ETV Bharat / sports

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং : কোহলিকে পিছনে ফেলে তিনে উঠে এলেন জো রুট - virat kohli

ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ নম্বরে নেমে গিয়েছেন বিরাট ৷

kohli
kohli
author img

By

Published : Feb 10, 2021, 5:47 PM IST

দুবাই, 10 ফেব্রুয়ারি : চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে ছিলেন দুর্ধর্ষ ৷ শততম টেস্টে দ্বিশতরান হাঁকিয়ে বিরল রেকর্ডের অধিকারী হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ৷ কোহলিদের বিরুদ্ধে তাঁর এই দাপটের প্রভাব পড়ল আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে ৷ বিরাট কোহলিকে পিছনে ফেলে ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে উঠে এলেন রুট ৷ অন্যদিকে ভারত অধিনায়ক নেমে গেলেন পাঁচ নম্বরে ৷

চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে 218 রানের দুরন্ত ইনিংস খেলে ইংল্যান্ডের জয়ে বড় অবদান রেখেছেন রুট ৷ এই ইনিংস খেলেই কোহলিকে পিছনে ফেলে দিলেন তিনি ৷ এই টেস্টে দুটি ইনিংসে কোহলির সংগ্রহ 11 এবং 72 রান ৷ 2020 সালে কোহলি মাত্র তিনটি টেস্ট খেলেছেন ৷ তার মধ্যে দুটি নিউজ়িল্যান্ড এবং একটি অস্ট্রেলিয়ায় অ্যাডিলেডে ৷ 2021 সালে ঘরের মাঠে চেন্নাইয়ে প্রথম টেস্ট খেললেন তিনি ৷ অস্ট্রেলিয়ায় বাকি তিনটি টেস্ট না খেলার কারণে ক্রমতালিকায় পিছিয়ে পড়েছিলেন আগেই ৷ কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, জো রুটরা বিরাটের থেকে এগিয়ে গিয়েছেন ৷

আরও পড়ুন : ‘‘এত উৎসব করো না, সতর্ক করেছিলাম’’, হিন্দি টুইটে ভারতকে খোঁচা পিটারসনের

চেন্নাইয়ের মাঠে বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন জেমস অ্যান্ডারসন ৷ চিপকের স্পিন সহায়ক পিচেও গতির ঝড় তুলে 17 রানে তিনটি উইকেট তুলে নেন ৷ এর পুরস্কার পেলেন 38 বছরের পেসার ৷ আইসিসি বোলারদের ক্রমতালিকায় তৃতীয় নম্বরে উঠে এলেন তিনি ৷ প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন প্যাট কামিন্স এবং স্টুয়ার্ট ব্রড ৷ ভারতীয়দের মধ্যে প্রথম দশের মধ্যে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং জসপ্রীত বুমরা ৷

দুবাই, 10 ফেব্রুয়ারি : চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে ছিলেন দুর্ধর্ষ ৷ শততম টেস্টে দ্বিশতরান হাঁকিয়ে বিরল রেকর্ডের অধিকারী হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ৷ কোহলিদের বিরুদ্ধে তাঁর এই দাপটের প্রভাব পড়ল আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে ৷ বিরাট কোহলিকে পিছনে ফেলে ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে উঠে এলেন রুট ৷ অন্যদিকে ভারত অধিনায়ক নেমে গেলেন পাঁচ নম্বরে ৷

চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে 218 রানের দুরন্ত ইনিংস খেলে ইংল্যান্ডের জয়ে বড় অবদান রেখেছেন রুট ৷ এই ইনিংস খেলেই কোহলিকে পিছনে ফেলে দিলেন তিনি ৷ এই টেস্টে দুটি ইনিংসে কোহলির সংগ্রহ 11 এবং 72 রান ৷ 2020 সালে কোহলি মাত্র তিনটি টেস্ট খেলেছেন ৷ তার মধ্যে দুটি নিউজ়িল্যান্ড এবং একটি অস্ট্রেলিয়ায় অ্যাডিলেডে ৷ 2021 সালে ঘরের মাঠে চেন্নাইয়ে প্রথম টেস্ট খেললেন তিনি ৷ অস্ট্রেলিয়ায় বাকি তিনটি টেস্ট না খেলার কারণে ক্রমতালিকায় পিছিয়ে পড়েছিলেন আগেই ৷ কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, জো রুটরা বিরাটের থেকে এগিয়ে গিয়েছেন ৷

আরও পড়ুন : ‘‘এত উৎসব করো না, সতর্ক করেছিলাম’’, হিন্দি টুইটে ভারতকে খোঁচা পিটারসনের

চেন্নাইয়ের মাঠে বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন জেমস অ্যান্ডারসন ৷ চিপকের স্পিন সহায়ক পিচেও গতির ঝড় তুলে 17 রানে তিনটি উইকেট তুলে নেন ৷ এর পুরস্কার পেলেন 38 বছরের পেসার ৷ আইসিসি বোলারদের ক্রমতালিকায় তৃতীয় নম্বরে উঠে এলেন তিনি ৷ প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন প্যাট কামিন্স এবং স্টুয়ার্ট ব্রড ৷ ভারতীয়দের মধ্যে প্রথম দশের মধ্যে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং জসপ্রীত বুমরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.