মালদ্বীপ,6 ফেব্রুয়ারি : এবার অন্য ভূমিকায় দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে ৷ প্রাক্তন ভারত অধিনায়ক এই মুহূর্তে পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাছেন ৷ সেখানেই ধোনিকে দেখা গেল ফুচকা পরিবেশন করছেন ৷
ভারতীয় জাতীয় দলের প্রাক্তন দুই সতীর্থ আর পি সিং ও পীযূষ চাওলার সঙ্গে সস্ত্রীক মালদ্বীপে বেড়াতে গিয়েছেন তিনি ৷ সেখানে প্রাক্তন দুই সতীর্থকে ফুচকা পরিবেশন করলেন মহেন্দ্র সিং ধোনি ৷ মুহূর্তের মধ্যে তাঁর এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায় ৷
2019 সালের ICC বিশ্বকাপের সেমিফাইনালের পর আর মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি ৷ তবে শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয় ঘরোয়া ক্রিকেটেও দেখা যায়নি ধোনিকে ৷ সামনে IPL ৷ তাই অনুশীলনে নেমেছেন তিনি ৷ অতীতেও ক্রিকেটের ফাঁকে পরিবারের সঙ্গে বারবার ছুটি কাটাতে দেখা গেছে ক্যাপ্টেন কুলকে ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিলেও কবে ফের জাতীয় দলে ফিরবেন তা কিন্তু সংশয়ে ৷
-
Straight outta Maldives, our rockstar is seen making a couple of pani puris!👨🍳
— MS Dhoni Fans Official (@msdfansofficial) February 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Our favorite chat just became even more delectable! 🥰🤤#MahiInMaldives #Dhoni @msdhoni pic.twitter.com/NFjGcuMT1h
">Straight outta Maldives, our rockstar is seen making a couple of pani puris!👨🍳
— MS Dhoni Fans Official (@msdfansofficial) February 4, 2020
Our favorite chat just became even more delectable! 🥰🤤#MahiInMaldives #Dhoni @msdhoni pic.twitter.com/NFjGcuMT1hStraight outta Maldives, our rockstar is seen making a couple of pani puris!👨🍳
— MS Dhoni Fans Official (@msdfansofficial) February 4, 2020
Our favorite chat just became even more delectable! 🥰🤤#MahiInMaldives #Dhoni @msdhoni pic.twitter.com/NFjGcuMT1h