ETV Bharat / sports

ফিরছে হারানো গরিমা, বাংলাদেশকে হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজ়ের - বাংলাদেশকে 13 রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ়

বাংলাদেশে টেস্ট সিরিজ়ে দাপট দেখাল ওয়েস্ট ইন্ডিজ় ৷ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ়ে হোয়াইট ওয়াশ হয়েছিল জেসন মহম্মদের দল ৷ সেই দলই ব্রেথওয়েটের হাতে পড়ে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল ৷

বাংলাদেশকে হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজ়ের
বাংলাদেশকে হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজ়ের
author img

By

Published : Feb 14, 2021, 5:40 PM IST

ঢাকা, 14 ফেব্রুয়ারি : টেস্টে কি ফের ফিরতে চলেছে ওয়েস্টে ইন্ডিজ়ের হারানো গরিমা ? আপাতত ইঙ্গিত সেই দিকেই ৷ নবাগত কাইল মেয়ার্স, ক্রুমাহ বোনের হাত ধরে ধীরে ধীরে ঘুম ভাঙছে ক্যারিবিয়ান ঐতিহ্যের ৷ ব্রায়ান লারা, ভিভিয়ান রিচার্ডস, কোর্টলি অ্যামব্রোজদের দেশ যেন ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে খেলা প্রায় ভুলতে বসেছিল ৷ তবে হারিয়ে যায়নি ৷ পদ্মা পাড়ের দুই ম্য়াচের সিরিজ়ে দাপটের সঙ্গে জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ় ৷ একই সঙ্গে দেখা গেল সেই পুরোনো আগ্রাসন ৷

টি-20 ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ়ের দাপট শুরু থেকেই ৷ টি-20-র হাত ধরে বিশ্ব ক্রিকেট দাপিয়েছেন রাসেল, ব্রাভোরা ৷ তবে ধীরে ধীরে টেস্টে পিছিয়ে পড়েছে ক্যারিবিয়ানরা ৷ টেস্টে ক্রিকেট মাঠে যাদের আগ্রাসন দেখে অন্য দেশগুলির থরহরিকম্প ওঠার মতো অবস্থা ছিল ৷ সেই দেশ বর্তমানে ব়্যাঙ্কিংয়ে নিচের দিকে অবস্থান করছে ৷ যা কিছুটা হলেও আশাহত করেছিল আপামর ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট ভক্তদের ৷ তবে ইতিহাস সাক্ষী আছে, বারবর ফিরে এসেছে তাঁরা ৷ বিশ্ব ক্রিকেট পেয়েছে লারা, ব্রাভো, গেইল চন্দ্রপলের মতো ক্রিকেটারদের ৷

সেই ঐতিহ্য ফিরিয়ে এনে বাংলাদেশে টেস্ট সিরিজ়ে দাপট দেখাল ওয়েস্ট ইন্ডিজ় ৷ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ়ে হোয়াইট ওয়াশ হয়েছিল জেসন মহম্মদের দল ৷ সেই দলই ব্রেথওয়েটের হাতে পড়ে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল ৷ প্রতিপক্ষকে কার্যত কোনও সুযোগ দিল না তাঁরা ৷ বিপক্ষে বাংলাদেশ হলেও ওয়েস্ট ইন্ডিজ়ের কৃতিত্ব কিন্তু এক্ষেত্রে খাটো করা যায় না ৷

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়ের বৈতরণী পার করেন অভিষেক করা কাইল মেয়ারস ও ক্রুমা বোনের জুটি ৷ দ্বিতীয় ম্যাচেও ঝলসে উঠলেন ক্রুমা ৷ একই সঙ্গে তাঁদের যোগ্য সংগত দিলেন জোসুয়া দা সিলভা, অ্যালজারি জোসেফরা ৷ অভিষেক ম্যাচেই দ্বিশতরান করে নজির গড়েছিলেন মেয়ার্স ৷ তবে বিশেষজ্ঞদের প্রশংসা পেয়েছিল তাঁর ম্যাচ জেতানো ইনিংস ৷ তাঁর ব্যাটিংয়ে কিংবদন্তি লারার ঝলক দেখেছিলেন ক্রিকেট বোদ্ধারা ৷

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 230 রান ৷ হাতে সময় ছিল দু’দিন ৷ কিন্তু পারলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা ৷ রাখিম কর্নওয়েল, জোমিল ওয়ারিক্যান, ক্রেগ ব্রেথওয়েট দাপটে 213 রানে থেমে গেল বাংলাদেশের ইনিংস ৷ ফিরে আসার ইঙ্গিত দিয়ে ফের মাথাচাড়া দিল ওয়েস্ট ইন্ডিজ় ৷

ঢাকা, 14 ফেব্রুয়ারি : টেস্টে কি ফের ফিরতে চলেছে ওয়েস্টে ইন্ডিজ়ের হারানো গরিমা ? আপাতত ইঙ্গিত সেই দিকেই ৷ নবাগত কাইল মেয়ার্স, ক্রুমাহ বোনের হাত ধরে ধীরে ধীরে ঘুম ভাঙছে ক্যারিবিয়ান ঐতিহ্যের ৷ ব্রায়ান লারা, ভিভিয়ান রিচার্ডস, কোর্টলি অ্যামব্রোজদের দেশ যেন ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে খেলা প্রায় ভুলতে বসেছিল ৷ তবে হারিয়ে যায়নি ৷ পদ্মা পাড়ের দুই ম্য়াচের সিরিজ়ে দাপটের সঙ্গে জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ় ৷ একই সঙ্গে দেখা গেল সেই পুরোনো আগ্রাসন ৷

টি-20 ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ়ের দাপট শুরু থেকেই ৷ টি-20-র হাত ধরে বিশ্ব ক্রিকেট দাপিয়েছেন রাসেল, ব্রাভোরা ৷ তবে ধীরে ধীরে টেস্টে পিছিয়ে পড়েছে ক্যারিবিয়ানরা ৷ টেস্টে ক্রিকেট মাঠে যাদের আগ্রাসন দেখে অন্য দেশগুলির থরহরিকম্প ওঠার মতো অবস্থা ছিল ৷ সেই দেশ বর্তমানে ব়্যাঙ্কিংয়ে নিচের দিকে অবস্থান করছে ৷ যা কিছুটা হলেও আশাহত করেছিল আপামর ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট ভক্তদের ৷ তবে ইতিহাস সাক্ষী আছে, বারবর ফিরে এসেছে তাঁরা ৷ বিশ্ব ক্রিকেট পেয়েছে লারা, ব্রাভো, গেইল চন্দ্রপলের মতো ক্রিকেটারদের ৷

সেই ঐতিহ্য ফিরিয়ে এনে বাংলাদেশে টেস্ট সিরিজ়ে দাপট দেখাল ওয়েস্ট ইন্ডিজ় ৷ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ়ে হোয়াইট ওয়াশ হয়েছিল জেসন মহম্মদের দল ৷ সেই দলই ব্রেথওয়েটের হাতে পড়ে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল ৷ প্রতিপক্ষকে কার্যত কোনও সুযোগ দিল না তাঁরা ৷ বিপক্ষে বাংলাদেশ হলেও ওয়েস্ট ইন্ডিজ়ের কৃতিত্ব কিন্তু এক্ষেত্রে খাটো করা যায় না ৷

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়ের বৈতরণী পার করেন অভিষেক করা কাইল মেয়ারস ও ক্রুমা বোনের জুটি ৷ দ্বিতীয় ম্যাচেও ঝলসে উঠলেন ক্রুমা ৷ একই সঙ্গে তাঁদের যোগ্য সংগত দিলেন জোসুয়া দা সিলভা, অ্যালজারি জোসেফরা ৷ অভিষেক ম্যাচেই দ্বিশতরান করে নজির গড়েছিলেন মেয়ার্স ৷ তবে বিশেষজ্ঞদের প্রশংসা পেয়েছিল তাঁর ম্যাচ জেতানো ইনিংস ৷ তাঁর ব্যাটিংয়ে কিংবদন্তি লারার ঝলক দেখেছিলেন ক্রিকেট বোদ্ধারা ৷

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 230 রান ৷ হাতে সময় ছিল দু’দিন ৷ কিন্তু পারলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা ৷ রাখিম কর্নওয়েল, জোমিল ওয়ারিক্যান, ক্রেগ ব্রেথওয়েট দাপটে 213 রানে থেমে গেল বাংলাদেশের ইনিংস ৷ ফিরে আসার ইঙ্গিত দিয়ে ফের মাথাচাড়া দিল ওয়েস্ট ইন্ডিজ় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.