ETV Bharat / sports

দেশে ফিরলেন নায়করা - অস্ট্রেলিয়া থেকে ফিরল ভারতীয় ক্রিকেট দল

দেশের নায়কদের অভ্যর্থনা দেওয়ার জন্য বিমানবন্দরে হাজির ছিলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যরা ৷ ছিলেন সভাপতি বিজয় পাটিল, অ্যাপেক্স কাউন্সিলের সদস্য অজিঙ্কা নায়েক, অমিত দানি ও উমেশ খানভিলকা ৷

Team India returns home
Team India returns home
author img

By

Published : Jan 21, 2021, 12:29 PM IST

মুম্বই, 21 জানুয়ারি : দেশের মাটিতে পা রাখল অস্ট্রেলিয়ায় ইতিহাস তৈরি করা ভারতীয় দল ৷ দলের সঙ্গেই ফিরলেন স্ট্যান্ড ইন অধিনায়ক অজিঙ্কা রাহানে ও কোচ রবি শাস্ত্রী ৷

আজ সকালে অধিনায়ক রাহানে, কোচ শাস্ত্রী, ওপেনার রোহিত শর্মা, পৃথ্বী শ ও পেসার শার্দূল ঠাকুর মুম্বই বিমানবন্দরে অবতরণ করেন ৷ অন্যদিকে ব্রিসবেন টেস্টের নায়ক ঋষভ পন্থ নামেন দিল্লি বিমানবন্দরে ৷

নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়া গিয়েছিলেন টি নটরাজন ৷ কিন্তু প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে একই সফরে ক্রিকেটের তিন ফর্ম্যাটে অভিষেক করেন ৷ বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করে তিনি তামিলনাড়ুর নিজের গ্রাম সালেমের পথে যাত্রা করেন ৷

চেন্নাইয়ের ক্রিকেটাররা, যেমন রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর ও বোলিং কোচ ভরত অরুণ যদিও আজ দেশে ফেরেননি ৷ সম্ভবত শুক্রবার সকালে তাঁরা দুবাই থেকে দেশে ফিরবেন ৷

দেশের নায়কদের অভ্যর্থনা দেওয়ার জন্য বিমানবন্দরে হাজির ছিলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যরা ৷ ছিলেন সভাপতি বিজয় পাটিল, অ্যাপেক্স কাউন্সিলের সদস্য অজিঙ্কা নায়েক, অমিত দানি ও উমেশ খানভিলকা ৷ বিমানবন্দরেই কেক কেটে জয় উদযাপন করেন রাহানেরা ৷

অস্ট্রেলিয়া সফরের শুরু থেকেই চোট আঘাতে ভুগেছে টিম ইন্ডিয়া ৷ চোটের জন্য অজ়ি সফরে যেতে পারেননি ইশান্ত শর্মা ও ভুবনেশ্বর কুমার ৷ রোহিত যোগ দিয়েছেন তৃতীয় টেস্ট থেকে ৷ এছাড়া সিরিজ় চলাকালীন একে একে চোট পান মহম্মদ শামি, উমেশ যাদব, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন ৷ এছাড়া প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে আসেন রেগুলার অধিনায়ক বিরাট কোহলি ৷

আরও পড়ুন :- ভারত আমাদের ম্য়াচ থেকে ছিটকে দিয়েছিল : ওয়ার্নার

প্রথম সারির এত ক্রিকেটার না থাকা এবং অ্যাডিলেডে 36 রানে অলআউট হয়ে যাওয়ার পরও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত ৷ মেলবোর্নে জয়ের পর সিডনি টেস্ট ড্র ও শেষে ব্রিসবেনে জয় তুলে নিয়ে 2-1 ব্যবধানে সিরিজ় জেতে রাহানের ভারত ৷

মুম্বই, 21 জানুয়ারি : দেশের মাটিতে পা রাখল অস্ট্রেলিয়ায় ইতিহাস তৈরি করা ভারতীয় দল ৷ দলের সঙ্গেই ফিরলেন স্ট্যান্ড ইন অধিনায়ক অজিঙ্কা রাহানে ও কোচ রবি শাস্ত্রী ৷

আজ সকালে অধিনায়ক রাহানে, কোচ শাস্ত্রী, ওপেনার রোহিত শর্মা, পৃথ্বী শ ও পেসার শার্দূল ঠাকুর মুম্বই বিমানবন্দরে অবতরণ করেন ৷ অন্যদিকে ব্রিসবেন টেস্টের নায়ক ঋষভ পন্থ নামেন দিল্লি বিমানবন্দরে ৷

নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়া গিয়েছিলেন টি নটরাজন ৷ কিন্তু প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে একই সফরে ক্রিকেটের তিন ফর্ম্যাটে অভিষেক করেন ৷ বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করে তিনি তামিলনাড়ুর নিজের গ্রাম সালেমের পথে যাত্রা করেন ৷

চেন্নাইয়ের ক্রিকেটাররা, যেমন রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর ও বোলিং কোচ ভরত অরুণ যদিও আজ দেশে ফেরেননি ৷ সম্ভবত শুক্রবার সকালে তাঁরা দুবাই থেকে দেশে ফিরবেন ৷

দেশের নায়কদের অভ্যর্থনা দেওয়ার জন্য বিমানবন্দরে হাজির ছিলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যরা ৷ ছিলেন সভাপতি বিজয় পাটিল, অ্যাপেক্স কাউন্সিলের সদস্য অজিঙ্কা নায়েক, অমিত দানি ও উমেশ খানভিলকা ৷ বিমানবন্দরেই কেক কেটে জয় উদযাপন করেন রাহানেরা ৷

অস্ট্রেলিয়া সফরের শুরু থেকেই চোট আঘাতে ভুগেছে টিম ইন্ডিয়া ৷ চোটের জন্য অজ়ি সফরে যেতে পারেননি ইশান্ত শর্মা ও ভুবনেশ্বর কুমার ৷ রোহিত যোগ দিয়েছেন তৃতীয় টেস্ট থেকে ৷ এছাড়া সিরিজ় চলাকালীন একে একে চোট পান মহম্মদ শামি, উমেশ যাদব, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন ৷ এছাড়া প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে আসেন রেগুলার অধিনায়ক বিরাট কোহলি ৷

আরও পড়ুন :- ভারত আমাদের ম্য়াচ থেকে ছিটকে দিয়েছিল : ওয়ার্নার

প্রথম সারির এত ক্রিকেটার না থাকা এবং অ্যাডিলেডে 36 রানে অলআউট হয়ে যাওয়ার পরও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত ৷ মেলবোর্নে জয়ের পর সিডনি টেস্ট ড্র ও শেষে ব্রিসবেনে জয় তুলে নিয়ে 2-1 ব্যবধানে সিরিজ় জেতে রাহানের ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.