ETV Bharat / sports

শততম টেস্টেও ভারতের বিরুদ্ধে মাঠে রুট - Joe Root becomes 15th England cricketer to play 100 Tests

কার্ল হুপার ও কপিল দেব এর আগে নিজেদের অভিষেক ম্যাচ ও শততম ম্যাচ একই দলের বিরুদ্ধে খেলেছিলেন ৷ কপিল দেব পাকিস্তানের বিরুদ্ধে ও কার্ল হুপার ভারতের বিরুদ্ধে এই কৃতিত্ব করেছিলেন ৷

শততম টেস্ট ভারতের বিরুদ্ধে মাঠে রুট
শততম টেস্ট ভারতের বিরুদ্ধে মাঠে রুট
author img

By

Published : Feb 5, 2021, 3:05 PM IST

চেন্নাই, 5 ফেব্রুয়ারি : 15তম ইংল্যান্ড ক্রিকেটার হিসেবে 100 টি টেস্ট খেলার নজির গড়লেন জো রুট ৷ ভারত বনাম ইংল্যান্ড সিরিজ়ে নিজের 100 তম ম্যাচে ব্রিটিশ দলের অধিনায়ত্বের ব্যাটনও রুটের হাত ৷

এই ম্যাচে ব্যাট হাতে নামার আগে 99টি ম্যাচে 8 হাজার 249 রান করেছেন তিনি ৷ তার মধ্যে 19টি শতরান ও 49টি অর্ধশতরান করেছেন ৷ ইংল্যান্ডের হয়ে তিনি চতুর্থ সর্বোচ্চ রান শিকারি ৷ তাঁর আগে আছেন অ্যালিস্টার কুক ( 12 হাজার 472 রান ), গ্রাহাম গুচ ( 8 হাজার 900 রান ) ও অ্যালেক স্ট্রুয়ার্ট ( 8 হাজার 463 রান)

আর্কষণীয়ভাবে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিজের প্রথম ও শততম টেস্ট একই দেশের বিরুদ্ধে খেললেন রুট ৷ 2012 সালে ভারতের বিরুদ্ধে নিজের অভিষেক ম্যাচ খেলেন রুট ৷ সেই সিরিজ় 2-1 ব্যবধানে জেতে ইংল্যান্ড ৷ কার্ল হুপার ও কপিল দেব এর আগে নিজেদের অভিষেক ম্যাচ ও শততম ম্যাচ একই দলের বিরুদ্ধে খেলেছিলেন ৷ কপিল দেব পাকিস্তানের বিরুদ্ধে ও কার্ল হুপার ভারতের বিরুদ্ধে খেলেছিলেন ৷

আরও পড়ুন : চিপকে ব্রিটিশ সিংহ বধে কোহলির ভরসা যাঁরা

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার তালিকায় বর্তমানে 15 তম স্থানে রুট ৷ প্রথম স্থানে আছেন অ্যালিস্টার কুক ৷ তিনি থ্রি লায়নসদের হয়ে সর্বোচ্চ 158টি টেস্টে প্রতিনিধিত্ব করেন ৷ ভারত অধিনায়ক বিরাট কোহলি আগেই রুটের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন ৷ ম্যাচের আগের সন্ধ্যায় বিরাট বলেন, ‘‘ প্রথমত জো-কে অসংখ্য শুভেচ্ছা ৷ 100টি টেস্ট খেলা কোনও ছোটো কাজ নয় ৷ ও ওর এই জার্নিটার জন্য গর্ব করতে পারে ৷ এখনও অনেক বছর ক্রিকেট ওর মধ্যে অবশিষ্ট আছে ৷’’

চেন্নাই, 5 ফেব্রুয়ারি : 15তম ইংল্যান্ড ক্রিকেটার হিসেবে 100 টি টেস্ট খেলার নজির গড়লেন জো রুট ৷ ভারত বনাম ইংল্যান্ড সিরিজ়ে নিজের 100 তম ম্যাচে ব্রিটিশ দলের অধিনায়ত্বের ব্যাটনও রুটের হাত ৷

এই ম্যাচে ব্যাট হাতে নামার আগে 99টি ম্যাচে 8 হাজার 249 রান করেছেন তিনি ৷ তার মধ্যে 19টি শতরান ও 49টি অর্ধশতরান করেছেন ৷ ইংল্যান্ডের হয়ে তিনি চতুর্থ সর্বোচ্চ রান শিকারি ৷ তাঁর আগে আছেন অ্যালিস্টার কুক ( 12 হাজার 472 রান ), গ্রাহাম গুচ ( 8 হাজার 900 রান ) ও অ্যালেক স্ট্রুয়ার্ট ( 8 হাজার 463 রান)

আর্কষণীয়ভাবে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিজের প্রথম ও শততম টেস্ট একই দেশের বিরুদ্ধে খেললেন রুট ৷ 2012 সালে ভারতের বিরুদ্ধে নিজের অভিষেক ম্যাচ খেলেন রুট ৷ সেই সিরিজ় 2-1 ব্যবধানে জেতে ইংল্যান্ড ৷ কার্ল হুপার ও কপিল দেব এর আগে নিজেদের অভিষেক ম্যাচ ও শততম ম্যাচ একই দলের বিরুদ্ধে খেলেছিলেন ৷ কপিল দেব পাকিস্তানের বিরুদ্ধে ও কার্ল হুপার ভারতের বিরুদ্ধে খেলেছিলেন ৷

আরও পড়ুন : চিপকে ব্রিটিশ সিংহ বধে কোহলির ভরসা যাঁরা

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার তালিকায় বর্তমানে 15 তম স্থানে রুট ৷ প্রথম স্থানে আছেন অ্যালিস্টার কুক ৷ তিনি থ্রি লায়নসদের হয়ে সর্বোচ্চ 158টি টেস্টে প্রতিনিধিত্ব করেন ৷ ভারত অধিনায়ক বিরাট কোহলি আগেই রুটের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন ৷ ম্যাচের আগের সন্ধ্যায় বিরাট বলেন, ‘‘ প্রথমত জো-কে অসংখ্য শুভেচ্ছা ৷ 100টি টেস্ট খেলা কোনও ছোটো কাজ নয় ৷ ও ওর এই জার্নিটার জন্য গর্ব করতে পারে ৷ এখনও অনেক বছর ক্রিকেট ওর মধ্যে অবশিষ্ট আছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.