সিডনি, 1 জুন : ইংল্যান্ডের ক্রিকেটাররা আগেই শুরু করেছিলেন। তাদের দেখাদেখি ওয়েস্ট ইন্ডিজ়ও ট্রেনিং শুরু করে । শ্রীলঙ্কা ক্রিকেট দল আজ থেকে ট্রেনিং শুরু করেছে । পিছিয়ে নেই অস্ট্রেলিয়াও । সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ থেকে ট্রেনিং শুরু করল অস্ট্রেলিয়ান দল । প্রথম দিনই ট্রেনিংয়ে দেখা গেল স্টিভ স্মিথকে । দুই মাস ব্যাট না ধরলেও নিজেকে শারীরিক ও মানসিকভাবে ফিট ঘোষণা করলেন তিনি । জানিয়ে দিলেন সারা বছরের থেকে এখন তিনি বেশি ফিট ।
আগেই ট্রেনিং শুরু করেছিলেন মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার। সবথেকে কম কোরোনা প্রভাবিত দেশগুলির মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া । এখনও পর্যন্ত সেখানে মাত্র 7000 টি কেস সামনে এসেছে । এক স্থানীয় সংবাদমাধ্যমে স্মিথ বলেন,"সারা বছরের মধ্যে বোধহয় এখন আমি সবথেকে ফিট । আমি এর মধ্যে প্রচুর দৌড়েছি, জিমে ঘাম ঝরিয়েছি । দু'মাস ধরে আমি কঠোর পরিশ্রম করেছি।" প্রসঙ্গত, গত সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ঘোষণা করে। সেইমতো আগামী 9 আগাস্ট থেকে সূচিও প্রকাশ করে তারা ।
তবে তারকা ব্যাটসম্যান স্মিথকে ট্রেনিংয়ের সময় একবারও ব্যাট হাতে দেখা যায়নি। এই নিয়ে স্মিথ বলেন, তিনি শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে মনোনিবেশ করেছিলেন। তাঁর কথায়,"আমি সত্যিই এই দু'মাস ব্যাট ছুঁয়ে দেখিনি । বাড়িতে শুধু কিছুটা শারীরিক কসরত করেছিলাম। আমি শুধু নিজেকে ক্রিকেট থেকে কিছুটা দূরে রাখতে চেয়েছিলাম। যেটা আমি সাধারণত করিনা । আমি শুধু নিজেকে ফিট ও ফ্রেশ রাখতে চেয়েছিলাম ।"
নিরাপদ পরিবেশে ইংল্যান্ড ক্রিকেটাররা আগে ট্রেনিং শুরু করেছে। আজ থেকে ট্রেনিং শুরু করছে শ্রীলঙ্কান ক্রিকেটাররাও । কোরোনার প্রভাবে অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতিগ্রস্ত ক্রিকেট অস্ট্রেলিয়া । ইতিমধ্যে প্রায় 200 জন কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হয়েছে তারা।
টি-20 বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায়, নিজেদের অর্থনৈতিক ভাবে চাঙ্গা করার জন্য ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের দিকে তাকিয়ে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বেতন ছাঁটাই হতে পারে ।