ETV Bharat / sports

13তম IPL-এর আবিষ্কার টি নটরাজন - T Natarajan is a find of this IPL

চলতি IPL-এ সর্বাধিক ইয়র্কার দিয়ে "ইয়র্কার কিং" তকমা পেয়েছেন নটরাজন ৷

v13তম IPL-এর আবিষ্কার টি নটরাজন
13তম IPL-এর আবিষ্কার টি নটরাজন
author img

By

Published : Nov 9, 2020, 4:57 PM IST

আবু ধাবি, 9 নভেম্বর : খেতাবি দৌড় থেকে ছিটকে গেলেও 13তম IPL-এ প্রভাব ফেলতে সক্ষম সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা ৷ ফাইনালে পা রাখতে না পারলেও বাঁ হাতি বোলার টি নটরাজনের পারফরম্যান্সে গর্বিত বোধ করছে দক্ষিণের দলটি ৷ দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার টি নটরাজনকে চলতি IPL-এর আবিষ্কার বলে মন্তব্য করেছেন ৷

গোটা মরশুম ধরে সানরাইজার্স হায়দরাবাদের পারফরম্যান্স চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেলেও নটরাজনের প্রদর্শন প্রশংসা আদায় করে নিয়েছে ৷ পাওয়ার প্লে ও ডেথ ওভারে বল করতে পারেন ৷ নিখুঁত ইয়র্কার দেওয়ার ক্ষমতা রয়েছে ৷ 29 বছরের এই বাঁ হাতি পেসার চলতি মরশুমে সর্বাধিক ইয়র্কার দিয়েছেন ৷ ইতিমধ্যেই তাঁর নামের সঙ্গে জুড়েছে "ইয়র্কার কিং" তকমা ৷ টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারীর তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছেন নটরাজন ৷ এই পারফরম্যান্স দিয়ে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের বাহবা আদায় করে নিয়েছেন তিনি ৷ ওয়ার্নারের কথায়, "IPL-এ পাওয়া সুযোগ দুর্দান্তভাবে ও কাজে লাগিয়েছে ৷ নটরাজন হল এবারের IPL-এর আবিষ্কার ৷"

এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাঁর করা ইয়র্কার নজর কেড়েছে ৷ RCB-র ইনিংসের সেই নিখুঁত ইয়র্কার এবি ডিভিলিয়ার্সকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিল ৷ রবিবারের ম্যাচের পর নটরাজনের প্রশংসা শোনা যায় ইরফান পাঠানের গলায় ৷ জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, একজন আনক্যাপড প্লেয়ারকে কখনও এত নিখুঁত ইয়র্কার দিতে দেখিনি ৷

চলতি IPL-এ তাঁর সংগ্রহ 16টি উইকেট ৷ ইকোনমি রেট 8.02 ৷ ডেথ ওভারে ধারাবাহিকভাবে ইয়র্কার দেওয়ার ক্ষমতাতেই প্রাক্তন ক্রিকেটারদের নজর কেড়েছেন তিনি ৷

আবু ধাবি, 9 নভেম্বর : খেতাবি দৌড় থেকে ছিটকে গেলেও 13তম IPL-এ প্রভাব ফেলতে সক্ষম সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা ৷ ফাইনালে পা রাখতে না পারলেও বাঁ হাতি বোলার টি নটরাজনের পারফরম্যান্সে গর্বিত বোধ করছে দক্ষিণের দলটি ৷ দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার টি নটরাজনকে চলতি IPL-এর আবিষ্কার বলে মন্তব্য করেছেন ৷

গোটা মরশুম ধরে সানরাইজার্স হায়দরাবাদের পারফরম্যান্স চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেলেও নটরাজনের প্রদর্শন প্রশংসা আদায় করে নিয়েছে ৷ পাওয়ার প্লে ও ডেথ ওভারে বল করতে পারেন ৷ নিখুঁত ইয়র্কার দেওয়ার ক্ষমতা রয়েছে ৷ 29 বছরের এই বাঁ হাতি পেসার চলতি মরশুমে সর্বাধিক ইয়র্কার দিয়েছেন ৷ ইতিমধ্যেই তাঁর নামের সঙ্গে জুড়েছে "ইয়র্কার কিং" তকমা ৷ টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারীর তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছেন নটরাজন ৷ এই পারফরম্যান্স দিয়ে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের বাহবা আদায় করে নিয়েছেন তিনি ৷ ওয়ার্নারের কথায়, "IPL-এ পাওয়া সুযোগ দুর্দান্তভাবে ও কাজে লাগিয়েছে ৷ নটরাজন হল এবারের IPL-এর আবিষ্কার ৷"

এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাঁর করা ইয়র্কার নজর কেড়েছে ৷ RCB-র ইনিংসের সেই নিখুঁত ইয়র্কার এবি ডিভিলিয়ার্সকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিল ৷ রবিবারের ম্যাচের পর নটরাজনের প্রশংসা শোনা যায় ইরফান পাঠানের গলায় ৷ জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, একজন আনক্যাপড প্লেয়ারকে কখনও এত নিখুঁত ইয়র্কার দিতে দেখিনি ৷

চলতি IPL-এ তাঁর সংগ্রহ 16টি উইকেট ৷ ইকোনমি রেট 8.02 ৷ ডেথ ওভারে ধারাবাহিকভাবে ইয়র্কার দেওয়ার ক্ষমতাতেই প্রাক্তন ক্রিকেটারদের নজর কেড়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.