ETV Bharat / sports

৭ উইকেট হারিয়ে অকল্যান্ডে হারের মুখে ভারত - india vs newzeland 2 nd match

ফের ব্যর্থ ভারতের ওপেনিং জুটি ৷ আউট কোহলি ও লোকেশ রাহুলও ৷ অকল্যান্ডে সিরিজ় বাঁচানোর লড়াইয়ে ভরসা ছিল শ্রেয়সের ব্যাট । কিন্তু ব্যক্তিগত ৫২ রানে থেমে গেল শ্রেয়সের ইনিংস । অকল্যান্ডে সিরিজ় হারের মুখে ভারত ।

India vs Newzealand
ভারত-নিউজ়িল্যান্ড
author img

By

Published : Feb 8, 2020, 8:22 AM IST

Updated : Feb 8, 2020, 2:31 PM IST

অকল্যান্ড, 8 ফেব্রুয়ারি : ইডেন পার্কে সিরিজ় হারের মুখে ভারত ৷ হ্যামিলটনে প্রথম ম্যাচে হারের পর অকল্যান্ডে দ্বিতীয় ম্যাচে হারের মুখে টিম ইন্ডিয়া ৷ এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি ৷

প্রথমে ব্যাট করে 273 রান করে কিউয়িরা ৷ ফের দুরন্ত ব্যাটিং রস টেলরের ৷ মূলত টেলর ও গাপটিলের সৌজন্যে 273 রান বোর্ডে তোলে নিউজ়িল্যান্ড ৷ জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ময়ঙ্ক আগরওয়ালের উইকেট হারায় মেন ইন ব্লুরা ৷ ব্যর্থ হয় অন্য ওপেনার পৃথ্বী শ্ব ৷ ব্যক্তিগত 24 রানে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি ৷ মাত্র 34 রানে দু’উইকেট হারিয়ে যখন ম্যাচ ধরতে চলেছে ভারত তখনই, টিম শাউদির অসাধারণ বলে ক্লিন বোল্ড হন বিরাট কোহলি ৷ এরপর একে একে আউট হল লোকেশ রাহুল ও কেদার যাদব ৷ জাদেজাকে সঙ্গী করে ইনিংস সামলে দেওয়ার চেষ্টা করেন শ্রেয়স আইয়ার ৷ অর্ধশতরান করেন তিনি ৷ কিন্তু আর ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেননি তিনি ৷ ব্যক্তিগত 52 রানে আউট হন শ্রেয়স ৷ 33 ওভার শেষে ভারতের রান 7 উইকেটে 159 ৷

সুযোগ পেলেও পরপর দুই ম্যাচে চরম ব্যর্থ ভারতের নতুন ওপেনিং জুটি ৷ ভারতীয় A দলের হয়ে নিউজ়িল্যান্ডে দুরন্ত খেলা পৃথ্বী যেন সিনিয়র দলে এখনও গুটিয়ে আছেন ৷ অন্যদিকে নিজের ব্যাটের ছন্দ যেন বাড়িতে রেখে এসেছেন ময়ঙ্ক ৷

অকল্যান্ড, 8 ফেব্রুয়ারি : ইডেন পার্কে সিরিজ় হারের মুখে ভারত ৷ হ্যামিলটনে প্রথম ম্যাচে হারের পর অকল্যান্ডে দ্বিতীয় ম্যাচে হারের মুখে টিম ইন্ডিয়া ৷ এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি ৷

প্রথমে ব্যাট করে 273 রান করে কিউয়িরা ৷ ফের দুরন্ত ব্যাটিং রস টেলরের ৷ মূলত টেলর ও গাপটিলের সৌজন্যে 273 রান বোর্ডে তোলে নিউজ়িল্যান্ড ৷ জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ময়ঙ্ক আগরওয়ালের উইকেট হারায় মেন ইন ব্লুরা ৷ ব্যর্থ হয় অন্য ওপেনার পৃথ্বী শ্ব ৷ ব্যক্তিগত 24 রানে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি ৷ মাত্র 34 রানে দু’উইকেট হারিয়ে যখন ম্যাচ ধরতে চলেছে ভারত তখনই, টিম শাউদির অসাধারণ বলে ক্লিন বোল্ড হন বিরাট কোহলি ৷ এরপর একে একে আউট হল লোকেশ রাহুল ও কেদার যাদব ৷ জাদেজাকে সঙ্গী করে ইনিংস সামলে দেওয়ার চেষ্টা করেন শ্রেয়স আইয়ার ৷ অর্ধশতরান করেন তিনি ৷ কিন্তু আর ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেননি তিনি ৷ ব্যক্তিগত 52 রানে আউট হন শ্রেয়স ৷ 33 ওভার শেষে ভারতের রান 7 উইকেটে 159 ৷

সুযোগ পেলেও পরপর দুই ম্যাচে চরম ব্যর্থ ভারতের নতুন ওপেনিং জুটি ৷ ভারতীয় A দলের হয়ে নিউজ়িল্যান্ডে দুরন্ত খেলা পৃথ্বী যেন সিনিয়র দলে এখনও গুটিয়ে আছেন ৷ অন্যদিকে নিজের ব্যাটের ছন্দ যেন বাড়িতে রেখে এসেছেন ময়ঙ্ক ৷

New Delhi, Feb 08 (ANI): A Sub-Inspector of Delhi Police, posted in Patparganj Industrial Area Police Station, was found dead with multiple bullet injuries in Rohini area on the night of February 07. Forensic team and police are present at the spot. Further details are awaited.
Last Updated : Feb 8, 2020, 2:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.