ETV Bharat / sports

স্যালাইভা নিষিদ্ধ হলেও রিভার্স সুইংয়ে সমস্যা হবে না শামির

কোরোনা সংক্রমণ ঠেকাতে বলে স্যালাইভার ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে ICC-ক্রিকেট কমিটি ৷ এই নিয়ে সারা বিশ্বের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের মতামত ব্যক্ত করেছেন ৷

স্যালাইভা নিষিদ্ধ হলেও রিভার্স সুইংয়ে সমস্যা হবে না শামির
স্যালাইভা নিষিদ্ধ হলেও রিভার্স সুইংয়ে সমস্যা হবে না শামির
author img

By

Published : Jun 3, 2020, 12:38 PM IST

দিল্লি, 3 জুন: বলে পালিশ থাকলেই হবে ৷ তাহলে স্যালাইভার ব্যবহার ছাড়াই রিভার্স সুইং করতে পারবেন ভারতীয় পেস ব্যাটারি মহম্মদ শামি ৷ সম্প্রতি ইনস্টাগ্রাম চ্যাটে এমনটাই জানিয়েছেন তিনি ৷

কোরোনা সংক্রমণ ঠেকাতে বলে স্যালাইভার ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে ICC-ক্রিকেট কমিটি ৷ এই নিয়ে সারা বিশ্বের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের মতামত ব্যক্ত করেছেন ৷ ভারতীয় দলের পেস ব্রিগেডের অন্যতম অস্ত্র মহম্মদ শামির কী মত ? ইনস্টাগ্রাম লাইভ সেশনে শামি বলেছেন, "সমস্যা একটু হবে ৷ কারণ ছোটোবেলা থেকে বল থুতু দিয়ে পালিশ করতে অভ্যস্ত ৷ ফাস্ট বোলারদের এটা একটা অভ্যাস ৷ তবে শুকনো বলের পালিশ ঠিক থাকলে রিভার্স সুইং করবেই ৷"

সংক্রমণ ঠেকাতে থুতুর পরিবর্তে ঘাম ব্যবহার করার কথা বলেছে অনিল কুম্বলের নেতৃত্বাধীন ICC-র ক্রিকেট কমিটি ৷ এতে খুব একটা লাভ হবে বলে মনে করছেন না শামি ৷ তাঁর কথায়, "ঘাম এবং থুতুর দুরকমভাবে কাজ করে ৷ আমার মনে হয় না এতে কোনও কাজ হবে বলে ৷ বল পালিশ করতে থুতু ছাড়া অন্য কিছুর ব্যবহার করিনি ৷ তবে কোরোনা প্যানডেমিকের কারণে এর ব্যবহার বন্ধ করা প্রয়োজন ৷"

দীর্ঘদিন ধরে বল ছুঁয়ে দেখেননি ৷ বঙ্গ পেসার বলছেন বিশ্বকাপের মতো ইভেন্টে যাওয়ার আগে 10-15 দিনের ক্যাম্প অথবা এক দুটো সিরিজ় হওয়া প্রয়োজন ৷ তাঁর কথায়, "আমরা মেশিন নই যে সুইচ অফ বা অন করলেই কাজ হবে ৷ একজন ক্রীড়াবিদের শরীর ছন্দে ফিরতে সময় নেয় ৷"

দিল্লি, 3 জুন: বলে পালিশ থাকলেই হবে ৷ তাহলে স্যালাইভার ব্যবহার ছাড়াই রিভার্স সুইং করতে পারবেন ভারতীয় পেস ব্যাটারি মহম্মদ শামি ৷ সম্প্রতি ইনস্টাগ্রাম চ্যাটে এমনটাই জানিয়েছেন তিনি ৷

কোরোনা সংক্রমণ ঠেকাতে বলে স্যালাইভার ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে ICC-ক্রিকেট কমিটি ৷ এই নিয়ে সারা বিশ্বের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের মতামত ব্যক্ত করেছেন ৷ ভারতীয় দলের পেস ব্রিগেডের অন্যতম অস্ত্র মহম্মদ শামির কী মত ? ইনস্টাগ্রাম লাইভ সেশনে শামি বলেছেন, "সমস্যা একটু হবে ৷ কারণ ছোটোবেলা থেকে বল থুতু দিয়ে পালিশ করতে অভ্যস্ত ৷ ফাস্ট বোলারদের এটা একটা অভ্যাস ৷ তবে শুকনো বলের পালিশ ঠিক থাকলে রিভার্স সুইং করবেই ৷"

সংক্রমণ ঠেকাতে থুতুর পরিবর্তে ঘাম ব্যবহার করার কথা বলেছে অনিল কুম্বলের নেতৃত্বাধীন ICC-র ক্রিকেট কমিটি ৷ এতে খুব একটা লাভ হবে বলে মনে করছেন না শামি ৷ তাঁর কথায়, "ঘাম এবং থুতুর দুরকমভাবে কাজ করে ৷ আমার মনে হয় না এতে কোনও কাজ হবে বলে ৷ বল পালিশ করতে থুতু ছাড়া অন্য কিছুর ব্যবহার করিনি ৷ তবে কোরোনা প্যানডেমিকের কারণে এর ব্যবহার বন্ধ করা প্রয়োজন ৷"

দীর্ঘদিন ধরে বল ছুঁয়ে দেখেননি ৷ বঙ্গ পেসার বলছেন বিশ্বকাপের মতো ইভেন্টে যাওয়ার আগে 10-15 দিনের ক্যাম্প অথবা এক দুটো সিরিজ় হওয়া প্রয়োজন ৷ তাঁর কথায়, "আমরা মেশিন নই যে সুইচ অফ বা অন করলেই কাজ হবে ৷ একজন ক্রীড়াবিদের শরীর ছন্দে ফিরতে সময় নেয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.