ETV Bharat / sports

"পরিবারের সঙ্গে মাস্কের প্রয়োজন হয় না", বলেছিলেন কোরোনায় আক্রান্ত দীপক চাহার - Deepak Chahar COVID positive

কয়েকদিন আগেই চেন্নাই সুপার কিংসের 13 জন সদস্য কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ তার মধ্যে রয়েছেন পেসার দীপক চাহার ও ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড় ৷

"পরিবারের সঙ্গে মাস্কের প্রয়োজন হয় না", বলেছিলেন কোরোনায় আক্রান্ত দীপক চাহার
"পরিবারের সঙ্গে মাস্কের প্রয়োজন হয় না", বলেছিলেন কোরোনায় আক্রান্ত দীপক চাহার
author img

By

Published : Aug 30, 2020, 8:04 PM IST

আবু ধাবি, 30 অগাস্ট : ইনস্টাগ্রামে দাদার ছবি দেখে আঁতকে উঠেছিলেন রাহুল চাহার ৷ চেন্নাই সুপার কিংসের পেস আক্রমণের অন্যতম অস্ত্র দীপক চাহারের ছবিতে কমেন্ট করে বলেছিলেন, "তোমার মাস্ক কোথায়? সোশাল ডিসটেন্সিংই বা কোথায়?" ভাইয়ের উদ্বেগ দেখে দীপক উত্তর দেন, "পরিবারের সঙ্গে মাস্কের প্রয়োজন হয় না ৷" দীপক চাহারের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর চাহার ব্রাদার্সের সেই পুরানো চ্যাট সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ নেটিজেনদের বক্তব্য, সেদিন ভাইয়ের কথা শুনলে হয়ত কোরোনায় আক্রান্ত হতেন না ভারতীয় দলের পেসার ৷

দীপকের পোস্ট
দীপকের পোস্ট

কয়েকদিন আগেই চেন্নাই সুপার কিংসের 13 জন সদস্য কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ তার মধ্যে রয়েছেন পেসার দীপক চাহার ও ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড় ৷ সেই খবর চাউর হতেই সোশাল মিডিয়ায় চাহারের অনুরাগীরা সুস্থ কামনা করেছেন ৷ বোন মালতি ও ভাই রাহুল চাহার টুইটারে দাদার উদ্দেশে পোস্ট করেছেন ৷ রাহুল লেখেন, "মন শক্তি করো ব্রাদার ৷ আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে ৷ তোমার জন্য প্রার্থনা করছি ৷" তার মধ্যেই নেটিজেনরা ইনস্টাগ্রামে দীপক ও রাহুল চাহারের সপ্তাহ দুয়েক আগের কথোপকথন খুঁজে বের করেছে ৷ যেখানে দেখা যাচ্ছে রাহুল চাহারের সতর্কবার্তা সত্ত্বেও মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজন মনে করেননি দীপক ৷

দীপক চাহারের ওই ইনস্টা পোস্টটি 13 অগাস্টের ৷ সেদিন সবেমাত্র চেন্নাইয়ের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি ৷ ছবিতে দেখা যাচ্ছে দীপকের সঙ্গে রয়েছেন সুরেশ রায়না, কর্ণ শর্মা, পীয়ূষ চাওলারা ৷ নিউ নর্মালের নিয়ম অনুযায়ী মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলা আবশ্যিক ৷ যদিও সেই ছবিতে কারও মুখে মাস্ক ছিল না ৷ সেই পোস্টের নিচে ভাই রাহুল চাহার মন্তব্য করেন, "ভাই তোমার মাস্ক কোথায় ?" উত্তরে দীপক লেখেন, "আমাদের সবার কোরোনা টেস্ট নেগেটিভ এসেছে ৷ আর পরিবারের সঙ্গে থাকলে আমরা মাস্ক পরি না ৷" সেই কথোপকথনের স্ক্রিনশট এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷

আবু ধাবি, 30 অগাস্ট : ইনস্টাগ্রামে দাদার ছবি দেখে আঁতকে উঠেছিলেন রাহুল চাহার ৷ চেন্নাই সুপার কিংসের পেস আক্রমণের অন্যতম অস্ত্র দীপক চাহারের ছবিতে কমেন্ট করে বলেছিলেন, "তোমার মাস্ক কোথায়? সোশাল ডিসটেন্সিংই বা কোথায়?" ভাইয়ের উদ্বেগ দেখে দীপক উত্তর দেন, "পরিবারের সঙ্গে মাস্কের প্রয়োজন হয় না ৷" দীপক চাহারের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর চাহার ব্রাদার্সের সেই পুরানো চ্যাট সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ নেটিজেনদের বক্তব্য, সেদিন ভাইয়ের কথা শুনলে হয়ত কোরোনায় আক্রান্ত হতেন না ভারতীয় দলের পেসার ৷

দীপকের পোস্ট
দীপকের পোস্ট

কয়েকদিন আগেই চেন্নাই সুপার কিংসের 13 জন সদস্য কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ তার মধ্যে রয়েছেন পেসার দীপক চাহার ও ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড় ৷ সেই খবর চাউর হতেই সোশাল মিডিয়ায় চাহারের অনুরাগীরা সুস্থ কামনা করেছেন ৷ বোন মালতি ও ভাই রাহুল চাহার টুইটারে দাদার উদ্দেশে পোস্ট করেছেন ৷ রাহুল লেখেন, "মন শক্তি করো ব্রাদার ৷ আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে ৷ তোমার জন্য প্রার্থনা করছি ৷" তার মধ্যেই নেটিজেনরা ইনস্টাগ্রামে দীপক ও রাহুল চাহারের সপ্তাহ দুয়েক আগের কথোপকথন খুঁজে বের করেছে ৷ যেখানে দেখা যাচ্ছে রাহুল চাহারের সতর্কবার্তা সত্ত্বেও মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজন মনে করেননি দীপক ৷

দীপক চাহারের ওই ইনস্টা পোস্টটি 13 অগাস্টের ৷ সেদিন সবেমাত্র চেন্নাইয়ের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি ৷ ছবিতে দেখা যাচ্ছে দীপকের সঙ্গে রয়েছেন সুরেশ রায়না, কর্ণ শর্মা, পীয়ূষ চাওলারা ৷ নিউ নর্মালের নিয়ম অনুযায়ী মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলা আবশ্যিক ৷ যদিও সেই ছবিতে কারও মুখে মাস্ক ছিল না ৷ সেই পোস্টের নিচে ভাই রাহুল চাহার মন্তব্য করেন, "ভাই তোমার মাস্ক কোথায় ?" উত্তরে দীপক লেখেন, "আমাদের সবার কোরোনা টেস্ট নেগেটিভ এসেছে ৷ আর পরিবারের সঙ্গে থাকলে আমরা মাস্ক পরি না ৷" সেই কথোপকথনের স্ক্রিনশট এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.