মুম্বই, 12 ডিসেম্বর : 39 বছরে পা দিলেন দেশের প্রাক্তন ওপেনার যুবরাজ সিং । জন্মদিনের এই শুভলগ্নে কৃষকদের সমস্যার সমাধান প্রার্থনা করলেন তিনি । এছাড়া কৃষক আন্দোলন নিয়ে বাবা যোগরাজ সিংয়ের মন্তব্যের সঙ্গে একমত নন, তাও স্পষ্ট করে দেন যুবি ।
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তাল দেশের রাজধানী । দেশের বিভিন্ন রাজ্যের কৃষকরা একজোট হয়ে এই আইন প্রত্যাহারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন । কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে । কিন্তু, এখনও সমস্যার সমাধান হয়নি । জন্মদিনে সোশাল মিডিয়ায় পোস্ট করা বিবৃতিতে যুবরাজ লিখেছেন, "জন্মদিনে নিজের ইচ্ছেপূরণের একটা সুযোগ থাকে । আর এবারের জন্মদিনটা উদযাপন করার পরিবর্তে প্রার্থনা করব যাতে কৃষক ও কেন্দ্রের মধ্যে চলা আলোচনা খুব তাড়াতাড়ি একটা সমাধানে পৌঁছায় ।"
- — Yuvraj Singh (@YUVSTRONG12) December 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Yuvraj Singh (@YUVSTRONG12) December 11, 2020
">— Yuvraj Singh (@YUVSTRONG12) December 11, 2020
আরও পড়ুন : ফিট রোহিত যাচ্ছেন অস্ট্রেলিয়া
কয়েকদিন আগে কৃষক আন্দোলনে পৌঁছে হিন্দুদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন যুবরাজের বাবা যোগরাজ সিং । সেই ভিডিয়ো ভাইরাল হতেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে যোগরাজ সিংকে গ্রেপ্তারের দাবি ওঠে । বাবার সেই মন্তব্যে হতাশ যুবি । পাশাপাশি তিনি যে একমত নন তাও স্পষ্ট করে দেন । যুবি লিখেছেন, "যোগরাজ সিংয়ের মন্তব্যে আমি খুব দুঃখিত এবং হতাশ । আমি স্পষ্ট করে দিতে চাই যে এটা তাঁর ব্যক্তিগত মতামত । আমি এর সঙ্গে একমত নই ।"