ETV Bharat / sports

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পন্টিংয়ের রেকর্ড ছোঁয়ার হাতছানি কোহলির সামনে

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত আসন্ন দু'ম্যাচের টেস্ট সিরিজ়ে ভারত অধিনায়ক ভাঙতে পাড়েন প্রাক্তন অজ়ি অধিনায়ক রিকি পন্টিংয়ের একটি রেকর্ড ৷

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পন্টিংয়ের রেকর্ড ছোঁয়ার হাতছানি কোহলির সামনে
author img

By

Published : Aug 22, 2019, 2:33 PM IST

অ্যান্টিগা, 22 অগাস্ট : ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে একাধিক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি ৷ এবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত আসন্ন দু'ম্যাচের টেস্ট সিরিজ়ে ভারত অধিনায়ক ভাঙতে পাড়েন প্রাক্তন অজ়ি অধিনায়ক রিকি পন্টিংয়ের একটি রেকর্ড ৷ দু'টি টেস্টের চারটি ইনিংসে অন্তত একটি সেঞ্চুরি করতে পারলেই কোহলি ছুঁয়ে ফেলবেন ক্যাপ্টেন হিসাবে রিকি পন্টিংয়ের 19টি শতরান করার রেকর্ড ৷

এপর্যন্ত 77টি টেস্ট মোট 25টি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ৷ তার মধ্যে 18টি টেস্ট সেঞ্চুরি করেছেন ক্যাপ্টেন হিসাবে ৷ রিকি পন্টিং তাঁর 41টি টেস্ট শতরানের মধ্যে 19টি করেছিলেন অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে নেমে ৷ অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2টি টেস্টে অন্তত দু'টি শতরান করলে পন্টিংয়ের রেকর্ড টপকে যাবেন ভারত অধিনায়ক ৷

যদিও ক্যাপ্টেন হিসাবে সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের দখলে ৷ তিনি প্রোটিয়া দলকে নেতৃত্ব দিতে নেমে মোট 25টি টেস্ট সেঞ্চুরি করেছেন ৷ রিকি পন্টিং রয়েছেন সেই তালিকার দ্বিতীয় স্থানে ৷ কোহলি আপাতত তিন নম্বরে দাঁড়িয়ে রয়েছেন ৷

ওয়েস্ট ইন্ডিজ় সফরের দু’টি সীমিত ওভারের সিরিজে অপরাজিত থেকে ICC টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে নামছে টিম ইন্ডিয়া ৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দু'ম্যাচের টেস্ট সিরিজ়ে ব্যক্তিগত মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভারতের নির্ভরযোগ্য অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজাও ৷ অন্তত 8টি উইকেট নিতে পারলে টেস্টে 200 উইকেটের মাইল ফলক ছুঁয়ে ফেলবেন তিনি ৷ সেক্ষেত্রে দশম ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে 200 উইকেট ক্লাবের সদস্য হবেন তিনি ৷ রবিচন্দ্রন অশ্বিনের পর তিনি ভারতের দ্বিতীয় দ্রুততম বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করবেন ৷

অ্যান্টিগা, 22 অগাস্ট : ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে একাধিক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি ৷ এবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত আসন্ন দু'ম্যাচের টেস্ট সিরিজ়ে ভারত অধিনায়ক ভাঙতে পাড়েন প্রাক্তন অজ়ি অধিনায়ক রিকি পন্টিংয়ের একটি রেকর্ড ৷ দু'টি টেস্টের চারটি ইনিংসে অন্তত একটি সেঞ্চুরি করতে পারলেই কোহলি ছুঁয়ে ফেলবেন ক্যাপ্টেন হিসাবে রিকি পন্টিংয়ের 19টি শতরান করার রেকর্ড ৷

এপর্যন্ত 77টি টেস্ট মোট 25টি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ৷ তার মধ্যে 18টি টেস্ট সেঞ্চুরি করেছেন ক্যাপ্টেন হিসাবে ৷ রিকি পন্টিং তাঁর 41টি টেস্ট শতরানের মধ্যে 19টি করেছিলেন অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে নেমে ৷ অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2টি টেস্টে অন্তত দু'টি শতরান করলে পন্টিংয়ের রেকর্ড টপকে যাবেন ভারত অধিনায়ক ৷

যদিও ক্যাপ্টেন হিসাবে সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের দখলে ৷ তিনি প্রোটিয়া দলকে নেতৃত্ব দিতে নেমে মোট 25টি টেস্ট সেঞ্চুরি করেছেন ৷ রিকি পন্টিং রয়েছেন সেই তালিকার দ্বিতীয় স্থানে ৷ কোহলি আপাতত তিন নম্বরে দাঁড়িয়ে রয়েছেন ৷

ওয়েস্ট ইন্ডিজ় সফরের দু’টি সীমিত ওভারের সিরিজে অপরাজিত থেকে ICC টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে নামছে টিম ইন্ডিয়া ৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দু'ম্যাচের টেস্ট সিরিজ়ে ব্যক্তিগত মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভারতের নির্ভরযোগ্য অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজাও ৷ অন্তত 8টি উইকেট নিতে পারলে টেস্টে 200 উইকেটের মাইল ফলক ছুঁয়ে ফেলবেন তিনি ৷ সেক্ষেত্রে দশম ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে 200 উইকেট ক্লাবের সদস্য হবেন তিনি ৷ রবিচন্দ্রন অশ্বিনের পর তিনি ভারতের দ্বিতীয় দ্রুততম বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করবেন ৷

New Delhi, Aug 22 (ANI): Karti Chidambaram arrived at Delhi Airport from Chennai on August 22. His father P Chidambaram was arrested by Central Bureau of Investigation (CBI), on Aug 21. "I have never met Peter Mukerjea, I have never met Indrani Mukerjea in my life. The only time, I have seen Indrani was when CBI took me to confront her. I have had no interaction with anyone directly or indirectly connected with their company."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.