ETV Bharat / sports

কোহলির ব্যাট ও ইশান্তের বলে গোলাপি টেস্ট জয়ের পথে ভারত

ইডেন টেস্টে দ্বিতীয় দিনেও ভারতের দাপট অব্যাহত ৷ শতরান করলেন অধিনায়ক কোহলি ৷ ফের দুরন্ত বোলিং ইশান্ত শর্মার ৷ প্রথম ইনিংসে 5 উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তুলে নিলেন বাংলাদেশের 4টি গুরুত্ব উইকেট ৷

টিম ইন্ডিয়া
author img

By

Published : Nov 23, 2019, 10:04 PM IST

কলকাতা, 23 নভেম্বর : গোলাপি টেস্টে দ্বিতীয় দিনেও ভারতীয়দের দাপট ৷ প্রথম দিনে যেখানে শেষ করেছিলেন বিরাট, রাহানেরা, এদিন সেখান থেকেই শুরু করল ভারতীয় ব্যাটসম্যানরা ৷ শেষ দিকে ইশান্ত শর্মার দুরন্ত বোলিং, ফের হারের মুখে বাংলাদেশ ৷

প্রথম দিন দিনের শেষে ক্রিজে ছিলেন বিরাট কোহলি ও রাহানে ৷ এদিন নিজের অর্ধশতরান ফের সেঞ্চুরিতে পরিবর্তন করলেন ভারতের রান মেশিন ৷ তবে অর্ধশতরান করেই থামতে হল সহ অধিনায়ক রাহানেকে ৷

এদিন ফের দুরন্ত শতরান করলেন ভারত অধিনায়ক ৷ লাল বল, সাদা বলের পর এবার গোলাপি বলেও সমান দাপট দেখিয়ে শতরান পূরণ করলেন ভিকে ৷ কেরিয়ারের 27তম শতরান পূরণ করলেন তিনি ৷ ধরে ফেললেন স্যার গ্যারিফিল্ড সোবার্সকে ৷ একই সঙ্গে অধিনায়ক হিসাবে শতরানের নিরিখে ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে ৷

image
ফের শতরান কোহলির

9 উইকেটের বিনিময়ে 347 রান বোর্ডে তুলে ইনিংস ডিক্লিয়ার করে ভারত ৷ ক্রিজে ছিলেন ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি ৷ বাংলাদেশকে 241 রানের লিড দেয় ভারত ৷

image
দুরন্ত বোলিং ইশান্তের

ব্যাট হাতে বিরাট তো বল হাতে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুরন্ত ইশান্ত শর্মা ৷ প্রথম ইনিংসে গোলাপি বলে প্রথম ভারতীয় হিসাবে এক ইনিংসে 5 উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ফের তুলে নিলেন 4টি উইকেট ৷ ইশান্তের বিধ্বংসী বোলিংয়ের সামনে রীতিমত দিশাহারা বাংলাদেশ ব্যাটসম্যানরা ৷ ইশান্তের পাশাপাশি দুরন্ত বোলিং করলেন উমেশ যাদব ৷

প্রথম ইনিংসে শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ভরসা দিচ্ছেন মুশফিকুর রহিম ৷ দিনের শেষে 59 রানে অপরাজিত আছেন তিনি ৷ প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসাবে গোলাপি বলে অর্ধশতরানও পূরণ করলেন তিনি ৷ দিনের শেষে 89 রানে পিছিয়ে আছে বাংলাদেশ ৷

কলকাতা, 23 নভেম্বর : গোলাপি টেস্টে দ্বিতীয় দিনেও ভারতীয়দের দাপট ৷ প্রথম দিনে যেখানে শেষ করেছিলেন বিরাট, রাহানেরা, এদিন সেখান থেকেই শুরু করল ভারতীয় ব্যাটসম্যানরা ৷ শেষ দিকে ইশান্ত শর্মার দুরন্ত বোলিং, ফের হারের মুখে বাংলাদেশ ৷

প্রথম দিন দিনের শেষে ক্রিজে ছিলেন বিরাট কোহলি ও রাহানে ৷ এদিন নিজের অর্ধশতরান ফের সেঞ্চুরিতে পরিবর্তন করলেন ভারতের রান মেশিন ৷ তবে অর্ধশতরান করেই থামতে হল সহ অধিনায়ক রাহানেকে ৷

এদিন ফের দুরন্ত শতরান করলেন ভারত অধিনায়ক ৷ লাল বল, সাদা বলের পর এবার গোলাপি বলেও সমান দাপট দেখিয়ে শতরান পূরণ করলেন ভিকে ৷ কেরিয়ারের 27তম শতরান পূরণ করলেন তিনি ৷ ধরে ফেললেন স্যার গ্যারিফিল্ড সোবার্সকে ৷ একই সঙ্গে অধিনায়ক হিসাবে শতরানের নিরিখে ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে ৷

image
ফের শতরান কোহলির

9 উইকেটের বিনিময়ে 347 রান বোর্ডে তুলে ইনিংস ডিক্লিয়ার করে ভারত ৷ ক্রিজে ছিলেন ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি ৷ বাংলাদেশকে 241 রানের লিড দেয় ভারত ৷

image
দুরন্ত বোলিং ইশান্তের

ব্যাট হাতে বিরাট তো বল হাতে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুরন্ত ইশান্ত শর্মা ৷ প্রথম ইনিংসে গোলাপি বলে প্রথম ভারতীয় হিসাবে এক ইনিংসে 5 উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ফের তুলে নিলেন 4টি উইকেট ৷ ইশান্তের বিধ্বংসী বোলিংয়ের সামনে রীতিমত দিশাহারা বাংলাদেশ ব্যাটসম্যানরা ৷ ইশান্তের পাশাপাশি দুরন্ত বোলিং করলেন উমেশ যাদব ৷

প্রথম ইনিংসে শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ভরসা দিচ্ছেন মুশফিকুর রহিম ৷ দিনের শেষে 59 রানে অপরাজিত আছেন তিনি ৷ প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসাবে গোলাপি বলে অর্ধশতরানও পূরণ করলেন তিনি ৷ দিনের শেষে 89 রানে পিছিয়ে আছে বাংলাদেশ ৷

Intro:sindhu


Body:eden and badmintin


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.