারতীয় স্থল সেনার সাম্মানিক লেফটেনন্ট কর্নেল পদে রয়েছেন।

ভারতীয় প্যারা মিলিটারির এই "বলিদান" প্রতীক তাঁদের ত্যাগের পরিচয় দেয়। এই প্রতীক কোনও রাজনৈতিক, বাণিজ্যিক প্রতীক নয় । এছাড়ও এই প্রতীক কোনওরকম ধর্মীয় বার্তা বহন করে না । তাই এই প্রতীক ICC-র কোড এফ এথিক্স ভায়োলেট করেনি। বলিদান প্রতীক পরে কোনও কিছুর প্রোমোশন করেননি ধোনি ।

বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত। এই ম্যাচে ভারতীয় দলের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক ধোনিকে দেখা যায় বিশেষ গ্লাভস পরে খেলতে। এই গ্লাভসে ভারতীয় প্যারা স্পেশাল ফোর্সের প্রতীক রয়েছে । এরপরই নেটিজেনরা ঝড় তোলে। প্রশংসায় ভরিয়ে দেয় মাহিকে।

নড়েচড়ে বসে ICC। গতকাল ICC -র পক্ষ থেকে BCCI-কে নির্দেশ দেওয়া হয় ধোনির গ্লাভস থেকে এই প্রতীক সরিয়ে ফেলতে। তার জবাবে আজ BCCI- এর তরফে অফিশিয়ালি ICC-র কাছে জানানো হল ধোনি এই গ্লাভ্স পরে কোনও ভুল করেননি । তাঁকে এই গ্লাভস পরে খেলতে দেওয়া হোক ।

Jaipur (Rajasthan), June 07 (ANI): Rajasthan Bharatiya Janata Party (BJP) chief Madan Lal Saini on Thursday claimed that Mughal Emperor Akbar set up Meena Bazaar and used go there in "disguise and do misdeeds." While addressing an event in Jaipur, Madan Lal Saini said, "Akbar had set up Meena Bazaar. Women used to do all the work there and men were not allowed. The way Akbar used to go there in disguise and do misdeeds, it is recorded in history." "Akbar wanted to molest Kiran Devi but she was alert, she slammed him on the ground and put a dagger on his chest. Akbar had begged for his life saying, 'Baadshah of Hindustan is below your feet'. After this incident, Meena Bazaar was closed down," he added. Saini was speaking on the occasion of Maharana Pratap Jayanti.
Last Updated : Jun 7, 2019, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.