ETV Bharat / sports

টেস্টে শীর্ষে কোহলি, ৭ পয়েন্ট ব্যবধানে দুইয়ে উইলিয়ামসন - cricket

৯২২ রেটিং পয়েন্ট নিয়ে ICC টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান ধরে রাখলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে, ৯১৫ রেটিং পয়েন্ট নিয়ে বিরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন নিউজ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

author img

By

Published : Mar 5, 2019, 10:43 AM IST

মুম্বই, ৫ মার্চ : ৯২২ রেটিং পয়েন্ট নিয়ে ICC টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান ধরে রাখলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে, ৯১৫ রেটিং পয়েন্ট নিয়ে বিরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন নিউজ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৮৮১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আর এক ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।

বাংলাদেশের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ়ের প্রথম ম্যচে ৭১৫ রানের বিশাল স্কোর করেছিল কিউয়িরা। তাতে কিউয়ি ক্যাপ্টেন উইলিয়ামসনের অবদান ছিল অপরাজিত ২০০। যার সুবাদে পেয়েছিলেন প্লেয়ার অফ দা ম্যাচের অ্যাওয়ার্ডও। এবং সেই পারফরম্যান্সের সৌজন্যে তাঁর রেটিং পয়েন্ট ৮৯৭ থেকে বেড়ে ৯১৫ হয়।

কোহলির সঙ্গে নিউজ়িল্যান্ড অধিনায়কের পয়েন্টের ফারাক এখন মাত্র ৭। বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজ়ে এখনও দুটো টেস্ট হাতে রয়েছে উইলিয়ামসনের। ফলে, ২০১৫ সালের পর আবার টেস্ট ব়্যাঙ্কিংয়ে তাঁর শীর্ষস্থানে উঠে আসার সম্ভাবনা রয়েছে। রিচার্ড হ্যাডলির পর নিউজ়িল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৯০০ রেটিং পয়েন্টের বেশি পেলেন কেন উইলিয়ামসন।

মুম্বই, ৫ মার্চ : ৯২২ রেটিং পয়েন্ট নিয়ে ICC টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থান ধরে রাখলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে, ৯১৫ রেটিং পয়েন্ট নিয়ে বিরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন নিউজ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৮৮১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আর এক ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।

বাংলাদেশের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ়ের প্রথম ম্যচে ৭১৫ রানের বিশাল স্কোর করেছিল কিউয়িরা। তাতে কিউয়ি ক্যাপ্টেন উইলিয়ামসনের অবদান ছিল অপরাজিত ২০০। যার সুবাদে পেয়েছিলেন প্লেয়ার অফ দা ম্যাচের অ্যাওয়ার্ডও। এবং সেই পারফরম্যান্সের সৌজন্যে তাঁর রেটিং পয়েন্ট ৮৯৭ থেকে বেড়ে ৯১৫ হয়।

কোহলির সঙ্গে নিউজ়িল্যান্ড অধিনায়কের পয়েন্টের ফারাক এখন মাত্র ৭। বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজ়ে এখনও দুটো টেস্ট হাতে রয়েছে উইলিয়ামসনের। ফলে, ২০১৫ সালের পর আবার টেস্ট ব়্যাঙ্কিংয়ে তাঁর শীর্ষস্থানে উঠে আসার সম্ভাবনা রয়েছে। রিচার্ড হ্যাডলির পর নিউজ়িল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৯০০ রেটিং পয়েন্টের বেশি পেলেন কেন উইলিয়ামসন।


Dehradun (Uttarakhand), Mar 04 (ANI): While addressing ex-servicemen in Dehradun, Union Defence Minister Nirmala Sitharaman said, "I request you to please don't believe in people who spread rumours, please be aware. We need to reject those who use simplicity and sincerity of soldiers to mislead."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.