ETV Bharat / sports

বাবা হলেন ঋদ্ধিমান - wriddhiman saha

নিউজ়িল্যান্ড সফরে মাঠে নামার সুযোগ পাননি ঋদ্ধি ৷ বিষণ্ণ মনে দেশে ফিরলেও সন্তানের আগমন সব হতাশাকে ধুয়ে দিয়েছে এক লহমায় ৷

wriddhiman-saha
ঋদ্ধিমান
author img

By

Published : Mar 6, 2020, 11:51 PM IST

কলকাতা, 6 মার্চ : পুত্রসন্তানের বাবা হলেন ঋদ্ধিমান সাহা ৷ শুক্রবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন ঋদ্ধিমানের স্ত্রী রোমি সাহা ৷

সোমবার 13 বছর পর রণজি ট্রফির ফাইনাল খেলতে নামবে বাংলা ৷ সৌরাষ্ট্রের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে খেলবেন ঋদ্ধিও ৷ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যানকে ছাড়াই শুক্রবার সকালেই গোটা দল রাজকোটে পৌঁছে গিয়েছে ৷ সম্প্রতি নিউজ়িল্যান্ড থেকে ফিরেছেন ঋদ্ধিমান ৷ তারমধ্যেই সুখবর এল সাহা পরিবারে ৷ দ্বিতীয়বারের জন্য বাবা হলেন পাপালি ৷ তাঁর একটি কন্যা সন্তান রয়েছে ৷

শুক্রবার রাতে টুইট করে অনুরাগীদের এই খবর জানান তিনি ৷ সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে হাসিমুখে তোলা সেই ছবি পোস্ট করে ঋদ্ধি লিখেছেন, "কোলে এল আমাদের ছোট্ট সোনা ৷ আমি, রোমি এবং বড় দিদি আনভি এই পৃথিবীতে আমাদের ছোট্ট ছেলেকে স্বাগত জানাতে পেরে খুব খুশি ৷" জানা গিয়েছে, মা ও সন্তান দু'জনেই সুস্থ রয়েছে ৷

নিউজ়িল্যান্ড সফরে মাঠে নামার সুযোগ পাননি ঋদ্ধি ৷ তাঁর পরিবর্তে ঋষভ পন্থ সুযোগ পাওয়ায় বিতর্ক শুরু হয়েছিল ৷ ঋদ্ধির কেরিয়ার নিয়ে ছেলেখেলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন দেশের প্রাক্তন ক্রিকেটাররা ৷ বিষণ্ণ মনে দেশে ফিরলেও সন্তানের আগমন সব হতাশাকে ধুয়ে দিয়েছে এক লহমায় ৷

কলকাতা, 6 মার্চ : পুত্রসন্তানের বাবা হলেন ঋদ্ধিমান সাহা ৷ শুক্রবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন ঋদ্ধিমানের স্ত্রী রোমি সাহা ৷

সোমবার 13 বছর পর রণজি ট্রফির ফাইনাল খেলতে নামবে বাংলা ৷ সৌরাষ্ট্রের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে খেলবেন ঋদ্ধিও ৷ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যানকে ছাড়াই শুক্রবার সকালেই গোটা দল রাজকোটে পৌঁছে গিয়েছে ৷ সম্প্রতি নিউজ়িল্যান্ড থেকে ফিরেছেন ঋদ্ধিমান ৷ তারমধ্যেই সুখবর এল সাহা পরিবারে ৷ দ্বিতীয়বারের জন্য বাবা হলেন পাপালি ৷ তাঁর একটি কন্যা সন্তান রয়েছে ৷

শুক্রবার রাতে টুইট করে অনুরাগীদের এই খবর জানান তিনি ৷ সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে হাসিমুখে তোলা সেই ছবি পোস্ট করে ঋদ্ধি লিখেছেন, "কোলে এল আমাদের ছোট্ট সোনা ৷ আমি, রোমি এবং বড় দিদি আনভি এই পৃথিবীতে আমাদের ছোট্ট ছেলেকে স্বাগত জানাতে পেরে খুব খুশি ৷" জানা গিয়েছে, মা ও সন্তান দু'জনেই সুস্থ রয়েছে ৷

নিউজ়িল্যান্ড সফরে মাঠে নামার সুযোগ পাননি ঋদ্ধি ৷ তাঁর পরিবর্তে ঋষভ পন্থ সুযোগ পাওয়ায় বিতর্ক শুরু হয়েছিল ৷ ঋদ্ধির কেরিয়ার নিয়ে ছেলেখেলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন দেশের প্রাক্তন ক্রিকেটাররা ৷ বিষণ্ণ মনে দেশে ফিরলেও সন্তানের আগমন সব হতাশাকে ধুয়ে দিয়েছে এক লহমায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.