আমেদাবাদ , 24 ফেব্রুয়ারি : অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে শোনা গেল সচিন তেণ্ডুলকর ও বিরাট কোহলির নাম ৷ সোমবার মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করেন ট্রাম্প ৷ সেখানেই ভাষণ দেওয়ার সময় সচিন ও বিরাটের নাম উল্লেখ করেন তিনি ৷
স্বামী বিবেকানন্দের বাণী থেকে শুরু করে বলিউড সৃজনশীলতা, অ্যামেরিকান প্রেসিডেন্টের গলায় শোনা গেল ভারতের প্রশংসা ৷ তখনই ট্রাম্প বলেন গোটা বিশ্ব ভারতকে সচিন-বিরাটের দেশ বলে চেনে ৷ এই দেশের মানুষ বিশ্বের দুই সেরা ক্রিকেটার সচিন-বিরাটের জন্য গলা ফাটান ৷
দুই দিনের ভারত সফরের প্রথম দিন আহমেদাবাদে এসে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প ৷ সবরমতী আশ্রম ভ্রমণ শেষে নতুনভাবে তৈরি করা মোতেরা স্টেডিয়ামে আসেন ট্রাম্প ৷ এটাই অ্যামেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম ভারত সফর ৷
এর আগে নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে অভ্যর্থনা জানান ৷ তিনি বলেন, ট্রাম্পের এই ভারত সফর দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে ৷