ETV Bharat / sports

"মনে হচ্ছিল খুনের অপরাধ করেছি", বিশ্বকাপ ফাইনালের হার নিয়ে স্মৃতিচারণা যুবির - টি-20 বিশ্বকাপ

সেই ম্যাচে 21 বলে মাত্র 11টি রান তুলতে পেরেছিলেন যুবরাজ সিং । বিশ্বকাপের মতো মঞ্চে যুবির এই মন্থর ব্যাটিং মোটেও মেনে নিতে পারেনি ভারতীয় সমর্থকরা ।

Yuvraj
Yuvraj
author img

By

Published : May 13, 2020, 7:48 PM IST

মুম্বই, 13 মে: 2007 টি-20 বিশ্বকাপ হোক বা 2011 সালে ওয়ান ডে বিশ্বকাপ । দুটি টুর্নামেন্টেই দুর্দান্ত পারফরমেন্স দিয়ে দেশের বিশ্বকাপ জয়ে অবদান রেখেছিলেন যুবরাজ সিং । তাই 2014 সালের টি-20 বিশ্বকাপে ঢাকার স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা ফাইনালেও পঞ্জাব পুত্তরের প্রতি ভারতীয় সমর্থকদের ভরসা ছিল পুরোমাত্রায় । কিন্তু সেই ভরসার দাম দিতে পারেননি যুবি । উলটে তাঁর মন্থর ব্যাটিংয়ে কুড়ি-বিশের বিশ্বকাপ হাতছাড়া করতে হয়েছিল ভারতকে । সেইসময়কার পরিস্থিতি বর্ণনা করতে গিয়েছে যুবি বলেছেন, "আমার মনে হচ্ছিল কেরিয়ারটাই বুঝি শেষ হয়ে গেল ।"

সেই ম্যাচে 21 বলে মাত্র 11টি রান তুলতে পেরেছিলেন যুবরাজ সিং । ফল যা হওয়ার তাই হয়েছিল । 20 ওভারে চার উইকেট খুইয়ে মাত্র 130 রান তোলে ভারত । শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে ফাইনাল হারের দায় এসে পড়েছিল যুবির ঘাড়ে । বিশ্বকাপের মতো মঞ্চে যুবির এই মন্থর ব্যাটিং মোটেও মেনে নিতে পারেনি ভারতীয় সমর্থকরা । ফ্যানেদের রোষ আর সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়ে যুবির তখন নিজেকে ভিলেন মনে হচ্ছিল । 38 বছরের এই প্রাক্তন ব্যাটসম্যান 2014 টি-20 ফাইনালের পরের পরিস্থিতি নিয়ে বলেছেন, "আমি এই হারের দায় নিজের ঘাড়েই নিয়েছিলাম । মোটেও ভাল খেলতে পারিনি । দুর্ভাগ্যবশত সেটা ছিল বিশ্বকাপ ফাইনাল । বাড়ি ফেরার পর নিজেকে ভিলেন মনে হচ্ছিল । কানে হেডফোন লাগিয়ে বিমানবন্দরে নেমেছিলাম । সংবাদমাধ্যম আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিল ।"

যুবরাজ সিং
যুবরাজ সিং

হারের স্মৃতিতে ডুবে যাওয়া যুবি আরও বলেন, "আমার বাড়িতে কারা যেন পাথর ছুড়েছিল । মনে হচ্ছিল কাউকে খুন করে ফেলেছি । আমাকে এবার জেলে যেতে হবে । ভেবেছিলাম এখানেই হয়তো শেষ হয়ে গেল কেরিয়ার । তবে সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করে এনেছিলাম । এখনও মনে পড়ে সেদিন সচিন তেন্ডুলকর আমাকে নিয়ে টুইট করেছিলেন । তারপর ফ্যানদের রাগ কমে। নিজেকে বুঝিয়েছিলাম, একদিন ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে দেশকে গর্বিত করেছি । কেরিয়ার শেষ হওয়ার কথা ভাবা উচিত নয় । "

মুম্বই, 13 মে: 2007 টি-20 বিশ্বকাপ হোক বা 2011 সালে ওয়ান ডে বিশ্বকাপ । দুটি টুর্নামেন্টেই দুর্দান্ত পারফরমেন্স দিয়ে দেশের বিশ্বকাপ জয়ে অবদান রেখেছিলেন যুবরাজ সিং । তাই 2014 সালের টি-20 বিশ্বকাপে ঢাকার স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা ফাইনালেও পঞ্জাব পুত্তরের প্রতি ভারতীয় সমর্থকদের ভরসা ছিল পুরোমাত্রায় । কিন্তু সেই ভরসার দাম দিতে পারেননি যুবি । উলটে তাঁর মন্থর ব্যাটিংয়ে কুড়ি-বিশের বিশ্বকাপ হাতছাড়া করতে হয়েছিল ভারতকে । সেইসময়কার পরিস্থিতি বর্ণনা করতে গিয়েছে যুবি বলেছেন, "আমার মনে হচ্ছিল কেরিয়ারটাই বুঝি শেষ হয়ে গেল ।"

সেই ম্যাচে 21 বলে মাত্র 11টি রান তুলতে পেরেছিলেন যুবরাজ সিং । ফল যা হওয়ার তাই হয়েছিল । 20 ওভারে চার উইকেট খুইয়ে মাত্র 130 রান তোলে ভারত । শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে ফাইনাল হারের দায় এসে পড়েছিল যুবির ঘাড়ে । বিশ্বকাপের মতো মঞ্চে যুবির এই মন্থর ব্যাটিং মোটেও মেনে নিতে পারেনি ভারতীয় সমর্থকরা । ফ্যানেদের রোষ আর সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়ে যুবির তখন নিজেকে ভিলেন মনে হচ্ছিল । 38 বছরের এই প্রাক্তন ব্যাটসম্যান 2014 টি-20 ফাইনালের পরের পরিস্থিতি নিয়ে বলেছেন, "আমি এই হারের দায় নিজের ঘাড়েই নিয়েছিলাম । মোটেও ভাল খেলতে পারিনি । দুর্ভাগ্যবশত সেটা ছিল বিশ্বকাপ ফাইনাল । বাড়ি ফেরার পর নিজেকে ভিলেন মনে হচ্ছিল । কানে হেডফোন লাগিয়ে বিমানবন্দরে নেমেছিলাম । সংবাদমাধ্যম আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিল ।"

যুবরাজ সিং
যুবরাজ সিং

হারের স্মৃতিতে ডুবে যাওয়া যুবি আরও বলেন, "আমার বাড়িতে কারা যেন পাথর ছুড়েছিল । মনে হচ্ছিল কাউকে খুন করে ফেলেছি । আমাকে এবার জেলে যেতে হবে । ভেবেছিলাম এখানেই হয়তো শেষ হয়ে গেল কেরিয়ার । তবে সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করে এনেছিলাম । এখনও মনে পড়ে সেদিন সচিন তেন্ডুলকর আমাকে নিয়ে টুইট করেছিলেন । তারপর ফ্যানদের রাগ কমে। নিজেকে বুঝিয়েছিলাম, একদিন ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে দেশকে গর্বিত করেছি । কেরিয়ার শেষ হওয়ার কথা ভাবা উচিত নয় । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.