ETV Bharat / sports

কোচ নির্বাচনে বিরাটের মতামতকে সম্মান জানানো উচিত : কপিল দেব

ভারতীয় কোচ হিসেবে রবি শাস্ত্রীকেই প্রথম পছন্দ বিরাট কোহলির ৷ কিন্তু, কোচ নির্বাচন কমিটির সদস্য অংশুমান গায়কোয়াড় বলেছিলেন, "অধিনায়ক কোনও কথা বলতেই পারেন ৷ তা নিয়ে আমরা মাথা ঘামাব না ৷ " অংশুমানের থেকে ভিন্ন অবস্থান নিয়ে কপিল দেব বলেন, "কোচ নির্বাচনে বিরাটের মতামতকে সম্মান জানানো উচিত ৷"

কপিল দেব
author img

By

Published : Aug 2, 2019, 1:49 AM IST

কলকাতা, 2 অগাস্ট : ভারতীয় দলের কোচ নির্বাচনের জন্য তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি গঠিত হয়েছে । কিন্তু, কোচ বাছাইয়ের আগেই কমিটির সদস্যদের মধ্যে মতানৈক্যের ছবি ধরা পড়ল ৷ কোচ নির্বাচনে বিরাট কোহলির মতামত বিবেচনা করা নিয়ে অংশুমান গায়কোয়াড়ের ভিন্ন সুর শোনা গেল কপিল দেবের গলায় ৷

কে হবেন পরবর্তী ভারতীয় কোচ ? সেই সিদ্ধান্তের জন্য 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কের নেতৃত্বে কমিটি গঠিত হয়েছে ৷ প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গোস্বামীও কমিটিতে রয়েছেন ৷ কোচ নির্বাচনে অধিনায়কের মতামত চাওয়া হবে কি না তা নিয়েও জল্পনা শুরু হয় ৷ বিরাট অবশ্য বলেন, "ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি এখনও আমার সঙ্গে যোগাযোগ করেনি ৷ তারা যদি আমার মতামত চায়, তাহলে আমি তাদের সঙ্গে কথা বলব ৷ রবি ভাইয়ের সঙ্গে আমাদের দুর্দান্ত পারস্পরিক সম্পর্ক রয়েছে ৷ তিনি যদি (ভারতীয় কোচ হিসেবে) কাজ করে যান, তাহলে অবশ্যই খুশি হব ৷ কিন্তু, আমার সঙ্গে এবিষয়ে এখনও যোগাযোগ করা হয়নি ৷ "

এনিয়ে অংশুমান গায়কোয়াড় বলেন, "অধিনায়ক কোনও কথা বলতেই পারেন ৷ তা নিয়ে আমরা মাথা ঘামাব না ৷ আমরা একটি কমিটি ৷ " আর এখানেই অংশুমানের সঙ্গে কপিলের মতভেদ ফুটে উঠেছে ৷ গতকাল কলকাতায় ইস্টবেঙ্গলের শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আসেন কপিল ৷ সেখানে জানান, বিরাটের মন্তব্যে কোনও অন্যায় দেখছেন না ৷ তাঁর কথায়, "এটা (কোচ হিসেবে শাস্ত্রী বিরাটের প্রথম পছন্দ) ওর (কোহলির) মত ৷ সকলের মতামতকেই সম্মান জানানো উচিত ৷ " একই কথা বলেছিলেন কমিটির অপর সদস্য শান্তা রঙ্গোস্বামীও ৷ ক্রিকেটমহলের বক্তব্য, অংশুমানের থেকে একেবারে ভিন্নসুরে কথা বললেন কপিল ৷ ফলে কোচ নির্বাচনে অধিনায়কের মত চাওয়া নিয়ে ধোঁয়াশা থেকেই গেল ৷

এই সংক্রান্ত আরও খবর : কোচ নির্বাচনে বিরাটের মতামত জানানোর অধিকার আছে : সৌরভ

অন্যদিকে, কোচ নির্বাচনের মতো গুরুদায়িত্ব কি তাঁর উপর বাড়তি চাপ তৈরি করেছে? এনিয়ে কিংবদন্তি অলরাউন্ডার জবাব, "যদি আপনি আপনার কাজ সঠিকভাবে না করেন তাহলে তা চাপ হয়ে দাঁড়ায় ।" লাল-হলুদের অনুষ্ঠানে বিরাট ও রোহিত শর্মার সম্পর্কের অবনতির জল্পনা নিয়েও মুখ খোলেন কপিল ৷ বলেন, "নিজের কাজ করে যাওয়াই সেরা উপায় । সংবাদমাধ্যম গুজব ছড়িয়ে যেতেই থাকবে । একজন ক্রীড়াবিদের কাজ, জয় পাওয়ার লক্ষ্যে নিজেকে নিংড়ে দেওয়া । যখন মাঠে কোনও খেলোয়াড় খেলেন তখন গুজব থাকে না । সেই সময় একজন ক্রীড়াবিদ নিজের সঙ্গে কথা বলেন । মাঠের বাইরে আপনার মতের সঙ্গে অন্যের মত না মিলতে পারে । কিন্তু, খেলার সময় জয় ছাড়া অন্য ভাবনা থাকে না । মতের অমিলের অর্থ অন্যকে ছোটো করা নয় ।"

আজ থেকে 27 বছর আগে 1992 সালের 22 জুন লাল-হলুদের হয়ে খেলার জন্য চুক্তি সই করেছিলেন । তার ছ'দিন পর মোহনবাগানের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলতে নেমেছিলেন কপিল দেব । দেখেছিলেন, সমর্থকদের উন্মাদনা, বাঁধভাঙা উচ্ছ্বাস । কপিল মনে করেন, সেই উন্মাদনাই কোনও ক্লাবকে শতবর্ষে নিয়ে যায় । একই সঙ্গে ঐতিহ্যের উপরও জোর দেন । উদাহরণ হিসেবে উইম্বলডনের কথা তুলে ধরেন । তাঁর মত, ঐতিহ্য একটা পরিচিতি গড়ে তোলে ৷ ফুটবল সম্রাট পেলের কথা বললেও দিয়াগো মারাদোনার খেলা পছন্দ করেন । ব্রাজ়িলের ফুটবল পছন্দের তালিকায় । মারাদোনার হ্যান্ড অব গডের কথাও এসেছে কপিল দেবের স্মৃতিচারণায় । তবে ক্রিকেটের তুলনায় ফুটবল যে এগিয়ে তা মানছেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ৷

Kapil Dev
একই ফ্রেমে কপিল দেব, সুনীল ছেত্রী ও ভাইচুং ভুটিয়া

কলকাতা, 2 অগাস্ট : ভারতীয় দলের কোচ নির্বাচনের জন্য তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি গঠিত হয়েছে । কিন্তু, কোচ বাছাইয়ের আগেই কমিটির সদস্যদের মধ্যে মতানৈক্যের ছবি ধরা পড়ল ৷ কোচ নির্বাচনে বিরাট কোহলির মতামত বিবেচনা করা নিয়ে অংশুমান গায়কোয়াড়ের ভিন্ন সুর শোনা গেল কপিল দেবের গলায় ৷

কে হবেন পরবর্তী ভারতীয় কোচ ? সেই সিদ্ধান্তের জন্য 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কের নেতৃত্বে কমিটি গঠিত হয়েছে ৷ প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গোস্বামীও কমিটিতে রয়েছেন ৷ কোচ নির্বাচনে অধিনায়কের মতামত চাওয়া হবে কি না তা নিয়েও জল্পনা শুরু হয় ৷ বিরাট অবশ্য বলেন, "ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি এখনও আমার সঙ্গে যোগাযোগ করেনি ৷ তারা যদি আমার মতামত চায়, তাহলে আমি তাদের সঙ্গে কথা বলব ৷ রবি ভাইয়ের সঙ্গে আমাদের দুর্দান্ত পারস্পরিক সম্পর্ক রয়েছে ৷ তিনি যদি (ভারতীয় কোচ হিসেবে) কাজ করে যান, তাহলে অবশ্যই খুশি হব ৷ কিন্তু, আমার সঙ্গে এবিষয়ে এখনও যোগাযোগ করা হয়নি ৷ "

এনিয়ে অংশুমান গায়কোয়াড় বলেন, "অধিনায়ক কোনও কথা বলতেই পারেন ৷ তা নিয়ে আমরা মাথা ঘামাব না ৷ আমরা একটি কমিটি ৷ " আর এখানেই অংশুমানের সঙ্গে কপিলের মতভেদ ফুটে উঠেছে ৷ গতকাল কলকাতায় ইস্টবেঙ্গলের শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আসেন কপিল ৷ সেখানে জানান, বিরাটের মন্তব্যে কোনও অন্যায় দেখছেন না ৷ তাঁর কথায়, "এটা (কোচ হিসেবে শাস্ত্রী বিরাটের প্রথম পছন্দ) ওর (কোহলির) মত ৷ সকলের মতামতকেই সম্মান জানানো উচিত ৷ " একই কথা বলেছিলেন কমিটির অপর সদস্য শান্তা রঙ্গোস্বামীও ৷ ক্রিকেটমহলের বক্তব্য, অংশুমানের থেকে একেবারে ভিন্নসুরে কথা বললেন কপিল ৷ ফলে কোচ নির্বাচনে অধিনায়কের মত চাওয়া নিয়ে ধোঁয়াশা থেকেই গেল ৷

এই সংক্রান্ত আরও খবর : কোচ নির্বাচনে বিরাটের মতামত জানানোর অধিকার আছে : সৌরভ

অন্যদিকে, কোচ নির্বাচনের মতো গুরুদায়িত্ব কি তাঁর উপর বাড়তি চাপ তৈরি করেছে? এনিয়ে কিংবদন্তি অলরাউন্ডার জবাব, "যদি আপনি আপনার কাজ সঠিকভাবে না করেন তাহলে তা চাপ হয়ে দাঁড়ায় ।" লাল-হলুদের অনুষ্ঠানে বিরাট ও রোহিত শর্মার সম্পর্কের অবনতির জল্পনা নিয়েও মুখ খোলেন কপিল ৷ বলেন, "নিজের কাজ করে যাওয়াই সেরা উপায় । সংবাদমাধ্যম গুজব ছড়িয়ে যেতেই থাকবে । একজন ক্রীড়াবিদের কাজ, জয় পাওয়ার লক্ষ্যে নিজেকে নিংড়ে দেওয়া । যখন মাঠে কোনও খেলোয়াড় খেলেন তখন গুজব থাকে না । সেই সময় একজন ক্রীড়াবিদ নিজের সঙ্গে কথা বলেন । মাঠের বাইরে আপনার মতের সঙ্গে অন্যের মত না মিলতে পারে । কিন্তু, খেলার সময় জয় ছাড়া অন্য ভাবনা থাকে না । মতের অমিলের অর্থ অন্যকে ছোটো করা নয় ।"

আজ থেকে 27 বছর আগে 1992 সালের 22 জুন লাল-হলুদের হয়ে খেলার জন্য চুক্তি সই করেছিলেন । তার ছ'দিন পর মোহনবাগানের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলতে নেমেছিলেন কপিল দেব । দেখেছিলেন, সমর্থকদের উন্মাদনা, বাঁধভাঙা উচ্ছ্বাস । কপিল মনে করেন, সেই উন্মাদনাই কোনও ক্লাবকে শতবর্ষে নিয়ে যায় । একই সঙ্গে ঐতিহ্যের উপরও জোর দেন । উদাহরণ হিসেবে উইম্বলডনের কথা তুলে ধরেন । তাঁর মত, ঐতিহ্য একটা পরিচিতি গড়ে তোলে ৷ ফুটবল সম্রাট পেলের কথা বললেও দিয়াগো মারাদোনার খেলা পছন্দ করেন । ব্রাজ়িলের ফুটবল পছন্দের তালিকায় । মারাদোনার হ্যান্ড অব গডের কথাও এসেছে কপিল দেবের স্মৃতিচারণায় । তবে ক্রিকেটের তুলনায় ফুটবল যে এগিয়ে তা মানছেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ৷

Kapil Dev
একই ফ্রেমে কপিল দেব, সুনীল ছেত্রী ও ভাইচুং ভুটিয়া
Intro:ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রী তার প্রথম পছন্দ। এভাবেই শাস্ত্রীর হয়ে ব্যাট ধরেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তার এই খোলাখুলি সমর্থনে বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু ক্রিকেট পরামর্শ দাতা কমিটির চেয়ারম্যান কপিলদেব এই ধরনের সমর্থনসূচক মন্তব্যে কোন অন্যায় দেখেন না। তার মতে সকলেরই মত প্রকাশের অধিকার রয়েছে। এবং তা আমাদের সম্মান জানানো উচিৎ। ইস্টবেঙ্গলের শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন 1983 বিশ্বকাপ জয়ী অধিনায়ক। জীবন কৃতি সম্মানে সম্মানিত হলেন। অনুষ্ঠানের আগে বাইচুং ভুটিয়া ও সুনীল ছেত্রীকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কপিল ছাড়াও ক্রিকেট পরামর্শ দাতা কমিটিতে প্রাক্তন ক্রিকেটার অংশুমান গাইকোয়াড় ও ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক শান্তা রঙ্গস্বামী রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে উড়ে যাওয়ার আগে বিরাট কোহলি বলেন কোচ হিসেবে রবি শাস্ত্রীকে ফের দায়িত্ব দেওয়া হলে দলের সকলেই খুশি হবে। বুধবার সৌরভগাঙ্গুলী বলেছিলেন কোহলি দলের অধিনায়ক। তার এব্যাপারে কথা বলার অধিকার রয়েছে।
কোহলি এবং রোহিত শর্মার পারস্পরিক সম্পর্ক নিয়ে জল্পনা রয়েছে।কপিল বলছেন আপনি নিজের কাজ করে যাওয়াই সেরা উপায়। সংবাদ মাধ্যম গুজব ছড়িয়ে যেতেই থাকবে। একই সঙ্গে তিনি যোগ করেছেন একজন ক্রীড়াবিদের কাজ জয় পাওয়ার লক্ষ্যে নিজেকে নিংড়ে দেওয়া।যখন মাঠে কোনও খেলোয়াড় খেলে তখন গুজব থাকে না। সেসময় একজন ক্রীড়াবিদ নিজের সঙ্গে কথা বলে। মাঠের বাইরে আপনার মতের সঙ্গে অন্যের মত না মিলতে পারে। কিন্তু খেলার সময় জয় ছাড়া অন্য ভাবনা থাকেনা। মতের অমিলের অর্থ অন্য কে নিচু করা নয়। ক্রিকেট পরামর্শ দাতা কমিটির প্রধানের দায়িত্ব বাড়তি চাপ কি না এই প্রশ্নে কিংবদন্তি অলরাউন্ডার বলেছেন যদি আপনি আপনার কাজ সঠিক ভাবে না করেন তাহলে তা চাপ হয়ে দাঁড়ায়। 1992 সালে 22জুন লাল হলুদ জার্সিতে খেলার জন্য চুক্তি তে সই করে ছিলেন। তার ছয় দিন পরে মোহনবাগানের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলতে নেমেছিলেন কপিলদেব। ফুটবল সম্রাট পেলের কথা বললেও দিয়াগো মারাদোনার খেলা পছন্দ করেন। ব্রাজিলের ফুটবল পছন্দের তালিকায়।মারাদোনার হ্যান্ড অব গডের কথাও এসেছে কপিলদেবের স্মৃতিচারনায়। লাল হলুদ জার্সিতে খেলার সময় সমর্থক দের উন্মাদনা দেখেছিলেন। কপিল মনে করেন সেই উন্মাদনা কোনও ক্লাবকে শতবর্ষে নিয়ে যায়।একই সঙ্গে ঐতিহ্যের কথা। উদাহরণ হিসেবে উইম্বলডনের কথা বলেছেন। ঐতিহ্য একটা পরিচিতি গড়ে তোলে বলে মনে করেন।তবে ফুটবল ও ক্রিকেটের তুলনায় ফুটবল যে এগিয়ে তা মানছেন লাল হলুদের ভারত গৌরব।


Body:কপিল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.