সাউদাম্পটন, 13 জুলাই: কোরোনা সংক্রমণের জেরে কয়েক মাস বন্ধ থাকার পর ফের মাঠে ফিরেছে ক্রিকেট । টানটান উত্তেজনায় শেষ হয়েছে ইংল্যান্ড-উইন্ডিজ় প্রথম টেস্ট । তাতে শেষ হাসি হেসেছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার ৷
শেষদিনে ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে জেতার জন্য 200 রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ইংল্যান্ড ৷ ছয় উইকেট হারিয়ে ম্যাচের শেষ সেশনে জয় তুলে নেন ক্যারিবিয়ানরা ৷ প্রয়োজনের সময় জার্মেইন ব্ল্যাকউডের দুরন্ত ইনিংস উইন্ডিজ়দের জয়ে বড় অবদান রেখেছে ৷ এই জয়ে ক্যারিবিয়ানরা বেজায় খুশি ৷ তবে তার থেকেও বেশি খুশি ক্রিকেট জগত ৷ কোরোনায় বিদ্ধ বিশ্বে ক্রিকেট ফেরার আনন্দ তাদের অন্তরে ৷ তাই উইন্ডিজ়দের প্রাণ খুলে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই ৷
-
Good all-round performances by players from both teams.
— Sachin Tendulkar (@sachin_rt) July 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Jermaine Blackwood played a crucial knock in a tense situation to see @windiescricket through. An important win which has set up the series perfectly. #ENGvWI pic.twitter.com/PLbJlqIe8c
">Good all-round performances by players from both teams.
— Sachin Tendulkar (@sachin_rt) July 12, 2020
Jermaine Blackwood played a crucial knock in a tense situation to see @windiescricket through. An important win which has set up the series perfectly. #ENGvWI pic.twitter.com/PLbJlqIe8cGood all-round performances by players from both teams.
— Sachin Tendulkar (@sachin_rt) July 12, 2020
Jermaine Blackwood played a crucial knock in a tense situation to see @windiescricket through. An important win which has set up the series perfectly. #ENGvWI pic.twitter.com/PLbJlqIe8c
টুইটারে বিরাট কোহলি লিখেছেন, "ওয়াও ৷ ওয়েস্ট ইন্ডিজ় তোমরা দারুণভাবে জিতেছ ৷ উচ্চমানের টেস্ট ক্রিকেট খেলা হয়েছে ৷" সচিন তেন্ডুলকর লিখেছেন, "দুটো টিমই ভালো অলরাউন্ড পারফরম্যান্স দিয়েছে ৷ উত্তেজনার সময় জার্মেইন ব্ল্যাকউড দুরন্ত ইনিংস খেলেছেন ৷ সিরিজ়ের জন্য এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল ৷"
-
Wow @windiescricket what a win. Top display of test cricket.
— Virat Kohli (@imVkohli) July 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Wow @windiescricket what a win. Top display of test cricket.
— Virat Kohli (@imVkohli) July 12, 2020Wow @windiescricket what a win. Top display of test cricket.
— Virat Kohli (@imVkohli) July 12, 2020
হোল্ডারদের জয়ে গর্বিত স্যার ভিভ রিচার্ডস লেখেন, "একটা বিরতির পর প্রথম ম্যাচটা আমার জিতলাম ৷ দলের ছেলেরা ভালো পারফরম্যান্স দিয়েছে ৷ টিমটা এই জয়ের দাবিদার ছিল ৷ তোমাদের অনেক শুভেচ্ছা ৷ তোমরা আমাদের গর্বিত করেছ ৷" শ্যানন গ্যাব্রিয়েল ও জার্মেইন ব্ল্যাকউডের প্রশংসা করেছেন ইয়ান বিশপ ৷ তাঁর কথায়, "ওয়েস্ট ইন্ডিজ় যে উচ্চমানের পারফরম্যান্স দিয়েছে তা কথায় বলে বোঝানো যাবে না ৷ গ্যাব্রিয়েল ও ব্ল্যাকউডকে কুর্নিশ জানাই ৷ আরও দুটো টেস্ট রয়েছে ঠিকই কিন্তু সূচনাটা দারুণ হয়েছে ৷"
-
First game after the break belongs to us!
— Sir Vivian Richards (@ivivianrichards) July 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Some gritty performance from the lads. This team deserves the win in this game. Congratulations boys
You make us proud... 👊🏿 #ENGvWI pic.twitter.com/wYAVRGOwh6
">First game after the break belongs to us!
— Sir Vivian Richards (@ivivianrichards) July 12, 2020
Some gritty performance from the lads. This team deserves the win in this game. Congratulations boys
You make us proud... 👊🏿 #ENGvWI pic.twitter.com/wYAVRGOwh6First game after the break belongs to us!
— Sir Vivian Richards (@ivivianrichards) July 12, 2020
Some gritty performance from the lads. This team deserves the win in this game. Congratulations boys
You make us proud... 👊🏿 #ENGvWI pic.twitter.com/wYAVRGOwh6