কলকাতা, 26 অক্টোবর : খেলোয়াড়ি জীবনের ইন্ডিয়া ব্লেজ়ার পরে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে চমকে দিয়েছিলেন BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলি । CAB-র দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে নিজের লক্ষ্যের কথা শুনিয়ে বোর্ড সভাপতির ইনিংসের সুরটা বেঁধে দিলেন ।
হাতে মাত্র দশ মাস । নিয়মের গেরোয় সময়টা কম । আগামী দিনে ছবিটা বদল হবে কি না তা জানতে অপেক্ষা করতে হবে । কিন্তু সৌরভ গাঙ্গুলি বলছেন , 'ক্রিকেটাররা প্রশাসক হতে পারে না', এই বদনাম যাতে না হয় সেটাই লক্ষ্য । বঙ্গ ক্রিকেটের প্রশাসনের সচিব ও প্রেসিডেন্টের চেয়ারে বসে বড় চ্যালেঞ্জের প্রস্তুতি সারা । এবার নতুন ভাবে স্ট্যান্স নেওয়ার পালা । দায়িত্ব নিয়ে বলেছিলেন ঘরোয়া ক্রিকেটের সংস্কার পাখির চোখ । নিজের শহরের সংবর্ধনা মঞ্চে বসেও একই কথার পুনরাবৃত্তি করলেন । নিজেকে সফল অধিনায়ক হিসেবে মেলে ধরেছিলেন, যা ভারতীয় অধিনায়কত্বের ইয়ারড স্টিক । দক্ষ প্রশাসক হিসেবে মেলে ধরে ক্রিকেটাররা ভালো সংগঠকও তার জোরালো বার্তা দিতে চান ।
টিম ইন্ডিয়ার নেতৃত্বের ব্যাটন হাতে এক ঝাঁক ভালো ক্রিকেটারের লড়াইকে একসূত্রে বেঁধেছিলেন । বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির টিমের গড় বয়সও নিতান্তই কম । তরুণ দলের নেতা হিসেবে হৃদয়ের কথা শুনে প্রশাসন চালানোর কথা বলছেন সৌরভ । এটাই ছিল তাঁর নেতৃত্বের সাফল্যের চাবিকাঠি । যা সর্বোচ্চ প্রশাসকের চেয়ারে বসেও ব্যবহার করতে চান ।
গতকাল সৌরভের সংবর্ধনা ঘিরে CAB জুড়ে ছিল সাজো সাজো রব । আতসবাজিতে উপসংহার টানার আগে শুরুতে তুবড়ির ফুলঝুরিতে সৌরভকে ঘিরে আগাম দীপাবলি । বোর্ড সভাপতি সৌরভের অভিষেকের আনন্দ অনুষ্ঠানে বাংলার বর্তমান দলের সদস্যরা ছিলেন । ছিলেন প্রাক্তন সতীর্থরা । বাড়তি হিসেবে শুভেচ্ছা ডালি নিয়ে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহম্মদ আজ়হারউদ্দিন, প্রাক্তন সতীর্থ ভিভিএস লক্ষ্মণ ।
ভালো দলের সাফল্যের জিয়ন কাঠি লুকিয়ে থাকে সাপ্লাই লাইন বা বেঞ্চ স্ট্রেন্থে । তাই তিন বছরের অচলায়তন কাটিয়ে নতুন ভাবে বোর্ডকে সক্রিয় করতে নামী প্রাক্তন ক্রিকেটারদের সক্রিয় ভূমিকার কথা তুললেন সৌরভ । যা স্বার্থের সংঘাত নামক জুজুতে আটকে । যা পরিবর্তন করা জরুরি বলে মনে করেন নব নির্বাচিত বোর্ড সভাপতি । ইতিমধ্যে সমস্যা সমাধানে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন ।
ঘরোয়া ক্রিকেটের সংস্কার রয়েছে প্রাধান্যের তালিকায় । তেমনই টেস্ট ক্রিকেটে প্রাণ সঞ্চারের জন্যে নৈশালোকে গোলাপি বলে খেলার কথা ফের বললেন । যা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছেন । বলা হয়েছিল বিরাট কোহলি গোলাপি বলে টেস্ট ক্রিকেটের বিপক্ষে । সৌরভ বলছেন, এটা একেবারেই ঠিক নয় । বিরাটও দিন-রাতের টেস্টের পক্ষে সায় দিয়েছেন ৷
সৌরভ মানে ভারতীয় ক্রিকেটের নতুন দিশা । প্রশাসকের চেয়ারে বসলেও তাঁকে ঘিরে প্রত্যাশা একই শুধু নয় বরং আরও বাড়তি কিছু । সৌরভ বিষয়টি জানেন । আর জানেন বলেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর জোরালো ইঙ্গিত দিয়ে রাখলেন ।