ETV Bharat / sports

IPL আয়োজনের প্রস্তাব শ্রীলঙ্কার, আমল দিচ্ছে না বোর্ড - BCCI

16 এপ্রিল বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দেয় যে আপাতত IPL আয়োজন করা সম্ভব নয় । পরিস্থিতি স্বাভাবিক হলে তা আয়োজনের কথা ভাবা যাবে । আর এই সিদ্ধান্তের পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব এসেছে ।

IPL আয়োজনের প্রস্তাব শ্রীলঙ্কার
IPL আয়োজনের প্রস্তাব শ্রীলঙ্কার
author img

By

Published : Apr 17, 2020, 8:46 PM IST

মুম্বই, 17 এপ্রিল: আপাতত IPL স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড । যা অবস্থা তাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে কবে IPL আয়োজন করা সম্ভব হবে তা জানা নেই কারও । BCCI-এর এই সিদ্ধান্তের পরই সেদেশে IPL আয়োজনের প্রস্তাব দিল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড । যদিও এই প্রস্তাবকে খুব একটা আমল দিচ্ছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ।

29 মার্চ থেকে 24 মে পর্যন্ত IPL হওয়ার কথা ছিল । কিন্তু দেশে কোরোনা সংক্রমণ বেড়ে চলায় 15 এপ্রিল পর্যন্ত তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বোর্ড । 16 এপ্রিল বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দেয় যে আপাতত IPL আয়োজন করা সম্ভব নয় । পরিস্থিতি স্বাভাবিক হলে IPL আয়োজন করার কথা ভাবা হবে । আর এই সিদ্ধান্তের পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব এসেছে ।

এই বিষয়ে SLC-র প্রেসিডেন্ট শামি সিলভা বলেছেন, "IPL বাতিল হলে BCCI ও ফ্র্যাঞ্চাইজ়িদের 500 মিলিয়ন ডলারের ক্ষতি হবে । তাই লোকসান কমাতে অন্য দেশে IPL আয়োজন করার কথা ভেবে দেখতে পারে BCCI । IPL যদি শ্রীলঙ্কায় হয় সেক্ষেত্রে ভারতীয় সমর্থকরা টিভিতে খেলা দেখতে পারবে । ভারতীয় বোর্ডের জবাবের অপেক্ষায় রয়েছি ।" যদিও ভারতীয় বোর্ড কর্তাদের একাংশ বলছে, শ্রীলঙ্কা বোর্ডের তরফে তারা এই ধরনের প্রস্তাব পায়নি । কেউ আবার বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নন । দ্বীপরাষ্ট্রে এইমুহূর্তে কোরোনা আক্রান্তের সংখ্যা 200 । ভারতের তুলনায় অনেক কম । শ্রীলঙ্কায় পরিস্থিতি স্বাভাবিক হওয়াটা শুধু সময়ের অপেক্ষা ।

এর আগেও দেশের বাইরে IPL আয়োজন করা হয়েছে । সাধারণ নির্বাচনের কারণে 2009 সালে দক্ষিণ আফ্রিকায় IPL অনুষ্ঠিত হয়েছিল । 2014 সালে একই কারণে সংযুক্ত আরব আমিরশাহীতে আংশিকভাবে IPL আয়োজন করা হয়েছিল ।

মুম্বই, 17 এপ্রিল: আপাতত IPL স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড । যা অবস্থা তাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে কবে IPL আয়োজন করা সম্ভব হবে তা জানা নেই কারও । BCCI-এর এই সিদ্ধান্তের পরই সেদেশে IPL আয়োজনের প্রস্তাব দিল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড । যদিও এই প্রস্তাবকে খুব একটা আমল দিচ্ছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ।

29 মার্চ থেকে 24 মে পর্যন্ত IPL হওয়ার কথা ছিল । কিন্তু দেশে কোরোনা সংক্রমণ বেড়ে চলায় 15 এপ্রিল পর্যন্ত তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বোর্ড । 16 এপ্রিল বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দেয় যে আপাতত IPL আয়োজন করা সম্ভব নয় । পরিস্থিতি স্বাভাবিক হলে IPL আয়োজন করার কথা ভাবা হবে । আর এই সিদ্ধান্তের পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব এসেছে ।

এই বিষয়ে SLC-র প্রেসিডেন্ট শামি সিলভা বলেছেন, "IPL বাতিল হলে BCCI ও ফ্র্যাঞ্চাইজ়িদের 500 মিলিয়ন ডলারের ক্ষতি হবে । তাই লোকসান কমাতে অন্য দেশে IPL আয়োজন করার কথা ভেবে দেখতে পারে BCCI । IPL যদি শ্রীলঙ্কায় হয় সেক্ষেত্রে ভারতীয় সমর্থকরা টিভিতে খেলা দেখতে পারবে । ভারতীয় বোর্ডের জবাবের অপেক্ষায় রয়েছি ।" যদিও ভারতীয় বোর্ড কর্তাদের একাংশ বলছে, শ্রীলঙ্কা বোর্ডের তরফে তারা এই ধরনের প্রস্তাব পায়নি । কেউ আবার বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নন । দ্বীপরাষ্ট্রে এইমুহূর্তে কোরোনা আক্রান্তের সংখ্যা 200 । ভারতের তুলনায় অনেক কম । শ্রীলঙ্কায় পরিস্থিতি স্বাভাবিক হওয়াটা শুধু সময়ের অপেক্ষা ।

এর আগেও দেশের বাইরে IPL আয়োজন করা হয়েছে । সাধারণ নির্বাচনের কারণে 2009 সালে দক্ষিণ আফ্রিকায় IPL অনুষ্ঠিত হয়েছিল । 2014 সালে একই কারণে সংযুক্ত আরব আমিরশাহীতে আংশিকভাবে IPL আয়োজন করা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.