পুনে, 24 মার্চ : "এই ছেলেটি ভারতীয় দলের এক্স ফ্যাক্টর হতে পারে ৷" আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সদস্য প্রসিধ কৃষ্ণ সম্পর্কে কথাগুলো বলেছিলেন বিরাট কোহলি ৷ বছরখানেক পর বিরাটের এই কথাগুলো যেন অক্ষরে অক্ষরে ফলে গেল ৷ জাতীয় দলে আত্মপ্রকাশেই বাজিমাত করলেন কর্নাটকের পেসার প্রসিধ কৃষ্ণ ৷ ওয়ান ডে অভিষেকে চার উইকেট নেওয়া প্রসিধ প্রথম ভারতীয় হিসেবে রেকর্ড গড়েছেন ৷ কিং খানের দলের পরিচিত মুখ প্রসিধ জুটি ভাঙায় সিদ্ধহস্ত হতে চান ৷
জাতীয় দলের হয়ে প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে ভরপুর আত্মবিশ্বাস নিয়ে নেমেছিলেন তা নয় ৷ জনি বেয়ারস্টো, জেসন রয়দের বিরুদ্ধে স্নায়ুর চাপ বোধ করছিলেন ৷ যে কারণে প্রথম তিন ওভারে খরচ করলেন 37 রান ৷ আড়ষ্টতা কাটিয়ে অবশ্য প্রত্যাবর্তন করলেন পরমুহূর্তেই ৷ জেসন রয়কে ফিরিয়ে ইংল্যান্ডের ওপেনিং জুটিতে ভাঙন ধরান প্রসিধ ৷ এরপর বেন স্টোকসকে ফিরিয়ে দিয়ে মরগ্য়ানদের ব্যাটিং বিভাগের মেরুদণ্ড ভেঙে দেন ৷ প্রসিধের দুটি উইকেট ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে ৷ ভবিষ্যতেও এমন জুটি ভাঙায় সিদ্ধহস্ত হতে চান তিনি ৷
আরও পড়ুন : অভিষেকেই অর্ধ শতরান, দাদা ক্রুণালের সাফল্যে চোখে জল ভাই হার্দিকের
আত্মপ্রকাশেই চমক দেখানো রোগা ছিপছিপে চেহারার ছেলেটি ম্যাচ শেষে বলেন, "শুরুটা মোটেও ভালো হয়নি ৷ দুর্বল বোলিংয়ের কারণে ওরা চেপে বসেছিল ৷ যদিও নিজের উপর আমার পুরো ভরসা ছিল ৷ একসঙ্গে বেশ কয়েকটি উইকেট ফেলতে পেরেছি ৷ যা কাজে দিয়েছে ৷" এরপর বলেন, "আইপিএল আমাকে খুব সাহায্য করেছে ৷ আমি 'হিট দা ডেক' বোলার হিসেবে পরিচিত হতে চাই ৷ যা পার্টনারশিপ ভাঙতে সাহায্য করবে ৷ আশা করব দীর্ঘ সময়ের জন্য যেন পার্টনারশিপ ভাঙতে সাহায্য করতে পারি ৷"
কলকাতা নাইট রাইডার্সে আসার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমে ছিলেন প্রসিধ ৷ বলে গতি ও সুইংয়ের ভালো মিলমিশ রয়েছে ৷ বৈচিত্র রয়েছে ৷ আইপিএলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নজর কেড়েছিলেন ৷ তার সুফল পেলেন জাতীয় দলে ডাক পেয়ে ৷ সুযোগ কাজেও লাগালেন ৷