ETV Bharat / sports

উইলিয়ামস আমাকে ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছে : রয় কৃষ্ণ

‘‘ডেভিড উইলিয়ামস একজন দারুণ খেলোয়াড় । ওর সঙ্গে খেলে ফুটবলার হিসেবে আমার উন্নতি হয়েছে ৷" বক্তা রয় কৃষ্ণ ৷ জামশেদপুর FC -র বিরুদ্ধে জোড়া গোল করে নায়ক কৃষ্ণ ৷ তবে তা নিয়ে আত্মতুষ্ট নন তিনি ৷ ব্যক্তিগত নয়, দলের ভালো খেলার উপর জোর তাঁর ৷

সেরা রয় কৃষ্ণ
author img

By

Published : Nov 11, 2019, 8:28 AM IST

কলকাতা, 11 নভেম্বর : চার ম্যাচে 9 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ISL -র পয়েন্ট টেবিলে সবার উপরে ATK ৷ শেষ তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক করে দ্বিতীয় স্থানে থাকা গোয়া FC -র থেকে 1 পয়েন্টে এগিয়ে টিম হাবাস ৷ 4 ম্যাচে স্কোর বোর্ডে জ্বলজ্বল করছে 10 টি গোল ৷ আর এই গোলের নেপথ্যে দুই অভিন্ন হৃদয় বন্ধু ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণ ও অস্ট্রেলিয়ার ডেভিড উইলিয়ামস ৷ অস্ট্রেলিয়ার A লিগের ওয়েলিংটন ফোনেক্সের প্রাক্তন দুই স্ট্রাইকার এখন ফুল ফোটাছেন ISL -র লাল-সাদা জার্সিতে ৷

ISL -র সর্বোচ্চ গোলদাতার দৌড়ে সবার উপরে আছেন ATK -র তিন স্ট্রাইকার ৷ রয়েছেন রয় কৃষ্ণও ৷ ইতিমধ্যেই 3টি গোল করেছে ৷ ও একটি গোলে সাহায্য করেছেন ৷ তবে এই সাফল্যের কৃতিত্ব একা নিতে চান না ফিজিয়ান স্ট্রাইকার ৷ তাঁর এই সাফল্য বন্ধু ডেভিড উইলিয়ামসের সঙ্গে ভাগ করে নিতে চান ৷

roy krishna at its best
জামশেদপুরের বিরুদ্ধে দুরন্ত রয় কৃষ্ণ

ডেভিড তাঁকে ভালো ফুটবলার হতে সাহায্য করেছেন বলে জানালেন রয় কৃষ্ণ ৷ তবে ব্যক্তিগত সাফল্যের থেকে দলের জয়ে ভূমিকা নিতে পেরে তিনি খুশি ৷ ATK -র জয়ের হ্যাটট্রিকের অন্যতম কারিগর কৃষ্ণ ইতিমধ্যেই হিরো অফ দা মান্থের পুরস্কার পেয়েছেন ৷ গত মরশুমে ওয়েলিংটনের জার্সি গায়ে কৃষ্ণ ও উইলিয়ামস জুটি 29 টি গোল করেছিলেন ৷ এবার ISL -এ লাল-সাদা জার্সিতে ৷ তবে দল বদলালেও তাঁদের স্কোরিং বুটের চরিত্রের বদল হয়নি ৷

roy krishna at its best
ট্রফি হাতে উইলিয়ামস

শেষ ম্যাচে জামশেদপুর FC বিরুদ্ধে দুটি গোল করেছেন কৃষ্ণ, একটি গোল করতে সাহায্যও করেছেন ৷ তবে তা নিয়ে আত্মতুষ্ট নন তিনি ৷ তাঁর মতে, ‘‘এখনও পর্যন্ত আমরা ভালো খেলছি । একজন স্ট্রাইকার হিসেবে গোল করা আমার কাজ । তবে আমাদের দলের রক্ষণভাগ প্রয়োজনীয় সময়ে ভালো ফুটবল খেলেছে । তাই জয়ের কৃতিত্ব শুধু আমার নয়, সকলের ৷’’ তিনি আরও যোগ করেন, ‘‘ডেভিড উইলিয়ামস একজন দারুণ খেলোয়াড় । ওর সঙ্গে খেলে ফুটবলার হিসেবে আমার উন্নতি হয়েছে ৷" ISL -এ জয়ের ধারা ধরে রাখতে চান কৃষ্ণ ৷ তাই ভালো ফুটবল সমর্থকদের উপহার দেওয়ার জন্য সতীর্থদের আহ্বান জানিয়েছেন তিনি ৷

কলকাতা, 11 নভেম্বর : চার ম্যাচে 9 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ISL -র পয়েন্ট টেবিলে সবার উপরে ATK ৷ শেষ তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক করে দ্বিতীয় স্থানে থাকা গোয়া FC -র থেকে 1 পয়েন্টে এগিয়ে টিম হাবাস ৷ 4 ম্যাচে স্কোর বোর্ডে জ্বলজ্বল করছে 10 টি গোল ৷ আর এই গোলের নেপথ্যে দুই অভিন্ন হৃদয় বন্ধু ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণ ও অস্ট্রেলিয়ার ডেভিড উইলিয়ামস ৷ অস্ট্রেলিয়ার A লিগের ওয়েলিংটন ফোনেক্সের প্রাক্তন দুই স্ট্রাইকার এখন ফুল ফোটাছেন ISL -র লাল-সাদা জার্সিতে ৷

ISL -র সর্বোচ্চ গোলদাতার দৌড়ে সবার উপরে আছেন ATK -র তিন স্ট্রাইকার ৷ রয়েছেন রয় কৃষ্ণও ৷ ইতিমধ্যেই 3টি গোল করেছে ৷ ও একটি গোলে সাহায্য করেছেন ৷ তবে এই সাফল্যের কৃতিত্ব একা নিতে চান না ফিজিয়ান স্ট্রাইকার ৷ তাঁর এই সাফল্য বন্ধু ডেভিড উইলিয়ামসের সঙ্গে ভাগ করে নিতে চান ৷

roy krishna at its best
জামশেদপুরের বিরুদ্ধে দুরন্ত রয় কৃষ্ণ

ডেভিড তাঁকে ভালো ফুটবলার হতে সাহায্য করেছেন বলে জানালেন রয় কৃষ্ণ ৷ তবে ব্যক্তিগত সাফল্যের থেকে দলের জয়ে ভূমিকা নিতে পেরে তিনি খুশি ৷ ATK -র জয়ের হ্যাটট্রিকের অন্যতম কারিগর কৃষ্ণ ইতিমধ্যেই হিরো অফ দা মান্থের পুরস্কার পেয়েছেন ৷ গত মরশুমে ওয়েলিংটনের জার্সি গায়ে কৃষ্ণ ও উইলিয়ামস জুটি 29 টি গোল করেছিলেন ৷ এবার ISL -এ লাল-সাদা জার্সিতে ৷ তবে দল বদলালেও তাঁদের স্কোরিং বুটের চরিত্রের বদল হয়নি ৷

roy krishna at its best
ট্রফি হাতে উইলিয়ামস

শেষ ম্যাচে জামশেদপুর FC বিরুদ্ধে দুটি গোল করেছেন কৃষ্ণ, একটি গোল করতে সাহায্যও করেছেন ৷ তবে তা নিয়ে আত্মতুষ্ট নন তিনি ৷ তাঁর মতে, ‘‘এখনও পর্যন্ত আমরা ভালো খেলছি । একজন স্ট্রাইকার হিসেবে গোল করা আমার কাজ । তবে আমাদের দলের রক্ষণভাগ প্রয়োজনীয় সময়ে ভালো ফুটবল খেলেছে । তাই জয়ের কৃতিত্ব শুধু আমার নয়, সকলের ৷’’ তিনি আরও যোগ করেন, ‘‘ডেভিড উইলিয়ামস একজন দারুণ খেলোয়াড় । ওর সঙ্গে খেলে ফুটবলার হিসেবে আমার উন্নতি হয়েছে ৷" ISL -এ জয়ের ধারা ধরে রাখতে চান কৃষ্ণ ৷ তাই ভালো ফুটবল সমর্থকদের উপহার দেওয়ার জন্য সতীর্থদের আহ্বান জানিয়েছেন তিনি ৷

Intro:ডেভিড উইলিয়ামস তাকে ভালো ফুটবলার হয়ে উঠতে সাহায্য করেছে বলে জানালেন রয় কৃষ্ণ। ফিজিয়ান স্ট্রাইকার জোড়া গোল করে জামশেদপুর এফসির বিরুদ্ধে এটিকের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।তবে নিজে কৃতিত্ব নয়, দলের জয়ে ভূমিকা নিতে পেরে খুশি তিনি। নিজের সাফল্যের জন্যে সতীর্থ ডেভিড উইলিয়ামস কে কৃতিত্ব দিতে চান। অস্ট্রেলিয়ার এ লিগের স্ট্রাইকার গোল করে ও করিয়ে এটিকের জয়ের হ্যাটট্রিকের অন্যতম নেপথ্য কারিগর।ইতিমধ্যে তাকে হিরো অব দ্য মান্থের পুরস্কার দেওয়া হয়েছে। গত মরসুমে ওয়েলিংটন ফোনেক্সের জার্সিতে রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামস জুটি 29টি গোল করেছেন।এবার আইএসএল এ লাল সাদা জার্সিতে।দল পরিবর্তনে তাদের স্কোরিং।বুটের চরিত্র বদল হয়নি।শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নিজের করা গোল নিয়ে কৃতিত্ব দাবি করছেন না ফিজির স্ট্রাইকার। তার মতে,"এখনও পর্যন্ত আমরা ভালো খেলছি। একজন স্ট্রাইকার হিসেবে গোল করা আমার কাজ। তবে আমাদের দলের রক্ষণভাগ প্রয়োজনীয় সময়ে ভালো ফুটবল খেলেছে।তাই জয়ের কৃতিত্ব শুধু আমার নয় সকলের।" একই সঙ্গে তিনি আরও বলেছেন,"আমরা এখানে নির্দিষ্ট লক্ষের জন্যে খেলতে এসেছি। আমরা কেবলমাত্র নিজের কাজ করছি। কোচ আমাদের খেলা সম্বন্ধে জানেন। ডেভিড উইলিয়ামস একজন দারুণ খেলোয়াড়।ওর সঙ্গে খেলে ফুটবলার হিসেবে আমার উন্নতি হয়েছে।" জামশেদপুর এফসি র বিরুদ্ধে জয় আসলেও তা নিয়ে তুষ্ট হতে রাজি নন রয় কৃষ্ণ।বরং এই কৃতিত্ব ধরে রাখার ওপর জোর দিতে চান। সেজন্য দলের ভালো ফুটবলের ওপর জোর দিয়েছেন তিনি।


Body:রয় কৃষ্ণ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.