ETV Bharat / sports

রোহিতের সঙ্গে খারাপ সম্পর্ক হলে কি আমরা ভালো পারফর্ম করতে পারতাম ? প্রশ্ন কোহলির - BCCI

বিশ্বকাপের পর থেকেই রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয় ৷ সম্প্রতি ইনস্টাগ্রামে বিরাট ও অনুষ্কাকে আনফলো করেন রোহিত ৷ তারপর জল্পনা আরও বাড়ে ৷

বিরাট
author img

By

Published : Jul 29, 2019, 6:58 PM IST

মুম্বই, 29 জুলাই : তাঁর সঙ্গে রোহিত শর্মার সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছিল ৷ দলের অধিনায়ক ও সহ অধিনায়কের সম্পর্ক তলানিতে ঠেকেছে বলে একাধিক মহল থেকে দাবি করা হয় ৷ যদিও রোহিতের সঙ্গে শীতল সম্পর্কের কথা উড়িয়ে দিলেন বিরাট কোহলি ৷ তিনি জানিয়ে দেন, দুজনের সম্পর্কের অবনতি হয়নি ৷

প্রায় এক বছর ধরেই রোহিত ও বিরাটের সম্পর্কে ফাটল ধরেছে । তবে এনিয়ে কোনওদিনই মুখ খোলেননি তাঁরা ৷ ইতিমধ্যে বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্স করেন হিটম্যান ৷ সেজন্য রোহিতকে একদিনের ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের তকমা দেন বিরাট ৷ কিন্তু, বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পরই চাউর হয়, টিম ইন্ডিয়া দু'ভাগে বিভক্ত । একদিকের নেতৃত্বে রয়েছেন বিরাট আর অন্যদিকে রোহিত ।

সেই জল্পনাতে ঘি ঢালেন খোদ রোহিত ৷ ইনস্টাগ্রামে বিরাটকে আনফলো করেন ৷ তারপর বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাকেও আনফলো করে দেন । বিরাট এখনও রোহিতকে ফলো করলে জল্পনা ছড়ায়, দুই খেলোয়াড়ের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে ৷

এরপর আজ বিরাট বলেন, "আমিও এই বিষয়টা (রোহিত-বিরাটের শীতল সম্পর্ক) শুনেছি ৷ সাফল্যের জন্য ড্রেসিংরুমের পরিবেশ গুরুত্বপূর্ণ ৷ যদি এটা সত্যি হত, তাহলে আমরা ভালো পারফর্ম করতে পারতাম না ৷ "

মুম্বই, 29 জুলাই : তাঁর সঙ্গে রোহিত শর্মার সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছিল ৷ দলের অধিনায়ক ও সহ অধিনায়কের সম্পর্ক তলানিতে ঠেকেছে বলে একাধিক মহল থেকে দাবি করা হয় ৷ যদিও রোহিতের সঙ্গে শীতল সম্পর্কের কথা উড়িয়ে দিলেন বিরাট কোহলি ৷ তিনি জানিয়ে দেন, দুজনের সম্পর্কের অবনতি হয়নি ৷

প্রায় এক বছর ধরেই রোহিত ও বিরাটের সম্পর্কে ফাটল ধরেছে । তবে এনিয়ে কোনওদিনই মুখ খোলেননি তাঁরা ৷ ইতিমধ্যে বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্স করেন হিটম্যান ৷ সেজন্য রোহিতকে একদিনের ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের তকমা দেন বিরাট ৷ কিন্তু, বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পরই চাউর হয়, টিম ইন্ডিয়া দু'ভাগে বিভক্ত । একদিকের নেতৃত্বে রয়েছেন বিরাট আর অন্যদিকে রোহিত ।

সেই জল্পনাতে ঘি ঢালেন খোদ রোহিত ৷ ইনস্টাগ্রামে বিরাটকে আনফলো করেন ৷ তারপর বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাকেও আনফলো করে দেন । বিরাট এখনও রোহিতকে ফলো করলে জল্পনা ছড়ায়, দুই খেলোয়াড়ের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে ৷

এরপর আজ বিরাট বলেন, "আমিও এই বিষয়টা (রোহিত-বিরাটের শীতল সম্পর্ক) শুনেছি ৷ সাফল্যের জন্য ড্রেসিংরুমের পরিবেশ গুরুত্বপূর্ণ ৷ যদি এটা সত্যি হত, তাহলে আমরা ভালো পারফর্ম করতে পারতাম না ৷ "

Mumbai, July 29 (ANI): Bollywood actor Arjun Kapoor was seen playing football in Mumbai. He is known for his enthusiasm and love for the sport. Interestingly, 'Captain Cool' Mahendra Singh Dhoni was also seen trying his hands at football. He is on break from cricket for now. Meanwhile, other celebrities were also seen playing the sport.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.