ETV Bharat / sports

বাবার সঙ্গে একমত নন, জন্মদিনে কৃষকদের সমস্যার সমাধান প্রার্থনা যুবির - yuvraj singh tweet

কৃষক আন্দোলনে পৌঁছে হিন্দুদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন যুবরাজের বাবা যোগরাজ সিং ।

yuvraj singh supports farmers in his birthday post and diatances himself from father yograj singh's views
yuvraj singh supports farmers in his birthday post and diatances himself from father yograj singh's views
author img

By

Published : Dec 12, 2020, 11:54 AM IST

মুম্বই, 12 ডিসেম্বর : 39 বছরে পা দিলেন দেশের প্রাক্তন ওপেনার যুবরাজ সিং । জন্মদিনের এই শুভলগ্নে কৃষকদের সমস্যার সমাধান প্রার্থনা করলেন তিনি । এছাড়া কৃষক আন্দোলন নিয়ে বাবা যোগরাজ সিংয়ের মন্তব্যের সঙ্গে একমত নন, তাও স্পষ্ট করে দেন যুবি ।

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল দেশের রাজধানী । দেশের বিভিন্ন রাজ্যের কৃষকরা একজোট হয়ে এই আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন । কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে । কিন্তু, এখনও সমস্যার সমাধান হয়নি । জন্মদিনে সোশাল মিডিয়ায় পোস্ট করা বিবৃতিতে যুবরাজ লিখেছেন, "জন্মদিনে নিজের ইচ্ছেপূরণের একটা সুযোগ থাকে । আর এবারের জন্মদিনটা উদযাপন করার পরিবর্তে প্রার্থনা করব যাতে কৃষক ও কেন্দ্রের মধ্যে চলা আলোচনা খুব তাড়াতাড়ি একটা সমাধানে পৌঁছায় ।"

আরও পড়ুন : ফিট রোহিত যাচ্ছেন অস্ট্রেলিয়া

কয়েকদিন আগে কৃষক আন্দোলনে পৌঁছে হিন্দুদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন যুবরাজের বাবা যোগরাজ সিং । সেই ভিডিয়ো ভাইরাল হতেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে যোগরাজ সিংকে গ্রেপ্তারের দাবি ওঠে । বাবার সেই মন্তব্যে হতাশ যুবি । পাশাপাশি তিনি যে একমত নন তাও স্পষ্ট করে দেন । যুবি লিখেছেন, "যোগরাজ সিংয়ের মন্তব্যে আমি খুব দুঃখিত এবং হতাশ । আমি স্পষ্ট করে দিতে চাই যে এটা তাঁর ব্যক্তিগত মতামত । আমি এর সঙ্গে একমত নই ।"

মুম্বই, 12 ডিসেম্বর : 39 বছরে পা দিলেন দেশের প্রাক্তন ওপেনার যুবরাজ সিং । জন্মদিনের এই শুভলগ্নে কৃষকদের সমস্যার সমাধান প্রার্থনা করলেন তিনি । এছাড়া কৃষক আন্দোলন নিয়ে বাবা যোগরাজ সিংয়ের মন্তব্যের সঙ্গে একমত নন, তাও স্পষ্ট করে দেন যুবি ।

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল দেশের রাজধানী । দেশের বিভিন্ন রাজ্যের কৃষকরা একজোট হয়ে এই আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন । কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে । কিন্তু, এখনও সমস্যার সমাধান হয়নি । জন্মদিনে সোশাল মিডিয়ায় পোস্ট করা বিবৃতিতে যুবরাজ লিখেছেন, "জন্মদিনে নিজের ইচ্ছেপূরণের একটা সুযোগ থাকে । আর এবারের জন্মদিনটা উদযাপন করার পরিবর্তে প্রার্থনা করব যাতে কৃষক ও কেন্দ্রের মধ্যে চলা আলোচনা খুব তাড়াতাড়ি একটা সমাধানে পৌঁছায় ।"

আরও পড়ুন : ফিট রোহিত যাচ্ছেন অস্ট্রেলিয়া

কয়েকদিন আগে কৃষক আন্দোলনে পৌঁছে হিন্দুদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন যুবরাজের বাবা যোগরাজ সিং । সেই ভিডিয়ো ভাইরাল হতেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে যোগরাজ সিংকে গ্রেপ্তারের দাবি ওঠে । বাবার সেই মন্তব্যে হতাশ যুবি । পাশাপাশি তিনি যে একমত নন তাও স্পষ্ট করে দেন । যুবি লিখেছেন, "যোগরাজ সিংয়ের মন্তব্যে আমি খুব দুঃখিত এবং হতাশ । আমি স্পষ্ট করে দিতে চাই যে এটা তাঁর ব্যক্তিগত মতামত । আমি এর সঙ্গে একমত নই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.