মুম্বই, 29 জুলাই : তাঁর সঙ্গে রোহিত শর্মার সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছিল ৷ দলের অধিনায়ক ও সহ অধিনায়কের সম্পর্ক তলানিতে ঠেকেছে বলে একাধিক মহল থেকে দাবি করা হয় ৷ যদিও রোহিতের সঙ্গে শীতল সম্পর্কের কথা উড়িয়ে দিলেন বিরাট কোহলি ৷ তিনি জানিয়ে দেন, দুজনের সম্পর্কের অবনতি হয়নি ৷
প্রায় এক বছর ধরেই রোহিত ও বিরাটের সম্পর্কে ফাটল ধরেছে । তবে এনিয়ে কোনওদিনই মুখ খোলেননি তাঁরা ৷ ইতিমধ্যে বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্স করেন হিটম্যান ৷ সেজন্য রোহিতকে একদিনের ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের তকমা দেন বিরাট ৷ কিন্তু, বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পরই চাউর হয়, টিম ইন্ডিয়া দু'ভাগে বিভক্ত । একদিকের নেতৃত্বে রয়েছেন বিরাট আর অন্যদিকে রোহিত ।
সেই জল্পনাতে ঘি ঢালেন খোদ রোহিত ৷ ইনস্টাগ্রামে বিরাটকে আনফলো করেন ৷ তারপর বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাকেও আনফলো করে দেন । বিরাট এখনও রোহিতকে ফলো করলে জল্পনা ছড়ায়, দুই খেলোয়াড়ের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে ৷
এরপর আজ বিরাট বলেন, "আমিও এই বিষয়টা (রোহিত-বিরাটের শীতল সম্পর্ক) শুনেছি ৷ সাফল্যের জন্য ড্রেসিংরুমের পরিবেশ গুরুত্বপূর্ণ ৷ যদি এটা সত্যি হত, তাহলে আমরা ভালো পারফর্ম করতে পারতাম না ৷ "