অকল্যান্ড, 8 ফেব্রুয়ারি : ইডেন পার্কে সিরিজ় হারের মুখে ভারত ৷ হ্যামিলটনে প্রথম ম্যাচে হারের পর অকল্যান্ডে দ্বিতীয় ম্যাচে হারের মুখে টিম ইন্ডিয়া ৷ এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি ৷
প্রথমে ব্যাট করে 273 রান করে কিউয়িরা ৷ ফের দুরন্ত ব্যাটিং রস টেলরের ৷ মূলত টেলর ও গাপটিলের সৌজন্যে 273 রান বোর্ডে তোলে নিউজ়িল্যান্ড ৷ জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ময়ঙ্ক আগরওয়ালের উইকেট হারায় মেন ইন ব্লুরা ৷ ব্যর্থ হয় অন্য ওপেনার পৃথ্বী শ্ব ৷ ব্যক্তিগত 24 রানে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি ৷ মাত্র 34 রানে দু’উইকেট হারিয়ে যখন ম্যাচ ধরতে চলেছে ভারত তখনই, টিম শাউদির অসাধারণ বলে ক্লিন বোল্ড হন বিরাট কোহলি ৷ এরপর একে একে আউট হল লোকেশ রাহুল ও কেদার যাদব ৷ জাদেজাকে সঙ্গী করে ইনিংস সামলে দেওয়ার চেষ্টা করেন শ্রেয়স আইয়ার ৷ অর্ধশতরান করেন তিনি ৷ কিন্তু আর ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেননি তিনি ৷ ব্যক্তিগত 52 রানে আউট হন শ্রেয়স ৷ 33 ওভার শেষে ভারতের রান 7 উইকেটে 159 ৷
সুযোগ পেলেও পরপর দুই ম্যাচে চরম ব্যর্থ ভারতের নতুন ওপেনিং জুটি ৷ ভারতীয় A দলের হয়ে নিউজ়িল্যান্ডে দুরন্ত খেলা পৃথ্বী যেন সিনিয়র দলে এখনও গুটিয়ে আছেন ৷ অন্যদিকে নিজের ব্যাটের ছন্দ যেন বাড়িতে রেখে এসেছেন ময়ঙ্ক ৷