ETV Bharat / sports

আহত বিপক্ষের বোলার, ব্যাট ফেলে দৌড়ালেন সিরাজ় - মহম্মদ সিরাজ়

জসপ্রীত বুমরার স্ট্রেট ড্রাইভ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের মাথায় এসে লাগে । পড়ে যান গ্রিন । তখন নন স্ট্রাইকার এন্ডে ব্যাট করছিলেন সিরাজ় ।

Watch: Mohammed Siraj's spirit of cricket act wins hearts on internet
Watch: Mohammed Siraj's spirit of cricket act wins hearts on internet
author img

By

Published : Dec 12, 2020, 1:40 PM IST

সিডনি, 12 ডিসেম্বর : দেশের জার্সি গায়ে তুলে কর্তব্য পালনের জন্য আসতে পারেননি বাবার শেষকৃত্যে। মহম্মদ সিরাজের এই মানসিক দৃঢ়তায় অবাক হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব । ফের একবার নেটিজেনদের মন জয় করে নিলেন সিরাজ় । 22 গজে তাঁর খেলোয়াড়সুলভ মনোভাব বাহবা কুড়িয়েছে ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের ঘটনা । জসপ্রীত বুমরার স্ট্রেট ড্রাইভ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের মাথায় এসে লাগে । পড়ে যান গ্রিন । তখন নন স্ট্রাইকার এন্ডে ব্যাট করছিলেন সিরাজ় । কোনওদিকে না তাকিয়ে ব্যাট ফেলে বিপক্ষের আহত ক্রিকেটারের কাছে ছুটে যান । প্রতিপক্ষ ক্রিকেটারদের প্রতি সিরাজ়ের এই ব্যবহার ইন্টারনেটে ভাইরাল । ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফেও এই তরুণ পেসারের ক্রিকেটীয় স্পিরিট নিয়ে পোস্ট করা হয়েছে । ছবিতে দেখা যাচ্ছে হাঁটুমুড়ে বসে থাকা আহত গ্রিনের পাশে দাঁড়িয়ে রয়েছেন সিরাজ় ।

বিসিসিআই টুইটে লিখেছে, "বুমরার স্ট্রেট ড্রাইভ মাথায় গিয়ে আঘাত করে ক্যামেরন গ্রিনের । নন স্ট্রাইকার ব্যাটসম্যান মহম্মদ সিরাজ় তাঁকে দেখার জন্য দ্রুত ছুটে যান ।" টেস্ট সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন গ্রিন । তাঁর পরিবর্তে প্যাট রোইকে দলে নেওয়া হয়েছে ।

সিডনি, 12 ডিসেম্বর : দেশের জার্সি গায়ে তুলে কর্তব্য পালনের জন্য আসতে পারেননি বাবার শেষকৃত্যে। মহম্মদ সিরাজের এই মানসিক দৃঢ়তায় অবাক হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব । ফের একবার নেটিজেনদের মন জয় করে নিলেন সিরাজ় । 22 গজে তাঁর খেলোয়াড়সুলভ মনোভাব বাহবা কুড়িয়েছে ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের ঘটনা । জসপ্রীত বুমরার স্ট্রেট ড্রাইভ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের মাথায় এসে লাগে । পড়ে যান গ্রিন । তখন নন স্ট্রাইকার এন্ডে ব্যাট করছিলেন সিরাজ় । কোনওদিকে না তাকিয়ে ব্যাট ফেলে বিপক্ষের আহত ক্রিকেটারের কাছে ছুটে যান । প্রতিপক্ষ ক্রিকেটারদের প্রতি সিরাজ়ের এই ব্যবহার ইন্টারনেটে ভাইরাল । ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফেও এই তরুণ পেসারের ক্রিকেটীয় স্পিরিট নিয়ে পোস্ট করা হয়েছে । ছবিতে দেখা যাচ্ছে হাঁটুমুড়ে বসে থাকা আহত গ্রিনের পাশে দাঁড়িয়ে রয়েছেন সিরাজ় ।

বিসিসিআই টুইটে লিখেছে, "বুমরার স্ট্রেট ড্রাইভ মাথায় গিয়ে আঘাত করে ক্যামেরন গ্রিনের । নন স্ট্রাইকার ব্যাটসম্যান মহম্মদ সিরাজ় তাঁকে দেখার জন্য দ্রুত ছুটে যান ।" টেস্ট সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন গ্রিন । তাঁর পরিবর্তে প্যাট রোইকে দলে নেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.