ETV Bharat / sports

"2020 আরও অনেক কিছু দেখাবে", দিল্লির ফাইনালে ওঠা প্রসঙ্গে টুইট বীরুর - বীরেন্দ্র সেহওয়াগ

পুরানো টিমের সাফল্যে উচ্ছ্বসিত সেহওয়াগ ৷

"2020 আরও অনেক কিছু দেখাবে", দিল্লির প্রথমবার IPL ফাইনালে ওঠা প্রসঙ্গে বীরু
"2020 আরও অনেক কিছু দেখাবে", দিল্লির প্রথমবার IPL ফাইনালে ওঠা প্রসঙ্গে বীরু
author img

By

Published : Nov 9, 2020, 1:20 PM IST

আবু ধাবি, 9 নভেম্বর : IPL-এর 12 বছরের ইতিহাসে এমনটা আগে কখনও হয়নি ৷ যা হল আরব আমিরশাহীতে ৷ দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই প্রথম IPL-এর ফাইনালে পা রেখেছে দিল্লির ফ্র্যাঞ্চাইজ়ি ৷ হারের ভ্রুকুটি সরিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে 17 রানে হারিয়ে বাজিমাত করেছে শ্রেয়াস আইয়াররা ৷ তারপর থেকেই সোশাল মিডিয়ায় ছেয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস ৷ ক্রিকেট অনুরাগী, প্রাক্তন খেলোয়াড় থেকে ক্রিকেট বিশেষজ্ঞ, সকলেই দিল্লির রোড টু ফাইনাল নিয়ে রোমাঞ্চিত ৷

একটা সময় নিজেও দিল্লি ক্যাপিটালস (তখনকার দিল্লি ডেয়ারডেভিলস) -এর সদস্য ছিলেন ৷ তাই পুরানো টিমের সাফল্যে উচ্ছ্বসিত বীরেন্দ্র সেহওয়াগ ৷ ফাইনালের ওঠার পর দিল্লিকে শুভেচ্ছা জানালেন নিজস্ব ভঙ্গিতে ৷ টুইটারে বলিউড সুপারস্টার সলমন খান ও তাঁর ছবির জনপ্রিয় গান "অ্যায়সা পহেলি বার হুয়া হ্যায় 17-18 সালো মে"-র একটি মিম শেয়ার করেছেন বীরু ৷ 13 বছরে প্রথমবার দিল্লির IPL-এ পা দেওয়া বোঝাতেই এই মিম ৷ পাশাপাশি ক্যাপশনে তিনি লেখেন, "ফাইনালে ওঠার জন্য শুভেচ্ছা ৷ IPL-এর একমাত্র সক্রিয় দল যারা কখনও IPL ফাইনাল খেলেনি ৷ এবার তারাই ফাইনালে জায়গা করে নিয়েছে ৷ 2020 বছরটা আরও অনেক কিছু দেখাবে ৷"

বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর, দীনেশ কার্তিক থেকে কেভিন পিটারসেন, মাহেলা জয়বর্ধনে ৷ 2008 সাল থেকে দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ির নেতৃত্বে দেখা গেছে দেশ-বিদেশের তারকা মুখকে ৷ অভিজ্ঞতার ঝুলি উপচে পড়লেও নিজের দলকে ফাইনালে তুলতে সমর্থ হননি তাঁরা ৷ যা করে দেখিয়েছেন বছর পঁচিশের শ্রেয়াস আইয়ার ৷ জাতীয় দলে যিনি মেরেকেটে বছর চারের হল পা রেখেছেন ৷ 2018 সালের মরশুমের মাঝপথেই দিল্লির নেতৃত্ব শ্রেয়াসের হাতে এসে পড়ে ৷ তরুণ অধিনায়কের হাতে পড়ে গত মরশুম থেকেই বদলের ইঙ্গিত দিয়েছিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়িটি ৷ চলতি মরশুমে প্রথম থেকেই যেন ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে নেমেছিল দিল্লি ৷ চোট ধাক্কা কাটিয়ে তারুণ্য আর অভিজ্ঞতার মিলমিশে তাদের পারফরম্যান্স মনে রাখার মতো ৷ কয়েকটা ম্যাচে পা হড়কালেও এবারের ফাইনালে দিল্লিকে মনেপ্রাণে চাইছিল ক্রিকেট অনুরাগীরা ৷

দিল্লির সাফল্যের পিছনে বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের ক্রিকেট মস্তিষ্কের কথা ভুললে চলবে না ৷ উচ্ছ্বসিত পন্টিং বলেছেন কঠিন পরিশ্রমের ফল পেয়েছ তাঁর দল ৷ টুইটারে পন্টিং লেখেন, "ছেলেদের কাছে প্রথমবার ফাইনালে যাওয়ার অনুভূতিটা রোমাঞ্চকর ৷ কঠিন পরিশ্রমের বড় ফল পেলাম ৷ আর মাত্র একটা ধাপ ৷"

  • Thrilled for the boys to make it through to @delhicapitals first IPL final, it's a great reward for all the hard work they've put in since we got here and gelled together as a group. One more step to go. pic.twitter.com/zAhhax9bBw

    — Ricky Ponting AO (@RickyPonting) November 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আবু ধাবি, 9 নভেম্বর : IPL-এর 12 বছরের ইতিহাসে এমনটা আগে কখনও হয়নি ৷ যা হল আরব আমিরশাহীতে ৷ দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই প্রথম IPL-এর ফাইনালে পা রেখেছে দিল্লির ফ্র্যাঞ্চাইজ়ি ৷ হারের ভ্রুকুটি সরিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে 17 রানে হারিয়ে বাজিমাত করেছে শ্রেয়াস আইয়াররা ৷ তারপর থেকেই সোশাল মিডিয়ায় ছেয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস ৷ ক্রিকেট অনুরাগী, প্রাক্তন খেলোয়াড় থেকে ক্রিকেট বিশেষজ্ঞ, সকলেই দিল্লির রোড টু ফাইনাল নিয়ে রোমাঞ্চিত ৷

একটা সময় নিজেও দিল্লি ক্যাপিটালস (তখনকার দিল্লি ডেয়ারডেভিলস) -এর সদস্য ছিলেন ৷ তাই পুরানো টিমের সাফল্যে উচ্ছ্বসিত বীরেন্দ্র সেহওয়াগ ৷ ফাইনালের ওঠার পর দিল্লিকে শুভেচ্ছা জানালেন নিজস্ব ভঙ্গিতে ৷ টুইটারে বলিউড সুপারস্টার সলমন খান ও তাঁর ছবির জনপ্রিয় গান "অ্যায়সা পহেলি বার হুয়া হ্যায় 17-18 সালো মে"-র একটি মিম শেয়ার করেছেন বীরু ৷ 13 বছরে প্রথমবার দিল্লির IPL-এ পা দেওয়া বোঝাতেই এই মিম ৷ পাশাপাশি ক্যাপশনে তিনি লেখেন, "ফাইনালে ওঠার জন্য শুভেচ্ছা ৷ IPL-এর একমাত্র সক্রিয় দল যারা কখনও IPL ফাইনাল খেলেনি ৷ এবার তারাই ফাইনালে জায়গা করে নিয়েছে ৷ 2020 বছরটা আরও অনেক কিছু দেখাবে ৷"

বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর, দীনেশ কার্তিক থেকে কেভিন পিটারসেন, মাহেলা জয়বর্ধনে ৷ 2008 সাল থেকে দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ির নেতৃত্বে দেখা গেছে দেশ-বিদেশের তারকা মুখকে ৷ অভিজ্ঞতার ঝুলি উপচে পড়লেও নিজের দলকে ফাইনালে তুলতে সমর্থ হননি তাঁরা ৷ যা করে দেখিয়েছেন বছর পঁচিশের শ্রেয়াস আইয়ার ৷ জাতীয় দলে যিনি মেরেকেটে বছর চারের হল পা রেখেছেন ৷ 2018 সালের মরশুমের মাঝপথেই দিল্লির নেতৃত্ব শ্রেয়াসের হাতে এসে পড়ে ৷ তরুণ অধিনায়কের হাতে পড়ে গত মরশুম থেকেই বদলের ইঙ্গিত দিয়েছিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়িটি ৷ চলতি মরশুমে প্রথম থেকেই যেন ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে নেমেছিল দিল্লি ৷ চোট ধাক্কা কাটিয়ে তারুণ্য আর অভিজ্ঞতার মিলমিশে তাদের পারফরম্যান্স মনে রাখার মতো ৷ কয়েকটা ম্যাচে পা হড়কালেও এবারের ফাইনালে দিল্লিকে মনেপ্রাণে চাইছিল ক্রিকেট অনুরাগীরা ৷

দিল্লির সাফল্যের পিছনে বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের ক্রিকেট মস্তিষ্কের কথা ভুললে চলবে না ৷ উচ্ছ্বসিত পন্টিং বলেছেন কঠিন পরিশ্রমের ফল পেয়েছ তাঁর দল ৷ টুইটারে পন্টিং লেখেন, "ছেলেদের কাছে প্রথমবার ফাইনালে যাওয়ার অনুভূতিটা রোমাঞ্চকর ৷ কঠিন পরিশ্রমের বড় ফল পেলাম ৷ আর মাত্র একটা ধাপ ৷"

  • Thrilled for the boys to make it through to @delhicapitals first IPL final, it's a great reward for all the hard work they've put in since we got here and gelled together as a group. One more step to go. pic.twitter.com/zAhhax9bBw

    — Ricky Ponting AO (@RickyPonting) November 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.